জামায়াতের বুদ্ধিজীবী

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শনি, ২৮/০৮/২০১০ - ১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

জামায়াত যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে যেসব কৌশল নিয়েছিল তার একটি হল বুদ্ধিজীবী নামধারী কিছু জ্ঞানপাপীর সিন্ডিকেট করে পত্র-পত্রিকায় প্রচারণা। এরকম বুদ্ধিজীবীদের একটি তালিকা সম্প্রতি মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলামের বাসা থেকে গোয়েন্দারা উদ্ধার করে । এ তালিকায় অনেকের সাথে ফরহাদ মজহার এবং আসিফ নজরুলের নাম ছিল। অবাক হইনি। মজার ব্যাপার হল, তাদের নাম তালিকাভূক্ত হয়েছিল তাদের সম্মতিতেই এ তথ্যও জানা গেছে। স্বস্তি পাচ্ছি এই ভেবে যে, প্রগতিশীলতা আর নিরপেক্ষতার মুখোশ পরে, স্বাধীনতা আর দেশপ্রেমের সাথে মুনাফেকি ( মুনাফেকদের চমৎকার সংগা ইসলামের ইতিহাসে আছে) করে তরুনদের তারা বিভ্রান্ত করছে দীর্ঘদিন ধরেই । এখন বোধ হয় তারা মুখোশ খুলে রেখে আসল চেহারাটা দেখাতে চান। ধর্মীয় জঙ্গী ও মৌলবাদীদেরকে মুক্তিযোদ্ধার সাথে তুলনা করে বক্তব্য দেয়ার পর মজহার এখন একঘরে হলেও আসিফ সাহেব তো টক শো তে ঠগবাজি করেই যাচ্ছেন।


মন্তব্য

দ্রোহী এর ছবি

হু। কালের কন্ঠের রিপোর্টটা পড়লাম।

গ্রেফতারকৃত রফিকুল ইসলামকে বড় মাপের উটপাখির ডিম পরপর কয়েকটা দিলেই আরো অনেক বিষয় বেরিয়ে আসবে।


কি মাঝি, ডরাইলা?

অনিন্দ্য রহমান এর ছবি

'কমরেড' সাইফুলের সাথে আ নজরুলের 'বৈপ্লবিক' যোগ আকস্মিক না । দেখেন এইখানে
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মুস্তাফিজ এর ছবি

বিশিষ্ঠ আইনজ্ঞ!!

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

আইন বিশ্লেষক !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হাসিব এর ছবি

ব্লগের কেপি টেস্ট নির্ভুল এইটা আরো একবার প্রমানিত হইলো।

শুভাশীষ দাশ এর ছবি

হ।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

একমাস আগের কথা, বেশ নামকরা একটা নিঊজপেপারের ফিচার রাইটার ফরহাদ মাজহার/মজহারকে নিয়ে এখনো একটা বড় স্টোরি না করতে পারার জন্য দুঃখ করছিল। ওদের করা নিউজটাও পড়লাম। কিছুই লিখে নাই। একলাইন রিমান্ডের কথা লিখে, বাকিটা পুরানো ইতিহাস।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরো অনেকেই আছে তালিকায়... আস্তে আস্তে আরো কতো নাম আসবে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুবুল হক এর ছবি

অনিন্দ্য, ভালো লিংক দিয়েছেন। 'একাত্তরের ঘাতক-দালালরা কে কোথায়' শিরোনামের বইটি আশির দশকে হৈ চৈ ফেলে দিয়েছিল সে সময়ের নবীন প্রজন্মের কাছে। কারণ ঘাতকদের অনেকেই তখন সমাজে প্রতিষ্ঠিত এবং তরুণ প্রজন্ম তাদের অনেককেই রীতিমত আদর্শ মনে করা শুরু করেছে। ঠিক এমন সময় বোমা ফাটিয়েছিল বইটি। আর সাথে সাথে সেই নরঘাতকদের মুখোশ খুলে পড়েছিল। বিপথগামিতার দুয়ার থেকে সম্বিৎ ফিরে পেয়েছিল অনেকে (আমি নিজেও তাদের একজন)। আমার মনে হয় অবাধ তথ্য প্রবাহের এই যুগে আবার ওইরকম একটি বোমা ফাটানোর প্রয়োজন আছে। প্রতিনিয়ত মুখোশ খুলে দেয়ার কাজটি করে যেতে হবে। জা...গো..... বা....হে কোন্ ঠে স..বা...য়......

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

অনুপম ত্রিবেদি এর ছবি

এভাবে আরও নাম বেড়িয়ে আসুক, আমাদের এইসব গুপ্ত ছাগু দের নামগুলো জানা ভীষন জরুরী ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

হাসান মোরশেদ এর ছবি

আসিফ নজরুলকে নিয়ে পোষ্ট দেয়ার পর এক শুভার্থী ছোটভাই আমাকে ফেসবুকে বার্তা দিলো - ' আসিফ স্যার আপনার বিরুদ্ধে মানহানির মামলা করে দিতে পারে'

তাতো পারেনই মহামান্য আসিফ নজরুল স্যার। আফটার অল তিনিই এদেশের একমাত্র নির্ভীক, নির্দলীয়, নিরপেক্ষ সাহসীকন্ঠ।
আমরা হুদাহুদিই তার নামে কুৎসা রটাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুবুল হক এর ছবি

তিনি অবশ্য তা পারেন। তবে কিনা পোস্ট দেয়ার অপরাধে মামলা করে সুবিধা হবে বলে মনে হয় না। আগে তো সাংবাদিকের সংবাদ কাটতে হবে, তার আগে মুছতে হবে পুলিশের তালিকা উদ্ধারের ঘটনা।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

মুনতাসির মামুন  এর ছবি

আগে থেকেই এই লোকটাকে সন্দেহজনক মনে হত।তাই পত্রিকায় রিপোর্টটা পড়ার পর অবাক হইনি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।