ঘরের চারদিকে জঞ্জালের স্তুপ। ফাঁকা ঘর। কালে ভদ্রে কেউ বেড়াতে এলেও এমন ফাঁকাই লাগে চার পাশ। চারদিকে তাকিয়ে লোলা কম্পিউটারের মনিটরে টিক মার্ক দেয় - অবিবাহিত এবং নিঃসন্তান।
চমৎকার এই অনলাইন ডেটিং সাইটটি, লোলা পরদিনই একটা ব্লাইন্ড ডেটের অফার পেল।
চল্লিশোর্ধ ব্যবসায়ী পল, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কিছুদিন আগে। নিঃসঙ্গতা কাটাতে মরিয়া। ছবি দেখেই লোলাকে ভালো লেগেছে ওর। ওরা দেখা করবে হেমস্ফিয়ার নামের চটকদার এক নাইট ক্লাবে, রাত দশটায়।
বারে বসে হুস্কির অর্ডার দেয়। একটু আগেই চলে এসেছে পল। মিশুক বারটেন্ডার প্রথম দেখা খদ্দেরের কাছে বৃত্তান্ত জানতে চায়। লোলার নাম শুনেই রহস্যময় হাসি দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। আরেক খদ্দেরের কাছে যাবার সময় নিচু স্বরে কানে কানে বলে যায়-' কসমোপলিটান খুব পছন্দ ওর'।
দশটা পনেরোতে লোলা ভেতরে পা রাখে। ছবির চেয়েও অনেক বেশী আকর্ষণীয় লাগছে ওকে। অদ্ভুত সুন্দর ফ্যাশন সেন্স- পল ভাবে। উন্নত বক্ষ যুগলের দিকে তাকিয়ে পুশ আপ ব্রা নাকি ন্যাচারাল জাতীয় ভাবনা প্রশ্রয় পাবার আগেই জ্বলন্ত ঠোটদু'টোর দিকে তাকিয়ে পল ভেবে রাখা গ্রিটিংস ভুলে যায়।
মাঝরাত্তির পেরিয়ে যাবার অনেক পরে লোলা টাল মাটাল পায়ে ঘরে ঢোকে। বরাবরের মতোই শূন্য ঘর। পল তাকে মাতাল করে ঘরে নেয়ার বা আসার চেষ্টার কিছু বাকী রাখেনি। লোলা মাতাল হয়েছে , তবে তাল হারায়নি। ফোন নাম্বারও দেয়নি বেপরোয়া লোকটিকে- বলে এসেছে ও নিজে থেকেই যোগাযোগ করবে। পল কে মোহাবিষ্ট রেখেই একা চলে এসেছে।
আস্তে আস্তে কাপড়-চোপড় ছাড়তে শুরু করে লোলা। পাফি স্লীভের টপ আর আগুন রঙের ব্রাটা খুলতেই ডি কাপ স্তন দু'টো স্প্রীং এর মতো বেরিয়ে আসে। ধীরে সুস্থ্যে স্কার্ট খোলে। তার পর হ্যাচকা এক টানে চামড়ার সাথে লেগে থাকে প্যান্টি খুলে নগ্ন হয়ে আয়নার সামনে দাড়ায়।
বাতাসের অভাবে হতোদ্যম পুরুষাঙ্গ আর অন্ডকোষ সবই তখন হাঁসফাস করছে।
মন্তব্য
কী বললে মমিন?
বেশি অশ্লীল হইছে মামা?
এসব নিয়েও লেখার দরকার আছে।
কিন্তু ব্যাপারটা দাঁড়ালো কী? ট্রান্সেক্সুয়াল হলে সে স্ট্রেইট পুরুষ যে নারী পছন্দ করে তাকে ডেট করে কী মোক্ষলাভ করবে?
কিছুই দাঁড়ালোনা রাজু ভায়া, নিজেকে নিজে প্রতারণা ছাড়া আর কিছুই না। সে হয়তো কিছুই চায়না, শুধু চায় কোন এক পুরুষ তাকে ডাকুক রমণী।
তারপর কী করলি তুই? হাতপাখা দিয়া জোরে জোরে বাতাস করা শুরু করলি ঐ জায়গায়? খামাখাই এত কষ্ট করলি ক্যান ভদ্রঘরের পোলা ঐ চল্লিশের উপ্রে এক বউ খেদানো নিরীহ মানুষরে ধান্দা দেখাইতে গিয়া?
গল্প গুল্লি! এইসব নতুন নতুন জিনিস নিয়া আরো লেখ মামা... আমরা ছোটরা অনেক কিছু জানতে চাই
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
দোস্ত তোর অণুগল্প দেখে শখ জাগল। কিন্তু তেইল্যাচুড়া কি চাইলেই উড়াল দিতে পারে?
০
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ধন্যবাদ মানিক ভাই।
গল্পটা ভাল---
বলাটাও ভাল---
তবে বিষয়বস্তু অনেকের জন্যে গুরুপাক হতে পারে--- হে হে হে ---
জানি অনি ভাইয়া। সব দোষ মৃদুলের, তার কোপাকুপি অণুগল্প দেখেই এই ধুন ফুন লেখা।
গল্পটা ভালই লাগল৷
তবে লোলা'র সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে আমি কিঞ্চিত্ ধন্ধে পড়লাম৷ মানে আমি যা বুঝলাম তাতে ওঁর হতাশা বা অন্যকিছু অনুভুতি সুক্ষ্মভাবে গল্পটায় মিশলে ভাল হত বলে মনে হচ্ছে৷
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ দয়মন্তী। দুই এক ফোটা অনুকম্পা মেশালে গল্পটা হয়তো একটু উপাদেয় হতো। ভালো গল্প বলিয়ে হওয়াটা সবার হয়ে ওঠেনা
হুমমম... ভাইয়া আপ্নের লেখা সবসময়ের মতই সেরোম হইসে... ...
এক অসি ছবি সাংবাদিকের সাথে কিছুদিন কাজ করেছিলাম ভাষাবিদের, তার সাথে কাজের সময় সাক্ষাতকার নিতে হয় কিছু ট্রান্সসেক্সুয়াল যৌন কর্মীর। আমি জানতাম না বাংলাদেশে ট্রান্সসেক্সুয়াল যৌন কর্মী আছে। আপনার লেখাটা পড়ে আমার সেই নয়ন আর তার দলের কথা মনে পড়ে গেল।
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ আপু। ভালো থেকো
এইডার মানে কী?
কিজানি!
মারাত্মক!!...আরো চাই ভাইয়া! ১৮+ রেটেড R
-------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
হাহা, বছরে দুই একটা আসবে
এইটাও কি জীবন থেকে নেয়া? (অবশ্যই আপনার না )
কী যে বল! এইডা পুরাই বানানো গলফ
আমি ভাবছিলাম হয়ত আপনার পরিচিত কোনো ঘটনা তুলে ধরছেন
'রানী' এবং 'মহাজাগতিক ক্লুভার বুচি' শেষ করবেন না?
(অবশ্য আপনার যদি সিরিজখেলাপীদের তালিকায় নাম রাখার শখ হয়ে থাকে, তাইলে অবশ্য আলাদা কথা)
হবে ভাইয়া। ক্লুভার বুচি আসছে আগে
আর, আমার আলকেমিস্ট-টা?!
ওইটা কী চতুর্থপর্বে ওইখানে শেষ হয়ে গেছিল?!
আমি তো ওইটা পড়তেছিলাম!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাইফুল ভাই, অ্যালকেমিস্টের কাজ গোপনে চলছে। আরেকটু আগালে পিডিএফ করে পড়তে দেব
আর 'যে মরা জলে ডোবে না' কী ডুবেই গ্যালো নাকি?
শাহেনশাহ কিছুই ভোলেনা দেখচি!
ওকে, দ্যাট'স গ্রেট!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
পড়লাম মামুন ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ধন্যবাদ। অনেক কষ্ট করলেন
খালি অণু না, রীতিমতো আনুবীক্ষণিক হয়ে গ্যাছে।
নাম দেন অনুবীক্ষণগল্প!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
বাপ্রে!!!
ইয়ে, এইসব ঠিক না...
অনেক আশা দিয়ে নিরাশ করলেন।
...তয় গপ্পো ব্যাপক আধুনিক হইসে !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ধীরে বৎস , ধীরে!
মামা তো দেখা যায় খাচ্চর আছে - তবে সারপ্রাইজ ভালো হইছে আমি মনে করছিলাম সচলায়তন ভদ্র সাইট - এই ভিডিও লইয়া একটা লেখা রসাইয়া রসাইয়া দিমু ভাইবাও দেই নাই - এখন তো দেখি লেখাই ভালো ছিলো
খাচরামির আর কী দেখছ ভাইগ্না? এগুলা তো তবলার টুং টাং, আসল গান তো ধরিই নাই
আরে বস, হেভি মজা পাইলাম, পোলারে পিটাইতেসে, অথচ কোন বিকার নাই, তারচেয়েও হাসির হইল, প্রেমিকা মাইর খাওয়ার পর আবার চুল ঠিক করে বাঁধতেসে, আখের ভিডিও হচ্ছে কিনা! আর কোন এক আবুল পুরা জিনিষ টা ভিডিও করসে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এটা ফেইসবুকের প্রভাব নাকি ?
ফেসবুক কী ভাই?
বস, বাংলা সিনেমার এই গানটা শুনছেন?-
"একটাই কথা আছে বাংলাতে-
মুখ আর বুক বলে একসাথে।
সে হ'লো-
বন্ধু! বন্ধু আমার!"
তো, বন্ধুতার ক্ষেত্রে মুখ আর বুকের এই নিবিড় সম্বন্ধের সূত্রে মুখ (ফেস) আর বুক লইয়া একটা নতুন আইডিয়া আইছে হিউম্যান কনভার্জেন্সের এই ব্যাপক কমিউনিটি-যুগে- এইটার নাম তেনারা দিছেন ফেসবুক।
[আকা খোমাবই আকা খোমাখাতা]
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আহ! শেখার কোন শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই!!
চমক আছে। একেবারেই ধারণা করা যায় নাই
মরহাবা
ধন্যবাদ বস।
লোল!!!!!!
কী কইলেন কিছুই কী বুঝলাম?
মেম্বরসাব কী শীত নিদ্রায় আসেন? দেখি না অনেক দিন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আপনার লেখা ও বর্ণনা সুন্দর, তবে ঘটনাটা মেকি মনে হয়েছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঠিকই ধরছেন ,ঘটনাটা তো মেকিই বস। পুরা দুনিয়াটাই মেকিতে ভর্তি , গল্প একটু আধটু মেকি হইলে আর দোষ কী
আমার কাছে একটু কম মেকি লাগছে।
থাইল্যান্ডে আমার নিচের তলায় এক ইতালিয়ান বুড়া থাকতো। ২০ ভাগ ইংরেজি জ্ঞান আর ৮০ ভাগ বডি ল্যাঙ্গুয়েজে আলাপ করত। মহা ত্যাদড়। একবার আড্ডা জমাতে পারলে আর ছাড়ে না। নানান গল্প ফাঁদে।
ঐ বুড়ার প্রায় গল্পের প্রিয় টপিক ছিলো - তার কোন কোন বন্ধু কবে ইতালি থেকে এসে কোন বার থেকে লেডিম্যান নিয়ে বিছানায় ধরা খেয়েছে এইসব।
হ এই ধরা খাওয়া লোকের সংখ্যা পৃথিবীতে মোটেও কম নাই । ব্রাজিলিয়ান ফুটবল সুপার স্টার রোনাল্ডোও গত বছর এরকম লোলাদের পাল্লায় পড়ে বেইজ্জত হয়ে ছিল।
বলাইদা কী অর্থে মেকি বলছেন বুঝিয়ে বললে ভালো হতো।
বস, এতদিন যত অনুগল্প পড়সি, সেগুলা দুধ-ভাত ছিল আপনার গল্পটার কাছে। যে গুলাকে জটিলস্য জটিল বলে আসছি, সেগুলা জলবৎ তরলং ছিল, শেষে এসে এমন ধাক্কা খাবো, এমনি তো দুরের কথা দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না। আর আপনার প্রতিভায় আবারও মুগ্ধ হইলাম, এর আগে ছোট গল্প ওম লেখে যেমন সবার হৃদয় ছুয়েছিলেন, এইবার অনুগল্প লেখে সবার হৃদয় ছেদ করে গেসেন। আপনাকে গুরু আমি আপনার প্রথম লেখা থেকেই মানি, দেখতেই পারতেসেন, লেখক চিনতে কোন ভুল করি নাই। আর তাছাড়া আশায় বুক বাঁধলাম, কারন, এখন ও আরো বেশ কিছু জিনিষ লেখার বাকি আছে, এবং আমার ধারনা সেখানেও চরম মুন্সিয়ানার পরিচয় মিলবে আমাদের। সব শেষে আবারো বলি, লেখাটা পুরাই আর আপনে
ঝটপট আরেকটা ঝারেন অনুগল্প, প্রতিবারই আমি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ব আপনার লেখা। এই অসাধারণ সৃষ্টির জন্যে অভিনন্দন আর ১ কোটি তারা দিলাম বস।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সাইফ তোমার তারার ভান্ডার কি শেষ হয়না?
বস, আসমানের তারা তো কেউ গুইনা শেষ করতে পারে নাই, আমার তারার কমতি হবে কিভাবে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
"আকাশে তে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে...... ইয়াহহহহহ"
আপনি কোটি তারা দিলেন ক্যামনে ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভালু প্রশ্নকইচ্চেন বস, এর উত্তরে কি কমু বুজপার পারতাসি না, খেকজ, তাই একখান গান দেই, এইডা শুনতে তাহকেন, আমি উত্তর খুজি গিয়া !!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
তুমি একটা পাগল মিয়া, এমন আগল ভাঙ্গা প্রশংসা শুনলে লুকাইয়া পড়তে মঞ্চায়।
জট্টিল.....
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ধন্যবাদ বস।
কিতা লিখলেন মামুন ভাই,
পইড়া মুই ভীমরি খাই ।
ভীমরি রোগেরও ওষুধ আছে
সাইফ ডাক্তারকে রাখো কাছে
ন চাই মুই ডাক্তার
সচল শুধু জেবন যার।
গল্পটা আরো একটু বড় হলে .....মানে ..লোলাদের কষ্ট বা চিন্তাভাবনা নিয়ে আরো একটু জানতে মন চাইছিলো....গল্পের আকারেই।
ভালো লাগলো।
পরামর্শের জন্য ধন্যবাদ, পড়ার জন্য তো বটেই
মামুন, আমার কাছে গল্পটার (শব্দটা কী হবে ঠিক বুঝে পাচ্ছি না) 'জাস্টিফিকেশন' পরিস্কার না। মানে, লোলা যদি নপুংসক/ক্লীব হয়ে থাকে তাহলেও হয়তো এভাবে দেখতাম যে সে নিঃসঙ্গ এবং তার প্রকৃতিদত্ত শরীরের কারণে প্রতারণার আশ্রয় নিচ্ছে - কিন্তু লোলাকে তো একজন পূর্ণাঙ্গ পুরুষ বলেই মনে হচ্ছে। তাহলে তার এই কর্মকান্ডের মানে কী? নিছকই মজা?
না স্নিগ্ধা সে পূর্ণাঙ্গ পুরুষ নয়, লোলা একজন শিমেল
প্রকৃতির বিচিত্র খেয়াল অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। নিজেকে সে নারী হিসেবেই ভাবে, কিন্তু নারী হওয়া তার হয়ে ওঠেনা। জাস্টিফিকেশন একটা কঠিন শব্দ
যথেষ্ট সাহসী লেখা তাতে সন্দেহ নেই। তবে লোলার আসল উদ্দেশ্য কি সেটা ঠিক পরিষ্কার হোলনা। গল্পের শেষের চমকটি অকস্মাৎএবং শক্তিশালী।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
লোলা নিঃসঙ্গ, মানসিক ভাবে সমাজচ্যুত, হতোদ্যম, হাঁসফাস করতে থাকা একজন আধা মানব-আধা মানবী। তার উদ্দেশ্য সে নিজেও জানেনা, আপাতত নিঃসঙ্গতার সাময়িক উপশমই গেটস হার গোয়িং।
ধন্যবাদ জাহিদ ভাই।
মামুন ভাই লোলা কি এ্যালকোহল এর্ফোড করতে পারছে না তাই ফাঁদ পেতেছে? নাকি মানসিকভাবে অসুস্থ ?
গল্পের নামটা কি ঠিক আছে ???
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
লোলা নিঃসঙ্গ, মানসিক ভাবে সমাজচ্যুত, হতোদ্যম, হাঁসফাস করতে থাকা একজন আধা মানব-আধা মানবী।
সে ফাঁদ পাতেনি। নারী হিসেবেই সে সবার কাছে পরিচিত, পূর্ণাঙ্গ নারীত্বই তার একান্ত কামনা।
নতুন মন্তব্য করুন