সচলায়তন এর কাব্যজ্বরে আক্রান্ত হওয়া আর লোড শেডিং এর কবলে আমার প্রয়াস ভেস্তে যাওয়া

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ২৩/০৪/২০০৮ - ১১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত দু'দিন ধরে সচল এ আসছে একের পর এক কবিতা। এই মুহুর্তে পরপর ব্লগ এ আছে সব দারুন কবিতা । লীলেন যখন চোর থেকে ডাকাত হবেন বলে স্বিদ্ধান্ত নিলেন ,তখন হিমু হাজির হলেন 'বোকাদের পদ্য' নিয়ে 'কবিতা লেখা' ব্লগে ।

বস্তত , ব্যতিক্রম বাদে সচলগন এই দারুণ (!)সময়ে গদ্য কে
গুবরেপোঁকা এর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে লিখে চলেছেন একের পর এক দাহিকাসম্পন্ন কবিতা , তখন ফারুক লিখে ফেললেন আরেক ছিলিম চুনোগল্প ।চুনোগল্প কি গল্প /গদ্য /কবিতা নাকি অন্যকিছু ?

হাসিনা আর খালেদা কে কিছুতেই এক টেবিলে আনা গেল না , তাই বলে আসলেন বর্তমান সরকার । ড কামাল ,ড ইউনুস ,সুশীল সমাজ , কোরেশিরাও হালে পানি পেল না (হাতি ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল )। হাইব্রিড এর যুগে গদ্য -পদ্যের ভেদ কি আর চলে ?বিশ্বব্যাংক আর আই এম এফ ওয়ালারা ত' এখন কবিতার সর্দার ।

যা বাবা ,সচলায়তন যখন কাব্যমনা হয়ে গেছে তখন আমি না হয় অক্ষরবৃত্ত,মাত্রাবৃত্ত ,চিত্রকল্প, শব্দ অনুষংগ , অনুপ্রাশ নিয়ে চিন্তা না করে সওয়ার হয়ে যাই ব্যাটা গদ্যের পিঠে। মুক্তছন্দে গদ্যকবিতা নয় , লিখে ফেলি একেবারে ফ্রেশ তাজা গদ্য।

খাতা কলম নিয়ে বসে গেলাম । কিন্তু কপালের ফের ,যেই লেখায় দিলাম হাত , ওমনি শালার লোডশেডিং উদয় হল ,আর আমার লেখার খায়েশ ভেস্তে গেল ।

আরে, আমি ত' ভুলেই গিয়েছিলাম শহরে এখনও জরুরি অবস্তা বলবত্ আছে ।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চুনোগল্প কি গল্প /গদ্য /কবিতা নাকি অন্যকিছু ?

হ্যাঁ,আমারও মজার লাগল নামটা।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও... এইটা তাইলে গদ্য হয় নাই?

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

এটা হলো স্দ্য ভোগা গারিমিকনুভূতির বহিঃপ্রকাশ = গারিমিগপ্প

তানবীরা তালুকদার

নুরুজ্জামান মানিক এর ছবি

"গারিমিগপ্প "

দারুন বলেছিস তুই

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতিথি লেখক এর ছবি

মজা পাইলাম গড়াগড়ি দিয়া হাসি হাততালি কোপাও মামা...

ক্লান্ত তীর্থ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।