বিবর্তন

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: বিষ্যুদ, ২৭/০৩/২০০৮ - ১১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

করিডোর চলে গেছে শূন্যতায়
নির্জনতা
বিশ্রামে ডুবে গেছে হুইলচেয়ার, ট্রলি, বেঞ্চ
নিরবতা
হঠাত্ বেজে ওঠে টেলিফোন বাজতেই থাকে একনাগাড়ে
সাইরেন
শেষপ্রান্তের স্থির আলোতে আন্দোলন তুলে এদিকে আসছেন জরুরী
ডাক্তার
নড়ে ওঠে দীর্ঘ পথ পেরিয়ে আসা এক রোগী
তেলাপোকা

এই সাম্রাজ্যে তুমিই রাজা হে পথিক কেমন রাজকীয় ভঙ্গীতে
হেঁটে যাচ্ছো লাশ কাটা ঘরের দিকে
অসংখ্য পায়ের ছাপ ঘিরে আছে দরজায়
তোমাকে দেখে পথ ছেড়ে দাঁড়ালো মর্গের মৌমাছিরা
পাশের ওজুখানায় তওবা ব্যবসায়ীদের আনাগোনা দেখে
উঁকি দিতেই দেখি সারি সারি মৃতদেহ - সাদা এপ্রন গায়ে, গলায় স্টেথো
একজন রাশভারি আরশোলা গভীর মনোযোগে লিখে যাচ্ছেন
ডেথ সার্টিফিকেট


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

একজন রাশভারি আরশোলা গভীর মনোযোগে লিখে যাচ্ছেন
ডেথ সার্টিফিকেট

আরশেলারা আসলেই রাশভারি! ডেথ সার্টিফিকেট লেখার সময় তো আরো বেশী!

ভাল লাগলো খুব!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

বেশ ভাল্লাগলো। অন্যরকম ভালোলাগা কবিতা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।