দৃশ্য ৬-ই আশ্বিন

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: রবি, ০৯/১২/২০০৭ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৃশ্য-৬ই আশ্বিন

বর্ষার মুগ্ধ চোখে দৃষ্টি ফেলে যদি
দেখা যেত আশ্বিনের পরিপাটি রেশম বাগান

কালো পথ বুক পেতে হয়ে যেত যদি
বৃষ্টির আঁচড়-কাটা নির্জন উঠান
তবে
আমাদের যৌথ হাত ভেঙে দিতো সংকোচের মেঘ
উজানে বৃষ্টির গানে ভেসে যেত ভাটির আবেগ
২১/৯/৯৯
২.

বাইরে যেমন বর্ষা ভেতরেও তাই
তোমার দুচোখ ভরা রেশমের স্বপ্ন আছে
শুধু তার উজ্জ্বলতা নাই
জানালায় দৃষ্টি খুলে তুমি যার স্মৃতিকণা হও
সে তোমার কেউ নয় , তুমি তার কোনকিছু নও।

৩.
এখন বৃষ্টির রাত এখন সমস্ত পথ কালো
দমকা হাওয়ার দিকে ভেসে যায় অবসন্ন আলো
এখন নিশ্চুপ ছায়া বিজলীকে আঁকড়ে ধরে রাখে
শহরের সব শব্দ বজ্রপাতে ভর করে থাকে।

সবাই অনেক দূরে.. দূর.. দূর দুরন্ত হাওয়া
অলস পর্দার কাছে ব্যস্ততার সাক্ষ্য রেখে যাওয়া
আমি কোন মত্ সপ্রেমী এসময় বড়শী ফেলি ঘাটে
ফলত নির্ঘুম রাত চতুরক্ষি মীন-স্বপ্নে কাটে।

মত্ সপ্রেমী বিড়ালের পদচিহ্ন অনিশ্চিত অজানা
এবং ভৌতিক গল্প পূর্বপূরুষের কাছে শোনা
মিলিয়ে দেখতে গিয়ে চমকে উঠি এযাবত যত
ধরেছি মত্ স্যকন্যা মার্জারের তৃপ্তিদানরত।

ও আমার মত্ স্যপ্রেম ইতিহাস ভুলে গিয়ে তুমি
আমার প্রতীক্ষাকে করেছো ঠাট্টার মরুভূমি
পরামর্শ দিলো কেউ এ তোমার অবসন্ন কাল
অনেকেই ফিরে গিয়ে রেখে গেছে নতুন সকাল।

৩১/০৭/২০০০


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

চমৎকার কবিতা ।

প্রিয় মাহবুব,
আপনার এইটি এবং 'কারো জন্য নয়' এই দুটো কবিতা ভুল জায়গায় যুক্ত হয়ে গেছে । একটু খেয়াল করলে দেখবেন- এই কবিতা দুটো সুনীল সাইফুল্লাহ বইয়ের পৃষ্ঠা হিসেবে আপনি যুক্ত করেছেন ।

আপনি যদি কাইন্ডলি দুটো কবিতাই আবার আপনার ব্লগ হিসেবে পোষ্ট করেন তাহলে-সুনীল সাইফুল্লাহর বই থেকে মুছে দেই ।

আপনার অনুমতি প্রার্থনায় ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুবুল হক এর ছবি

আমি 'কারো জন্য নয়' এ নামে একটি বই শুরু করে তাতে কবিতা যুক্ত করছিলাম। বইয়ের পাতা হিসেবেই আমি এটা সহ আরো কবিতা যুক্ত করবো ঠিক করেছি। তবে যদি ভুলবশত ভুল যায়গায় চলে গেলে অবশ্যই তা ফিরিয়ে আনতে হবে। আমি কবিতাটি আমার ব্লগে পোস্ট করছি । আর সুনীল সাইফুল্লাহর কবিতার বই থেকে সেটি মুছে ফেলতে আপনি সহযোগিতা করবেন আশা রাখি। তবে "কারো জন্য নয়" নামে আমার বইয়ের কাজটি ঠিকমত শুরু হয়েছে কি না সন্দেহ থেকে গেল ।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

আহমেদুর রশীদ এর ছবি

কারো না কারো জন্য থাকুন।

আপনার কবিতা পড়তে পেরে আনন্দ লাগছে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শেখ জলিল এর ছবি

কবিতাটা তো বেশ!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।