পৃথিবীর পথে পথে, সেই পথ যেন না শেষ হয় (পর্ব ১)

মইনুল রাজু এর ছবি
লিখেছেন মইনুল রাজু [অতিথি] (তারিখ: সোম, ১০/০৬/২০১৩ - ৩:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকানরা অদ্ভুত জাতি। কথা নাই বার্তা নাই খালি পাহাড়ে উঠে হাঁটতে থাকে। পারেও। তিন মাসের শিশু সন্তান কোলে পিঠে বেঁধে যেমন উঠে, আবার ষাটোর্ধ মানুষজনও পোষা কুকুরটিকে সাথে নিয়ে উঠে যায় তরতর করে। অবশ্য, এদের কালচারটাই সেভাবে গড়ে উঠেছে। তা না-হলে তাদের প্রশাসনের কি দরকার পড়েছিলো, পাহাড় কেটে কেটে কোথাও দুই মাইল, কোথাও পাঁচ মাইল, কোথাও-বা দশ মাইল লম্বা ট্রেইল বানিয়ে রাখার।

অবশ্য দুই মাইল, দশ মাইলতো আমাদের মত চুনোপুঁটিদের জন্য। রাঘব বোয়াল হাইকাররা মাসের পর মাস ধরেও হাইকিং করে। এখানকার জর্জিয়া থেকে মেইনে পর্যন্ত বিস্তৃত অ্যাপ্যালেশিয়ান হাইকিং ট্রেইলের দৈর্ঘ সাড়ে তিন হাজার কিলোমিটার। বলে রাখা যেতে পারে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব এক হাজার কিলোমিটারেরও কম।

প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে কোথাও জঙ্গলে, কোথাও পাহাড়ের গা বেয়ে, কোথাও-বা নদীর তীর ধরে হেঁটে চলাই হাইকিং। সে প্রাকৃতিক সৌন্দর্য যে কি পরিমাণ তীব্র হতে পারে তার খানিকটা নিদর্শন রাখার জন্যই, আমার আনাড়ি হাতে তোলা কিছু ছবি নিয়ে এই ব্লগ।
ছবিগুলো আমেরিকার ওয়াশিংটন Rattlesnake Ridge হাইকিং ট্রেইল-এ তোলা। প্রায় দুই মাইল দীর্ঘ এই ট্রেইল বেয়ে চূড়ায় উঠতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা।


দুর্গম গিরি... লঙ্ঘিতে হবে... যাত্রীরা হুঁশিয়ার।।


এই প্রচেষ্টা সঠিক বলে মনে হচ্ছে না।


হাইকার ডগস্


আকশে ছড়ানো মেঘের কাছাকাছি, দেখা যায় তোমাদের বাড়ী।


প্রহরশেষের আলোয় রাঙা সেদিন জ্যৈষ্ঠ মাস / তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।


ওইখানে যেও নাকো তুমি / বোলো নাকো কথা ওই যুবকের সাথে;


এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো!

মইনুল রাজু
ফেইস বুক


মন্তব্য

ইয়াসির আরাফাত এর ছবি

মোহময় সুতীব্র সুন্দর পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

মইনুল রাজু এর ছবি

আসলেও।

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

এইসব দুর্দান্ত ছবি আনাড়ি হাতে তোলা ?!? অ্যাঁ বিনয়েরও একটা সীমা থাকা উচিত !
হাইকার ডগ আর কাঠবিড়ালিটা (কাঠবিড়ালিই তো ?) কী অপূর্ব !
৫ নম্বর ছবিটা দেখে জলের ধারে ছায়াময় স্নিগ্ধ ঘাসের পাটিতে শুয়ে থাকতে ইচ্ছে করছে ভীষণ ... বহুকাল ... !

ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর –
সবুজ ঘাসের থেকে; তাই রোদ ভালো লাগে — তাই নীলাকাশ
মৃদু ভিজে সকরুণ মনে হয়; — পথে পথে তাই এই ঘাস
জলের মতন স্নিগ্ধ মনে হয় ...
(জীবনানন্দ দাশ)

মইনুল রাজু এর ছবি

কি করে আপনাকে বুঝাই, আনাড়ি হাতেই এই রকম এসেছে। জায়গাটা যে পরিমাণ সুন্দর, সেটা ছবিতে আমি আনতে পারিনি। এক্সপার্ট হলে হয়তো পারতো। হাসি

কাঠবিড়ালিই, তবে পথে-ঘাটে যেরকম কাঠবিড়ালি দেখি তার চেয়ে একটু আলাদা মনে হলো। ভিন্ন প্রজাতি হতে পারে। পাহাড়ী কাঠ বিড়ালী টাইপ কিছুও হতে পারে।

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

হুম ... আর এক পশলা বিনয়-বৃষ্টি ! পাহাড়ি সব কিছুই কেমন বুনো আর কেমন একটু বেশী সত্যিকারের । পাহাড়ি বৃষ্টি কেমন অন্যরকম, বলুন ... একটু বেশীই ঘোর-লাগানো ! কক্সবাজারে গিয়ে পাহাড়ি কলা খেয়ে বুঝলাম কলা কত স্বাদের । হাসি

মইনুল রাজু এর ছবি

আহ,পাহাড়ী কলা খেয়েছিলাম রাঙ্গামাটিতে। এ-সব বলে আমাকে হোমসিক করে দিচ্ছেন, আপনি লোক ভালো না। দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

তাছাড়া দেশে এখন আবার যখন তখন আকাশ কালো করে ঝুম বৃষ্টি হচ্ছে । গাছের পাতা সব সবুজ ! আর দেদারসে আম, জাম, লিচুর মহা-উৎসব ! আর এই বৃষ্টিতে ইলিশের স্বাদটাও খোলতাই হয়েছে । দেশে আর কী এমন ? এইসবই আর কি শয়তানী হাসি

মইনুল রাজু এর ছবি

আপনার নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

গুল্লি

মসীলক্ষণ পণ্ডিত

MEHERUN NUR এর ছবি

চলুক

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

চরম উদাস এর ছবি

দারুণ সব ছবি।

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মনি শামিম এর ছবি

ছবিগুলি দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম যেন ওই অরন্যের মাঝে। দারুণ হয়েছে।

মইনুল রাজু এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অমি_বন্যা  এর ছবি

মন কেড়ে নেয়া সব ছবি। ভালো লাগলো।

মইনুল রাজু এর ছবি

ধন্যবাদ আপনাকে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

আশরাফ ফারুক পলাশ এর ছবি

চলুক চলুক

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তারেক অণু এর ছবি
মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

স্যাম এর ছবি

আরো একটু বেশি বর্ণনা চাই - অন্তত ক্যাপশন?!

মইনুল রাজু এর ছবি

নাহ, আপনাদের যন্ত্রণায় একটু যে ফাঁকিবাজী করবো সেই উপায়টুকুও নেই। দেঁতো হাসি পরের লেখায় আরেকটু বেশি বর্ণনা দেবার ইচ্ছে আছে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

রাব্বানী এর ছবি

আগের পোস্ট আর এইটা, দু'টোর ছবিই চমতকার!

মইনুল রাজু এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

দিগন্ত এর ছবি

ছবিগুলো দুর্দান্ত, এই সামারেই যাব ইচ্ছা আছে।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মইনুল রাজু এর ছবি

ধন্যবাদ। হাসি

আপনার কথা শুনেছি। এদিকে যখন আসবেন জানাবেন। দেখা হবে আশা করি। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

মন ভাল করে দেয়া দৃশ্য! ছবিগুলো সুন্দর হয়েছে।

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

কৌস্তুভ এর ছবি

ছবিগুলোতে HDR এফেক্টটা একটু বেশি হয়ে গেছে, তার ফলে দেখতে ভাল লাগছে না, নেচারের ছবি আর ন্যাচারাল লাগছে না। প্রথম ছবিটাতে যেমন বনজঙ্গলে সবুজের স্যাচুরেশন অনেক কমে গেছে। অনেকগুলো ছবিতেই কনট্রাস্ট কম।

আর কোবতে কম বুঝি, কিন্তু কিছু কিছু ক্যাপশন ছবির সঙ্গে অপ্রাসঙ্গিক মনে হল খাইছে

মইনুল রাজু এর ছবি

ঐ মিয়া, কইলেন কোবতে কম বুঝেন। সেটা বলার পর এক বাক্যও যেতে না যেতেই দিলেন বিশেষজ্ঞ মতামত। দেঁতো হাসি

অরিজিনাল ছবির স্যাচুরেশান বা কনট্রাস্ট কিছুই আমি চেইঞ্জ করিনি, কোনো এফেক্টও দেইনি। গুগল প্লাস-এ আপলোড করে, এখানে সরাসরি লিঙ্কটা দিয়ে দিলাম। কিছু করলে গুগল করছে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তুলিরেখা এর ছবি

ভালো লাগলো। চলুক

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

দারুন।।।।।।নীল আর সবুজের কি অপূর্ব রূপ। হাততালি

মইনুল রাজু এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মোহাম্মদ কামরুল ইসলাম এর ছবি

অসাধারণ পোস্ট!!

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

Faysal এর ছবি

অসাধারণ পোস্ট!! দারুণ সব ছবি।

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

স্বপ্নের ফেরিওয়ালা  এর ছবি

ছবি সব দারুন হয়েছে।এসব দেখে প্রকৃতির মাঝে হারাইতে মন চায় মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।