আবার এসেছি ফিরে....

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শুক্র, ০৫/০৪/২০২৪ - ১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে আবার সচল হচ্ছি অনেক বছর পর। মডুদের ধন্যবাদ আমাকে খরচের খাতায় না ফেলার জন্য। অনেক লেখা পেয়ে গেলাম, বিশেষ করে কবিতাগুলো পেয়ে আনন্দে আত্মহারা। ফেসবুক থেকে বাঁচতে আর নিজের মতো করে লিখতে সচলায়তনে ফিরতে পেরে স্বস্তি লাগছে। ২০০৭ এ শুরু করেছিলাম, আজ ২০২৪। অনেকটা সময় পেরিয়ে গেছে। তবু এই সম্পর্ক অটুট আছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে।


মন্তব্য

হাসিব এর ছবি

ওয়েলকাম ব্যাক!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

স্বাগতম! বহু দিন পর আমিও ফিরছি। বলতে পারেন এই কমেন্টের মাধ্যমেই যাত্রা শুরু। তো, অবাক করা বিষয় হলো নীড়পাতায় ক্লিক করেই প্রথম আপনার লেখাটা চোখে পড়লো - 'আবার এসেছি ফিরে'। আমি ভড়কে গিয়ে ভাবলাম, ঘরের কথা বাইরে গেলো কেমনে! অনুপ্রাণিত হলাম। কিছুক্ষণের মধ্যেই লেখা নিয়ে আসছি, দেখা হবে পথে।

এক লহমা এর ছবি

জলদি আইসেন, বেড়ানোর লেখা দেন। চিত্ত ঠান্ডা করি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

স্বাগতম

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

স্বাগতম। আবার আগের মতো লেখালেখি শুরু করে দিন। আমরা সবাই লিখতে শুরু করলে, পোস্ট করতে থাকলে, মন্তব্য করতে থাকলে সচল আবার আগের মতো হয়ে যাবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

শতভাগ একমত। সচলকে সচল করার কমিটি গঠন করি চলেন। নীড়পাতায় একটি পোস্টের বেশি দেয়া যাবে না এই শর্তে সাথে আরেকটা শর্ত জুড়ে দেয়া হোক - ৪৮ ঘন্টার মধ্যে। অর্থাত দুই দিনেও যদি আগের লেখকের পোস্ট নীড়পাতা থেকে না সরে তাহলে সে দ্বিতীয় লেখা পোস্ট করতে পারবে। তাহলে অল্প সংখ্যক লেখক মিলেও ফাটায়া দেয়া যাবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।