এ্যানথ্রাক্স, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনা-ঈদ ট্রিলজি

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শনি, ১১/০৯/২০১০ - ৫:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিতে চেয়েছিলাম- ' এবারের ঈদের বিশেষ উপহার এ্যানথ্যাক্স এবং ভূমিকম্প'। কিন্তু কম্পুর গোলমালে দেয়া হল না। তবে আজ যদি স্ট্যাটাস দিতাম তাহলে যোগ হত আরো একটি উপহার- সড়ক দুর্ঘটনা। আজ সকালে ঈদ জামাত শেষে হাজার হাজার মানুষের সামনে নিরীহ এক বালকের অপমৃত্যু দেখে খুব মুষড়ে পড়লাম। নাহ্ , নানা কারণে এবারের ঈদের মধ্যে অলক্ষুণে ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। অবশ্য আমার বন্ধু স্মরণ করিয়ে দিলো যে গত বছরের রোজার ঈদের দিনও নাকি ভূমিকম্প হয়েছিলো। বিষয়টা এতটা কাকতালীয় কি করে হল বুঝতে পারছি না। দুর্ঘটনাটি ঘটলো একবারে ঈদ আনন্দের উদ্বোধন পর্বে। রোকেয়া সরনির কাজিপাড়া বাস স্টান্ডের কাছে কেন্দ্রিয় মসজিদে নামাজ শেষে (রাস্তার একপাশে জামাত হয়) ছেলেটি রাস্তার ওপারে দৌড়ে চলে আসে । আর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা গ্রামীন হলারের চালকও ফাকা রাস্তা পেয়ে ভুলে যায় যে সে উল্টো দিকে চালাচেছ। ঘটনা ঘটে যায় সেকেন্ডে। ঈদের আনন্দ নিয়ে যে কিশোর সকালে ঘুম থেকে জেগেছিলো মুহুর্তেই সে লাশ হয়ে যায়। তার বাবামা হয়তো এতক্ষণে জেনে গেছে এটাই তাদের সন্তানের শেষ ঈদ উৎসব, শেষ আনন্দের ভোর ছিল।
ঈদের সকালটা এভাবে শুরু হওয়ায় মনটা ভারি হয়ে আছে সারাদিন।


মন্তব্য

আলাভী এর ছবি

ভাইয়া ঈদের দিনএ তো এই সব লেইখেন না

হলুদ-মডু এর ছবি

সুধী,

নীড়পাতায় কোনো লেখকের একাধিক পোস্ট প্রকাশ না করার নীতি গত কয়েকমাস যাবত অনুসৃত হয়ে আসছে। আশা করি এ ব্যাপারে মনোযোগী হবেন।

ঈদের শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।

জীবন্ত শুভ্র [অতিথি] এর ছবি

মৃত্ত টা অনেক বড় একটা বেপার...কিন্ত অনুভুতি তা হয়ত চোখের পানি থেকেও বড়......

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

..............................
______________________________________

পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন এর ছবি

মন খারাপ
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।