প্লেটোনিক

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ৩:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক.

তুমি তো মেঘ-রাত্রি
নিশিকান্তের অন্ধচোখ
তাকিয়ে রয়েছো তবু
দেখছোনা এ তীর্থলোক

তখন তো ভাবি নি আমি
প্রতীক্ষা এত দীর্ঘ মনে হবে
তোমাকে দেখেছি ক..বে ?
সে.ই ক..বে ? কবে?

তুমি তো তারার আলো
কোনো এক নিশিকান্ত চোখে
আমার তো চোখ গ্যাছে
দূর-মগ্ন বালিকার শোকে।

দুই.

তুমি কি কেউ... তুমি যেন কে
এ .. ও.. নাকি সে ?
কেমন ? তুমি ছিলে কেমন ?
অমন ? তেমন ?
যখন ভেবেছি যেমন ?

২৪/০২/০৫


মন্তব্য

শেখ জলিল এর ছবি

দারুণ গীতলয়তা। বেশ ভাল্লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাহবুবুল হক এর ছবি

আপনার প্রশংসাও ভাল্লাগলো।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

পরিবর্তনশীল এর ছবি

মাহবুব ভাই আর জলিল ভাই... আমারও ইদানীং কবিতা লিখতে ইচ্ছা করে... কী করব বলেন তো?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুবুল হক এর ছবি

ইচ্ছা থাকলে উপায় হয়।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

আহমেদুর রশীদ এর ছবি

এইসব পুরান জিনিস বাদ দেন।
ভালো কিছু ঝাড়েন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুবুল হক এর ছবি

মন্তব্যটা কি তারিখ দেইখ্যা ছাড়লেন নাকি কবিতার মধ্যেই 'রয়েছো'
'নিশিকান্ত' টাইপের শব্দ দেইখ্যা ছাড়লেন ? প্রেমের কবিতার কোনো নতুন পুরাতন নাই। 'ইয়েলেত্ সিন যাই বলুক আমাদের সংগ্রাম চলবেই'--

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।