ইন্ সমনিয়্যা

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেই পরিচিত ঘরে আমি বারবার যাই
পুরোনো ঘর
পুরোনো পায়রা
পুরোনো বেড়াল

গৃহবাসীদের অবিন্যাস্ত কেশ দেখতে পাই
যত্রতত্র পড়ে থাকা অসীম অবজ্ঞার জঞ্জাল
ঘনিষ্ট গন্ধের বাতাসে ঝুলতে থাকা স্নানের চিহ্নে
আমার সমস্ত ক্লীবতার ইতিহাস ফিরে আসে
এইমাত্র সঙ্গহীন হয়ে যাওয়া উঠোনের পিঁড়িতে পরিহাসে জানিয়ে দেয় রোদ
এখানে আমার জন্য কেউ অপেক্ষায় নেই
এখানে আমি বেগানা বাউল।

আমার ত্বক অদৃশ্য হতে চায়, আমি বসে থাকি অন্ধ
যদি কেউ দূর থেকে উঁকি দেয়, অতিথি দ্যাখে অনন্তর
তার জন্য বরফ-কুচি-মৌনতা-ছড়ানো স্মৃতিঘর খুলে রেখে
পালিয়ে বেড়াই ক্ষমাহীন ভুলের রন্ধ্রে রন্ধ্রে।

তারপরও সেই পরিচিত ঘরে আমি আবার যাই..


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

বাহ্‌ এই তো বেশ বলা হলো।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ঝরাপাতা এর ছবি

ভালো লাগলো খুব। কবিতায়ও আপনি সাবলীল . . . (একটা আপত্তি- আপনার আগের বিশ্লেষণমূলক পোস্টগুলি একেবারে পাচ্ছি না, কবিতার পাশাপাশি সেগুলোও চাই।)


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মাহবুবুল হক এর ছবি

বেশ কিছুদিন ধরে নানা ঝামেলায় ব্লগ থেকে দূরে ছিলাম আবার পুরোমাত্রায় শুরু করছি। ধন্যবাদ।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।