ফেসবুকে সেদিন হঠাৎ করে দেখা হয়ে গেল প্রিয় মানুষ, প্রিয় আঁকিয়ে সুজন্দার সাথে। বাপ হবার আনন্দে আমি তখন উদ্বেল। সুজন্দা জিগাইলেন আছি কেমন, কইলাম বড্ড আনন্দে আছি, মেয়ে দুইটার দিকে তাকাইলেই হাসি একান-ওকান হয়ে যায়। তারপর মনে পড়লো অনেক আগে নিজের একটা খোমা সুজন্দার দপ্তরে পাঠাইছিলাম আজ পর্যন্ত প্রাতঃস্মরণীয় হয়ে উঠি নাই। সংকোচের মাথা খেয়ে ভাইজানকে বলে বসলাম, আমার একটা খোমা একে দেন, না হয় জর্মদিনের উপহার হিসেবেই। ভাইজান কইলেন একটা টাটকা ছবি পাঠাইতে তার আপিসে। মনে মনে ভাবি ছয়মাস আগে একবার পাঠাইছিলাম কোন কুল কিনারা হয় নাই, এখন আবার পাঠাইয়া দেখি অপেক্ষার সময় কিছুটা কমিয়ে আনা যায় কিনা। খোমা দিলাম। লোকে বলে মেয়ে হওয়া নাকি সৌভাগ্যের লক্ষণ। হাতে নাতে তার প্রমাণ পাইলাম। পরদিনই, বিলিভ মি, একদিন পরেই সুজন্দার ইমেইল--সাথে আমার জর্মদিনের দ্বিতীয় সেরা উপহার। রাজাকারবিরোধী লড়াইয়ে একালের সেরা আঁকিয়ের হাতে আঁকা আমার খোমা!
তবে একখান কথা আছে ছবির ক্যাপশন নিয়া। সুজন্দা এইটার নাম রাখছেন কুবলাই খা। বুক ভরা খুশী নিয়াও তেব্র পেতিবাদ জানাইয়া গেলাম। বাকি বিচার আপনাদের হাতে
মন্তব্য
ফুটফুটি দুটির ছবি দিন। দিন। দিন। এক্ষণই দিবেন কইলাম!
না দিলে আপনাকে কুবলাই খাঁ কেন, চেঙ্গিজও ডাইকা ফেলাইতে পারি।
ওদের মাকে আমার শুভেচ্ছা জানাবেন। আপনি কোনো শুভেচ্ছা পাবেন না যতক্ষণ না ছবি দেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুলিদি কি আমার ফেসবুকে নাই ? বিস্তর ছবি দেয়া আছে সেখানে। দিলাম খানদুয়েক ছবি এখানে, তবুও খোদার দোহাই আমারে চেঙ্গিস মেঙ্গিস ডাইকেন না
এষা
আয়লা
দুই বোনই কি যন্ত্রনার দুনিয়ায় এসে পড়লাম - এই চিন্তায় অধীর
না মিয়া, ভাব লয়। চিন্তার কি আর হেরা আছে, চিন্তায় আছে হেগো বাপ দুই নলা শটগান কোন কোম্পানীর ভালো কইতে পারেন?
আয়লা নায়লা নামে দুই আরব সুন্দরী বোনযুগল বেশ আগে আমার ক্লাসমেট ছিল - তবে এষা নামটাও আমার খুব পছন্দের (কিন্তু মামু - এইগুলি কি আরবী নাম? অর্থ কি? জানতে মন চায়)
নামের বিত্তান্ত খুইলা করতারে তোর মামী। আমি যদ্দুর জানি এষা মানে হইলো আকাঙ্ক্ষা আর আয়লা মানে চান্দের আলো। এগুলার নৃতাত্ত্বিক বিশ্লেষণ সব হেগো মায় কইরা রাখছে জন্মের ছয়মাস আগেই। নাম দুইটা আমারও ভাল্লাগে, ডাকতেও আরাম।
মামী দেখা যায় অনেক বিবেচক - একটা নাম আধ্যাতিক রাখছেন আরেকটা প্রাকিতিক - সব সাইড কভার
আহা!!!!
চমৎকার!
খুব সুন্দর!
আয়লা তো দেখি এখনই "অ্যাই অ্যাই যদি না দাও তবে খবর আছে! " কয়!
আর এষা ভাবে বিভোর!
নাম দু'টি চমৎকার! এষা মানে আকাঙ্খিতা,পরমবাঞ্ছিতা। তৎসম বাংলা শব্দ।
খুব খুব সুখে আর আনন্দে থাকুন। আপনারে কুবলাই টুবলাই না শাহজাহান ডাকুম।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ইসস! প্রথম মন্তব্য দিবার পারলাম না, পুরাই পাংখা হইছে, আর হাসিটাও সেরাম!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মন্তব্যে পরথম না হৈতারলে কি হইসে অনেক কিছুতেই প্রথম হয়ে বসে আছ তুমি ভাই
আরে এতো পপাইয়ের সেই দস্যুটার মত লাগে!
হা হা হা, ব্লুটো তো অলিভের পিছে দৌড়ায়ই গেল, মামুন ভাই তো রানীর সাথে ২ রাজকন্যাও হাসিল করে ফেলেছেন।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
- আমি তো ভাবলাম ব্লুটোর নামটা বোধ'য় কেবল আমারই মনে আছে। এখন দেখি সফদার ডাগদর আমার আগেই আইসা বলে দিলো!
মামুন ভাই, হুনেন। আপনের ঐ শালীর ফটুক দেন এইখানে।
না খাড়ান, এইখানে দিয়েন না। চারিদিকে চক্ষুরা ফেলিতেছে খাইষ্টা নিঃশ্বাস। ফটুক এইখানে দিলে আমার বাড়িতে দারোয়ান রাখা লাগবো। তার চাইতে গোপনেই দেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
@ধুগোঃ শালীর খোমা দেখতে পাইবা, গোপনেই দিমু। তয় একখান শর্ত আছে, তোমার বইখানা আমার শালীকে উৎসর্গ করতে হবে। শর্ত মুমকিন হ্যায়?
দোস্ত তুই এই কথা বলতে পারলি! ২১ বছরের দোস্তি এভাবে জলে ভাসিয়ে দিলি
১) সুজনদা একটা জিনিস---
২) ছবি পুরা 'মুস্তাফিজ' হইসে---
৩) ভাতিজিদের ফটুক দেখতে মন চায়---
তারেক ভাই তুমি তো আমার ফেসবুকে উকি দিলে ফটু দেখতে পাবা। নতুন ছবি তুলছি, সেগুলোও পোস্ট করবো পরে। ছবিটা তোমার ভাল্লাগছে জানি, কিন্তু আমার মনে হয় কুবলাই খা দেখতে তেমন রমণীমোহন হয় নাই
আপনি বই ছাপাইলে খোমাখান বইয়ে দিয়েন
এরচে ভালু ফটুক আপনে জীবনেও পাইবেন না
০২
ভালো কথা
আপনে ফটুক পাঠাইবার পরে সুজন্দা দেরি করছে এক বছর
আর সে নিজে বলল দুই বচ্ছর আগে আমার খোমা তৈরি করছে কিন্তু দুই বচ্ছরেও সে ওইটা মেইল করার সময় পায় নাই
আমি ছবি আঁকতে পারলে সুজন্দার একখান ছবি আইকা নাম দিতাম- বাংলাদেশ ডাক বিভাগ
০১
সত্য কইরা কন লীলেন্দা আমারে দিয়া কি বই ছাপানি হবে? অনুবাদ না মৌলিক কিছু লেখা লেখি করতে চাই, কিন্তু প্রতিভার অভাবে পেরে উঠিনা। অথচ লেখক হইবার বড় হাউশ আছিলো।
০২
সুজন্দার দিল খুব নরম, কায়দা কইরা ধরতে পারলে একদিনেই আপ্নের ফটুক নামাইয়া দিব। এক্কাম করেন, ভাবীর দোহাই দিয়া একটা পত্র পাঠান তার কাছে, সাথে মিয়াবিবির ইদানীং কালের যুগল ছবি। কাম হইব নিশ্চিত
দুই কন্যার জন্য দুই সমুদ্র অভিনন্দন৷
জন্মদিনের শুভেচ্ছা৷ আর হ্যাঁ এই ছবিটা ব্যাপ্পক৷
হইহই করে দারুণ ভাল থাকুন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
অনেক অনেক ধন্যবাদ দমু আপা
অভিনন্দন X ২, লাল গোলাপ শুভেচ্ছা...
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই। আপনের শিশু পালনের পরের পর্ব কই? আগ্রহী পাঠক অধীর অপেক্ষায়
দ্বিতীয় পর্ব এখানে
তৃতীয় পর্ব আসিতেছে, চোখ রাখুন ব্লগের পর্দায়।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সুজনদা রক্স!!!! চরম ভালো হইছে!!! আমারতো অনিকেতদার মতো লক্ষ কোটি তারা দিতে মন চাচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ সোনা বাবু দুটি মায়ের মতো হয়েছে!!!
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
বর্শা সুজুগ পাইলে নিজের খোমাখানের দিকে তাকাউ, আমার মতো হইলে কী দুষ আছিলো
ভাইজান, তাকাইলামতো!!!! আপনার মাঝে কেমুন জানি তৈমুর খান ব্যাপার আছে!!! হি হি হি।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
বিটকেলে মেয়ে কুথাকার, বড়ো ভাইদের নিয়ে তামাশা করলে আমাশা হয় জানো না?
তামাশা করলে আমাশা হয় মামুন ভাই রক্স
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ওরে!!!!!!!!!! অসাধারণ বললে কম বলা হয় ছবিটারে!!!!!!!! সুজন্দা পুরা ফাডাইয়ালাইছে!!!!!!!!!!!!!!!!!!!!!!
হ, পুরাই ফাডায়ালাইসে আমারে
সিরাম !!!
সুজন্দা মানুষ না!
মামণিদের জন্য আদর ।
বোহেমিয়ান
হ, আসলেই মানুষ না!
ফেসবুকে অ্যাডানোর জন্যি ধন্যবাদ বোহেমিয়ান। আর বাচ্চাদের ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
মাশাআল্লাহ্ খুব সুন্দর বাচ্চা দুইটা আপনার। বাচ্চা নিয়ে পোস্ট দেয়ার মানুষ বাড়লো তাহলে। দুদিন পর মেয়েরা আপনার মা হবে, শাসন করবে। সেটার মজাই আলাদা অভিনন্দন আপনাকে।
কে বলেছে আপনি কন্যাদায়গ্রস্ত? বাচ্চারা দুইদিন পরে বলবে আমরা পিতাদায়গ্রস্ত কন্যা
মাশাআল্লাহ...
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
হেহে, আপ্নে তো বেশ রসিক আছেন, আগে দেখি নাই ক্যান আপ্নেরে সচলে?
প্রোফাইলের ছবিটাতে কি আপ্নের নাতি-পুতি?
ওরা আমার দুই মেয়ে। আপনার মত আমারো দুইটা মেয়ে
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
বাহঃ তো নাম রেকেচেন কী গো মামণিদের?
বড়টার নাম জাইনা জুয়াইরিয়াহ্ আর ছোটটার নাম জাইবা জাকিয়াহ্। আপনার মেয়েদের নাম রেখেছেন?
আপনিও এখন আপনার মেয়েদের কে নিয়ে পোস্ট দিতে থাকেন। আমার তো বাচ্চা ছাড়া লেখার আর কোনও টপিক নাই।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
মাশাল্লা বড়ই শরীয়তসম্মত নাম নামের মানে কী গো?
আমার মেয়েদের নাম এষা আর আয়লা। এষা মানে আকাংখা আর আয়লা হইলো চাঁদের আলো। আর বইলেন না শয়নে-স্বপনে, নিদ্রা-জাগরণে শুধু এদের নিয়াই আছি। আর কিছু নিয়াই লেখার কোন তাগিদই পাইনা। সাহিত্যের নোবেলটা এইবারও বোধহয় আর পাওয়া হইলো না
Zaina: Beautiful, pretty
Zuairiah: Little girl
Zaiba: Adorned, ornamented
Zakiyyah: Pure, pious
তাসনীম ভাইজানের কাছে টিপ্স নেন বাচ্চা পালা-নিয়ে। বাবা-রা অনেক লাকি, নিজেরা মেয়েদের স্নেহ তো করেন-ই, মেয়েরাও তাঁদের অনেক আদর করে। আমার মেয়ে দুটো তাদের বাবার পাগল এবং বাবা-কে তারা এখন থেকেই baby হিসেবে ট্রীট করে। তাই আপনি অনেক ভাগ্যবান।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
আপনার জ/z প্রীতির কাহি্নী কি বইন?
হ্যাঁ, নাম দুটো আসলেই বেশ সুন্দর!
এবং আমারো একি প্রশ্নঃ
আপনার নতুন পোস্টের টপিক পেয়ে গেলেন কিন্তু!!
অপেক্ষায় রইলাম।
কাকুল কায়েশ
ভয়াবহ সৌন্দর্য...
সুজন্দা রক্স!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই পাওয়া গেলো একজন আপন মানুষ। আমার খোমা আসলেই বিরাট সৌন্দর্য
জয়তু সুজন চৌ. !!
কুবলাই খাঁ...
অভিনন্দন মামুন ভাইকে।
..................................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ধইন্যাপাতা দিয়ে তোমার ঘরভর্তি করে দিলেম সুরঞ্জনা
ছবি চমৎকার, অবশ্য সুজঞ্চৌ আঁকলে আর খারাপ হয় নাকি?
আর মামুন ভায়ার জীবন তো এখন রমণীপরিবৃত, সুখের সাগরে ঠ্যাং ডুবিয়ে পান চিবোনোর সময়। অভিনন্দন!
ধন্যবাদ দাদাভাই, অনেকদিন পরে তোমারে ছায়া পড়লো আমার ঘরে । ভালো আছো আশাকরি।
পরী দুইটা তো মামুন ভাইয়ের ফটোকপি, মাশাল্লাহ!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
কন কী? সবাই দেখি বলে একটা হইসে আমার মতো , একটা মায়ের মতো। দুইজনেই আমার মতো হইলে তো মহা মুশকিল!
খোমাংকন যথারীতি দূর্দান্ত।
পিচ্চিদ্বয়ের জন্য অনেক শুভকামনা।
একটা প্রশ্ন, এষা আর আয়লাকে আলাদা করেন ক্যামনে? নাকি দু'জনেই আপাতত যৌথভাবে এষা-আয়লা?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
আয়লার কপালে একটা জন্মদাগ আছে, দেখতে আমার কাছে বাংলাদেশের মাঞ্চিত্রের মতো লাগে। কপাল মন্দ এই দাগটা নাকি বেশিদিন থাকবো না--তখন কেমনে আলাদা করুম তাই ভাবতেছি।
আপাতত আলাদা করার দরকার নাই। রোজ সকালবেলা একজনকে ধরেই এষা (বা আয়লা) বলে ডাকা ঠিক করে ফেলবেন- 'হুম, মামনি, আজকে তুমি এষা'
তারপরে ধরেন সারাদিন সেই নামেই চললো।
আশা করি ভাবী বাংলা পড়তে পারেন না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
অভিনন্দন মামুন ভাই।
ধন্যবাদ রানা ভাই
ডাবল ডেকার ভর্তি অভিনন্দন।
ক্যারিক্যাচারটাও বড় সৌন্দর্য।
অনেক ধন্যবাদ আলমগীর ভাই।
সুজন্দা আপ্নে ফাডায়ালাইছেন , ম্যান।
সুজন গুরু তো ফাডাইন্যা মানুষই...দেখেন সামনে আপ্নেরেও ফাডায়া দেয় কিনা
মাই গড!
এরা দেখি এখনই ফটুকের জন্য পোজ দিতে শিখছে!!
ডাবল অভিনন্দন আপনাকে, মামুন ভাই।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ শিমুল, অদ্ভুত অদ্ভুত সব ভঙ্গী করে চোখমুখের, আর সাথে কতো পদের চাহুনি
সুজন্দা রক্স !!!
তয়, এষা - আয়লা আরো রক্স !!!
_________________________________________
সেরিওজা
অনেক ধন্যবাদ সুহান।
১. সুজন্দা'রে নিয়া কিছু কওয়ার উপায় নাই। জীবনানন্দ দাশ হইলে যদি দুয়েকলাইন কইতে পারতেন...
২. ছবির ক্যাপশন 'কুবলাই খা' না হইয়া 'খুবলাই খা' হইলে ভাল হইত
৩. পরী দুইটা অবশ্যই মায়ের মত হইছে। নাইলে এমুন সুন্দরী হইত না ।
৪. আপনে এই দুইটারে দেশে আইনা চাচাগো কাছে রাইখা যান। বছরে সপ্তা'দুই আপনার কাছে বেড়াইতে পাঠামুনে...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বান্দর, পুরাই বান্দরবনের বান্দর তুই
খুবলাই খা?
মামুন ভাই দেশে আসলে তোমারে খুবলাই খাবেনে...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সুজন্দা...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
অশেষ অভিনন্দন মা-বাবা দু'জনকেই, এষা-আয়লার জন্য অনেক ভালোবাসা।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
ছবির জন্য 'খুবলাই খা' ভোট দিলাম। - ছাড়পত্র...
সুজন্দা আরো একবার ফাডায়ালাইছে! খুবলায়া খায়ালাইছে!
হেব্বি হইছে বস!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মেয়েদের আরও ফটুক দেখতাম চাই। ফেসবুকে আপলোডায়েন। আর সুজন্দার আঁকা খোমা যথারীতি চ্রম!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
চ্রম ছবি। পছন্দ হইলো
মামুন ভাইয়ার নতুন নামটা চ্রম হইসে। 'কুবলাই খা' ডাক দিলেই কেমন জানি শান্তি শান্তি লাগে। তবে ছবিটার দিক তাকাইলে অবশ্য গলা দিয়ে স্বর বের হয়না মোটেই। আসলেই চ্রম ফাটাফাটি।
--------------------------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন