যে দেখাগুলি হয়ে ওঠে না তার মাধুর্যের কল্পনায়
আকাশে ছবি এঁকে যায় মেঘ, আর ভেসে যায়
নৌকাগুলি অকূল দরিয়ায় । সে ছবির রঙে রঙে বাজে
না শোনা সুর । জলের ঢেউ ভেঙে ভেঙে বিনা কাজে
বয়ে যাওয়া পাতার মতন কথাগুলি না বলার আক্ষেপে
তেমনই নিশ্চুপ শুধু । সে পাতার ভাষাহীন অনুতাপে
অনিকেত বেদনার নীল ।
যে শব্দগুলি অধরা, বাস্পপুঞ্জের আবরণে ঢাকা
দৃশ্যের মতন আড়ালে রয়ে গেলো, স্মৃতির অতলে থাকা
গানের কলির মতন, মনেও পড়েনা । তারই ক্রম আর্তরবে
কবিতার শরীর থেকে ঝরে পড়ে বেদনার গান । দেখি বৈভবের
হতবাক অবয়ব শুধু । ভাঙা ক্যালিডোস্কোপের মত যে দিনগুলি চুরমার,
এলোমেলো, আর প্রিয় মুখগুলি লাগে অচেনার মতো, তারই অপার
শূণ্যতায় একা ভেসে যায় চিল।
( উৎসর্গ - সংসারে এক সন্ন্যাসী )
মন্তব্য
আহা বেশ বেশ। আমি চিলের সঙ্গ নিলাম।
আমিও একজন সঙ্গী পেলাম ।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ জানবেন ।
ধন্যবাদ পান্থ ।
"আর প্রিয় মুখগুলি লাগে অচেনার মতো"
কি দারুণ !
মেঘের পরে
মেঘের কথকতা
অনেক ধন্যবাদ মেঘের পরে ।
Lina Fardows
যে শব্দগুলি অধরা, বাস্পপুঞ্জের আবরণে ঢাকা
দৃশ্যের মতন আড়ালে রয়ে গেলো, স্মৃতির অতলে থাকা
গানের কলির মতন, মনেও পড়েনা - খুব সুন্দর
Lina Fardows
লীনা দি, আপনার নিবিড় পাঠ ও ভালো লাগা আমাকে আবার প্রেরণা দিলো।
উপরে অনিকেত নিচে সন্ন্যাসীদা
যা হইছেনা কবিতাডা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিক বলেছেন । আমিও তো খেয়াল করিনি ! "অনিকেত" নিকেতহীন , সন্ন্যাসীদাও ঘরছাড়া । হাঃ হাঃ
হে হে হে--
শিরোনাম দেখে প্রথমে ভয় পাইসিলাম----
চিরদিন শুনে এসেছি আমি 'বয়ে যাওয়া' ছেলে
কিন্তু 'ভেসে' যাওয়া চিল--এই প্রথম-- হে হে হে ---
যাক কবিতাটা খুব মনে ধরেছে----
শুভেচ্ছা---
"বয়ে যাওয়া ছেলে"র "মনে ধরা" কবিতার সংবাদে আনন্দে "ভেসে গেলাম" ।
মাল্যবান আমাকে কাব্যদান করেছেন: তব্দা-জাগানিয়া খবরটি দিলেন আমাকে এক সচল। নইলে তো জানাই হতো না! কবিতাপাঠক আমি নই। বোদ্ধা তো নইই! তাই কবিতা এড়িয়ে চলি সচরাচর।
অতএব বুঝতেই পারছেন, রীতিমতো অপাত্রে - তবু ভয়াবহরকমের প্রীতবোধ করছি।
নেহাতই কৌতূহল: আপনি কি আমাকে কোনওভাবে চেনেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার কৌতূহলের জবাব দেওয়া প্রয়োজন । হ্যা, চিনি তো বটেই , তবে চাক্ষুষ নয়। সচলে আমি একেবারে নবাগত । এবং থাকি ভারতে । এই সাইটটি আমার ভালো লাগে , কম বলা হল, ভালোবেসেছি বলতে পারেন । বিভিন্ন ধরণের চলমান লেখালেখি থেকে নিয়ত সমৃদ্ধ হচ্ছি। এর মধ্য দিয়েই কয়েকজন সচলও আমার শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়েছেন । আপনি তাদের মধ্যে অন্যতম । এরকম আরো কয়েকজন আছেন যাদের লেখা ও কমেন্টস আমি মন দিয়ে পড়ি। আমার প্রথম পোস্ট "বর্ণাশ্রম" গল্পে আপনার ভালোলাগা সহ একটি উপদেশও ছিলো। এ উৎসর্গ সেই কৃতজ্ঞতাবশতও কিছুটা ।
আপনি কবিতা পাঠক নন, আমিও তেমন কবিতা লিখিয়ে নই। কিন্তু ঐ, বাঙালী ! জীবনে মনে মনে হলেও কবিতা লেখেননি এমন বাঙালী বোধহয় খুঁজে পাওয়া ভার । ফলে অপাত্র কিছু দান হয়নি সন্ন্যাসী দা।
আপনি আমার উপহার গ্রহন করেছেন জেনে ভালো লাগলো । ভালো থাকবেন ।
কবিতার লোক নই আমি। কিন্তু এটুকু বুঝতে পারি, এইমাত্র যেটা পড়লাম, সেটা ভীষণ কাব্যময় একটা কবিতা।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
@ আনিস মাহমুদ
আপনার মন্তব্য আমাকে প্রেরণা দিলো। ধন্যবাদ কবিতা পড়ার জন্যে।
জলের ঢেউ ভেঙে ভেঙে বিনা কাজে
বয়ে যাওয়া পাতার মতন কথাগুলি না বলার আক্ষেপে
তেমনই নিশ্চুপ শুধু । সে পাতার ভাষাহীন অনুতাপে
অনিকেত বেদনার নীল ।
খুব ভাল লাগল।
শুভেচ্ছা।
আপনার যে ভালো লেগেছে সেটাই আমার বড় পাওয়া । আপনিও শুভেচ্ছা জানবেন ।
নতুন মন্তব্য করুন