আমারও তো ইচ্ছা করে পৃথিবীর সব রমণীকে ভোগ করতে
জোহানেসবার্গের খরস্রোতা পাহাড়ী পথে গতি না কমিয়ে
গলা নামিয়ে ড্রাইভার জেফরি বলেছিল
জানেন, কালো মেয়েরা খুব রসালো হয়
ধরার আগেই সিক্ত হয়, ছোঁয়ার আগেই রিক্ত হয়
তারপর মাখনের মতো গলে যেতে থাকে দু’বাহুর আলিঙ্গনে
লাগবে কাউকে আজ রাতে স্যার? পঞ্চাশ টাকাতেই রাত কাবার
সাও পাওলো থেকে ঘুরে এসে আমেরিকান বন্ধু বলেছিল
জানিস, নিষিদ্ধ সঙ্গমে লাতিনাদের মতো পারঙ্গম আর কেউ নেই
বন্ধু , বুড়িয়ে যাবার আগে একবার কার্নিভাল দেখে যাস
ব্যাংককের বারে অচেনা শেখ বলছিল
কার্লসবাগ খাইনা, ওটা ড্যানিশ বিয়ার
ওরা মহানবীকে নিয়ে কার্টুন আঁকে
তারচেয়ে নস্যি টেনে, কায়দা মেনে
ডবকা থাই ছুড়িকে প্রমোশন দেয়া অনেক ভালো
টাট্টু ঘোড়ার অদম্য গতিতে
আপনাকে চালিয়ে নিয়ে যাবে মেঘের দেশে
চাই কি বলুন ব্রাদার? আমি গোটা তিনেক কিনে নিয়েছি
পুরো দু’সপ্তাহের জন্য, নামমাত্র মূল্যে পূর্ণ তৃপ্তির নিশ্চয়তায়
আমার আসলেই ইচ্ছা করে পৃথিবীর সব রমণীকে ভোগ করতে
কিন্তু,
যখন,
শিপিং কন্টেইনারে দেখি উদ্ভিন্ন যৌবনা উজবেক তরুণীর লাশ
হো চি মিন আর নমপেনে হাজার ডলারে বিক্রি হয় অনাঘ্রাতা বালিকা
ক্যান্টনে মায়ের হাত ধরে হোটেলে আসে চৌদ্দ বছরের ভীতু মেয়েটা
কঙ্গো আর লাগোসের রাজপথে স্তন কেটে নেয়া গণধর্ষিতার মাছের মতো চোখ
গলায় বেড়ি আঁটা ফিলিপিনা দুবাইয়ের প্রাসাদে, কুকুরের মতো উবু হয়ে
পিয়াস মেটায় শেখের ব্যবহৃত ওজুর পানিতে
তখন,
সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগেনা
সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগেনা
সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগেনা।।
মন্তব্য
কমেন্ট করছিলাম গেল কুথায়? তারাও উধাও!!
ভালো হইছে।
...........................
Every Picture Tells a Story
রিপোস্ট মনে হয়।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
অনেক ভালো হইছে ভাইয়া। আসলেই, আর ভালোবাসতেও ভালো লাগে না।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এক কথায় দারুণ। দুইবার পড়লাম। একদম আগুন ধরানো।
সবচেয়ে ভাল লাগলো যে এই কবিতায় লেখকের সত্যিকারের পরিচয় পাওয়া যায়। আরো দেন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
প্রেমিকের বাহুলগ্না মেয়েটিকে চোখ ঠারে শহরের সভ্যরা। অথচ প্রতিদিন অগোচরে প্রেম কেনা বেচা হয়। সে খবর কে রাখে?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কবিতাটি অন্য মাত্রায় সুন্দর- ধিক্কার যার উপপাদ্য আর তার সাথে প্রকৃত উচ্চারণ রেখে যাওয়ায় আপনাকে ধন্যবাদ
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আপনাকেও ধন্যবাদ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বড় ক্লান্ত লাগে, এইসব দেখেশুনে...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অসাধারণ। আগুন ঝরানো লেখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
দারুণ!!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
কবিতা হিসেবে কেমন হয়েছে,বুঝতে পারছি না,এই অধমের কবিতা বুঝার ক্ষমতা বোধ হয় কম। কিন্তু পুরোটুকু পড়ে মাথা খারাপ হয়ে গেছে।
-স্নিগ্ধা করবী
কোপাকুপি হৈছে!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
দারুণ! জটিল, মর্মান্তিক টুইস্ট!!!
তোর লেখা, তাও আবার কবিতা, এবং যেমন তেমন কবিতা নয়! অগ্নিকবিতা, সহজাত কবিতা, যে কবিতা বানানো কবিতা মনে হয়নি। অসাধারণ।
চমৎকার
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
মামুন ভাই, আপনার জন্য শ্রদ্ধা । এতো সুন্দর করে একটা নৃশংস সত্য কী অমানুষিক সাবলীলতায় তুলে আনলেন। আপনার অনুভুতির বহিঃপ্রকাশ প্রতিটা শব্দেই তিব্রভাবে ছড়িয়ে পড়েছে।
---- মনজুর এলাহী ----
ফাটাফাটি হয়েছে বস ।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
দারুণ লাগলো!
দুর্দান্ত
বাহ!
বেশ ভালো লিখেছো ভাইয়া
--------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
কবিতা চমৎকার লাগলো, মামুন ভাই।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ব্যাপার কি?
ব্যাপার কিছু না গো দিদি, এমনি এমনি লেখা
সাক্ষাতে কথা হবে।
দারুন কবিতা।
অনেক ভালো লাগলো মামুন ভাই। মাঝে মাঝে মানুষ মনে হয় না নিজেকে, মনে হয় প্রতিটি রক্ত কনায় এক একটা হিংস্র দানবের বাস।
ভালো লাগলো।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
সুপার্ব।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অসাধারণ...
খুব ভাল লাগলো। আর, কষ্টও।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
খুউব-খুউব ভালো লেগেছে
“মুক্ত বিহঙ্গ” [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
সবাইকে অনেক ধন্যবাদ। দুই পাগলী নিয়ে মধুর ব্যস্ততার কারণে আলাদা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারিনি, দুঃখিত । একটা ছবিব্লগ দিতে গিয়ে হঠাৎ কেমন এক 'ভাব' চলে আসায় অনেকদিনের কষ্টগুলো শাদা কথায় লেখা। লেখার পরেও পোস্ট করব কিনা তা নিয়ে খুব দ্বিধায় ছিলাম। এখন দেখি আপনার ভালোই বলতেছেন
সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
কিছু কিছু কবিতা পড়লেই বুঝা যায় এগুলো ভেতর থেকে উৎসারিত- কোনো এক ঘোরের মধ্যে কবিতা বের হয়ে এসেছে, কবিকে চিনিয়ে দিয়েছে তার সত্ত্বা। আপনার এই কবিতাটা পড়ে আমার তেমনই অনুভূতি হলো। জানি না, ঠিক কিনা। পড়ে মুগ্ধ হয়েছি, লুকিয়ে থাকা কিছু উপলব্ধিও মুমূর্ষু বিবেককে খোঁচা মেরে গেলো।
অফটপিক: এই কবিতাটা পড়ার পর ফরহাদ মজহারের 'আমি তোমার নামনে নতজানু হয়েছি নারী'র কথা মনে পড়ে গেলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ভালোলাগলো!!!
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
নামটা সেইইরকম... "ভালোবাসতে আর ভালো লাগেনা"
একবার কমেন্ট করলে চলতেছে না... কি লিখলেন! অসাধারণ!
শুরু দেখে ফাজলামোর মুডে চ'লে যাচ্ছিলাম, যে অতো ইচ্ছা ভালু না।
কিন্তু ভিতরে যে একদম ধরা খাইয়ে দিলেন বস!
আর, আমরা যে এদিকে ওদিকে এদিন সেদিন শুধু উত্তরোত্তর শুনেই যাচ্ছি- অতো মমতাই না কি ভালু না!
মানুষও আসোলে মানুষখেকোই। ভালোবাসাটাই হয়তো দস্তুরের বাইরের একটা বোকা হস্তক্ষেপ।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমি এতক্ষণ সব বসে বসে দেখলাম!
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ব্যাপক
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
খুব ভালো হয়েছে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
অনেক সুন্দর.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]
-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
জানাতে ভুলে গিয়েছিলাম। এই কবিতটা বেশ ভালো লেগেছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন