অচল হয়ে চলে এলুম সচলের আড্ডায়
চোক্ষে মুখে আন্ধার দেখি
পড়ে গেলুম গাড্ডায়
হিংসুক চোখ ওঠে থেকে থেকে টাটিয়ে
এক দিন আমি ও লিখে দেব ফাটিয়ে
কাজ কাম রেখে সব লিখি পড়ে ঝাপিয়ে
আব ঝাব লেখা পড়ে লোকে ওঠে হাপিয়ে
বাঁদরের হাতে তাই দিতে নেই খন্তা
আকামের ধাড়ী সে গো , শান্তির হন্তা।।
মন্তব্য
ওরে খাইছে রে ! আমাদের মামুন ভাই তো এবার দেখি ছড়ার খন্তা লইয়া হাজির !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শরম পাইলাম , ব্যাপক শ রম পাইলাম।।
বাহ্ বাহ্
আমোদ পাইলাম।
হুমম---কোন কিছু দেখি বাকী রাখবেন না আপনি---!!
গল্প,ছড়া,প্রবন্ধ,কবিতা----হিংসায় পুড়ে ছাই হয়ে গেলাম---
হেহ, হেহ, হেহ - মামুন, বেড়ে বলেচো দাদা
লোল। আপনে খন্তা না বানর?
বাহ--- দ্রোহী'দা, চমৎকার একটি মৌলিক প্রশ্ন করেছেন--![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
- আমার মনে লয় দুইটার একটাও না। এই কোবতের লেখক কোবি হৈলেন আসলে "বান্দর"।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একি, এতো দেখি আমার বিগ বস মামুন ভাই, back with action, কবিতার ছন্দে এখনো দুলিতেছি।
ধন্যবাদ সাইফ। তোমার ব্লগ পড়লাম। ঝাক্কাস হয়েছে একেবারে!!
জাকাজা ভায়রা ভাই পরিষদের আজীবন সভাপতি, লেখা লেখির নামে আমার সমস্ত অনাচারের ইন্ধনদাতা, সম্প্রতি অলিন্দে টান লাগা ইচড়ে পাকা ধু গো সবার সব মৌলিক প্রশ্নের এক কথায় উত্তর দিয়ে আমাকে কৃতজ্ঞতপাশে আবদ্ধ করিয়াছেন। এখন হইতে আমার প্রতি নিক্ষেপিত সমস্ত পঁচা ডিম, শসা বা টমেটো দিক পরিবর্তন করিয়া নাটের গুরুর দিকে ঘুরাইয়া দেয়া হউক!!
- বড়ভাই, সেন্টু খাইয়া থাকলে কোনো কথা নাই। না খায়া থাকলে, ক্কুল বিসমিল্লাহ্![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাইছে, আপনে দেখি ছড়াও লেখেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বা: ছড়া পড়ে আমোদ পেলাম৷
--------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আপনি মশাই কোন কাজটা পারেন না কন্তো?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সচলায়তনে লেখা মানে নিজের নারসিসিজম কে স্টোক করা। এখানে ভাল বই কেউ মন্দ বলে না। সব বাদ দিয়া তাই মাইনষে লিখতেই থাকে। কি বাজে নেশা!![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
ব্যাপক ব্যাপক।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সব্বাই এক্কেবারে বেশী বেশী ভালা মানুষ। বান্দরের হাতে খন্তা দেইখা কই খ্যামা দিতে কইবেন তা না, আহ্লাদ দিয়া মাথায় উঠাইতেছেন।
পরে ভুগবেন কইলাম। লেখা আরেকটা শুরু করছি!
হেব্বি লাগলো তো !
আসুক আরেকটা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এই মানুষটার এত্তো প্রতিভা! লেখক হিসাবে যেমন অসাধারণ, মানুষ হিসাবে তারচেয়েও বেশি ভালো।
আপনি নিশ্চিন্তে লিখতে থাকেন মামুন ভাই... হাতপা খুইলা লিখতে থাকেন...
নতুন মন্তব্য করুন