বেশ কিছুদিন ধইরা লক্ষ্য করা যাইতেছে যে, সচলায়তন কর্তৃপক্ষ উদার মনোভাব গ্রহণ করিতেছে । তাহাদের এই উদারমনার প্রথম পরিচয় পাওয়া যায় , অতিথী থেকে আধা সচল করণ (নিজ নামে তয় মডুদের দ্বারা শোধিত হইয়া ) প্রক্রিয়ায় । এই বিপ্লবী ঘটনার শানে নুজুল জানাইছেন আমাদের মডুরাজ্যের মহান কেহেরমান অরূপ ভাই। তিনি এরশাদ ( সতর্কতা : এটি ক্রিয়া পদ , বিশেষ্য নয় , মানে আমাগো বিশ্বপ্রেমিক কবি এরশাদ না ) করিয়াছেন যে , একজন ভদ্রলোক (ক্রিমিনাল বলায় যুক্তিযুক্ত কিন্তু বঙ্গদেশে ক্রিমিনাল আর ভদ্রলোক এর ভেদ নাই বলিলেই চলে ) আমাদের মহান অতিথী লেখকদের বেশ কিছু গুরুত্বপুর্ন ব্লগ (যাহার মধ্যে মুর্তলা রামাত এর আমলাতন্ত্র নিয়ে একটা পোস্ট ছিল ) ঘ্যাচাং কইরা দিয়াছেন । এমাতাবস্থায় সচলায়তন কর্তৃপক্ষ তো আর হাত গূটাইয়া বইসা থাকিতে পারেন না , রাস্ট্র চালোনার ঠেলা যি কি জিনিস তাহা যাহারা ওই আসনে বসিয়াছেন তাহারা টের পাইছেন আর যাহারা পাননি তারা ওই ক্ষমতা লাভের দিবাস্বপ্ন দেখিতেছেন । যাহা হউক, জাতীয় নিরাপত্তা কাউন্সিল এর সিদ্ধান্ত ক্রমে কতিপয় অতিথী থেকে আধা সচল করণ করিবার ব্যবস্থা গ্রহন করা হয় ।
বাঙ্গালিদের নাকি বসতে দিলে শুইতে চায় -এই কথা পুর্নবার প্রমানিত হইল এই সচলায়তনে । আধা সচল বৃন্দ কাছা বেঁধে নামিলেন মাঠে পুর্ন সচল প্রাপ্তি লাভের লক্ষ্যে (যদি লক্ষ্য থাকে অটুট ,জয় তাহার ঠেকায় কোন শালা ) । তাহাদের এক দফা এক দাবি "সচল " আমায় কবে বানাইবি । ভুরি ভুরি লিখছেন -মন্তব্য করিতেছেন-পাঠকপ্রিয়তা পাইতেছেন কিন্তু তাহাদের মন ভরে না । মনের কোনে তাহাদের দুঃখবোধ জাগে "কই, এখনও তো আমি সচল ই হইলাম না " কিংবা "আলাদিনের চেরাগ" পাইলাম না ।
এক লোক রাস্তা দিয়া হাটিয়া যাইতেছে । গলির মাথায় দেখিলেন একটা খাম্বা এর চতুর্দিকে লোকজন ভীর কইরা রহিয়াছে । ব্যাপারকি ! তিনি দেখিলেন একজন একজন কইরা ওই খাম্বা বাইয়া উপড়ে উঠিতেছে আর কি যেন দেখিয়া নামিয়া আসিতেছে । তাহার নামামাত্র আরেকজন , পরে আরেকজন এভাবে চলছে । তো এই কান্ড দেখিয়া তাহারও খায়েশ হইল ওই খাম্বার উপরে কি এমন রহিয়াছে তাহা দেখিবার । তাহারও কপাল খুলিল । তিনি সুযোগ পাইলেন । তত্ক্ষণাত্ উপড়ে উঠিতে লাগিলেন । মাথায় উঠিয়া দেখিলেন একটা চিরকুট যাহাতে লিখা রহিয়াছে " এই হইল খাম্বার মাথা "।
আমাদের মাহবুব লীলেন ভাই বহুকাল আগে একজন নব্যসচল কে বলিয়াছিলেন, এলেন । এবার বুঝবেন ঠেলা । এই তো সাম্প্রতিক কালেও সচল সৈয়দ সাহেব কে বলিয়াছেন সিদ্ধান্ত গ্রহন করিতে "সৈয়দ না মৃদুল " কে থাকিবে ? কারণ একটা অফিসের বারটা বাজানোর জন্য একজন সচলই যথেষ্ট । লীলেন ভাই তাহার কতিপয় বন্ধুদের সচলায়তন এর হদিশ দিয়াছিলেন । তাহাদের কাজের সময় অনেকটা খাইয়া ফেলিতেছে এই সচলায়তন । এই কারণে লীলেন কে তাহারা খুব কইরা বকিয়াছে বলিয়া জানা যায় ।
তানবীরা যখন দিল্লি কা লাড্ডু পাওয়ার (সচল প্রাপ্তি ) জন্য পস্তাবে তখন ও আমাকে বকিবে না, তয় মারিবে । তাই ,আগাম জিডি কইরা রাখিলাম ।
মন্তব্য
দারুণ লিখেছেন!
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
চিন্তা কইরেন না , একটু সবুর করুন কিংবা নুশেরা আপুর তরিকা মতে আমল করুন বেলায়েত পাইবেন আশাকরি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হু... আমি তো ভাবতেছি মডুদেরে অনুরোধ করিবো আমারে সচল থেকা বাইর কইরা দিতে... এমনকি যাতে আমি সচলের পাতাও খুলতে না পারি সেই ব্যবস্থা করতে...
আমার কাজ কাম যা জমছে... তাতে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় দেখতাছি না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও তাই ভাবছি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনি তো জিডি করেই খালাস
আমি আগাম জামিনের চিন্তা করছি
এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্র বনাম সচলায়তন মামলায় রাজসাক্ষী হবার জন্যও প্লান করছি
মাহবুব লীলেন ভাইয়ের এই এক গুন
শুধু শুধু ভয় পাইয়ে দেন
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
এইটা ইমার্জেন্সির আওতামুক্ত নাকি?
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
খালি নব্য সচলই নন্দঘোষ, না?
প্ক্ব সচলরা যে মডু হইতে চাইতেছে, কেমনে কী...?
নুশেরা তাজরীন আপুমনি,
গুস্তাখি মাফ করিবেন । "প্ক্ব সচলরা যে মডু হইতে চাইতেছে, কেমনে কী...? " তাদের কথাও বলিয়াছি এখানে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বলিয়াছেন; মানে "হাল্কা টাচ" দিয়াছেন মাত্র।
সচলেচ্ছু এবং নব্য সচলদের করিয়াছেন বৈট্কারি।
তানবীরার খাতিরে মনে করেন পার পাইলেন...
আরে আপুমনি , ভুল বুইজেন না । দিল্লী কা লাড্ডু পাইছেন ত' মাত্র এখনও খাননি মনে হয় ,পস্তানো ত' দুর কি বাত ।
যখন পস্তাবেন তখন কিন্তু এই গরিবের কথা মনে পড়বে ।
সচল প্রাপ্তির পর (৩/৪ টা ব্লগ লিখার পর ) একমাত্র আমিই বোধ হয় পুতু পুতু প্রেমবোধ প্রকাশ করিনি কারন সেদিনই দেখে ছিলাম আমার সর্বনাশ যদিও তা ছিল না চৈত্র মাস ।
আমার কাজ কাম এর সিংহ ভাগ সময় নিয়েছে এই সচলায়তন । প্রতিমাসে এক্সট্রা মোবাইল বিল দিতে হইতেছে সচল ব্লগারদের সাথে এসএমএস /কল বাবদ ।
আমার আগের প্রেমিকা মুক্তমনার সাথে অনেকদিন ধরে দেখাই হয়না ।
আমার অফিস থেকে হলুদ কার্ড দেখানো হয়েছে আগেই , এবার লাল কার্ড এই দোরগোরায় ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
রাষ্ট্র যারা চালাবার তারা চালাক, আমাদের জরুরি অবস্থার মধ্যে না ফেললেই হলো। মনে হয় তো না যে, কিছু খারাপ চলিতেছে।
তবে সচলায়তান ত্যাজিয়া আমি দ্বিপান্তরে যাইতে রাজি আছি। সঙ্গে একটা ল্যাপটপ আর নেট কানেকশন। আর যাহা তাহা বলিবার নয়।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ল্যাপটপ আর তৎসংলগ্ন নেট কানেকশন আমার আছে... দ্বিপান্তরে যাওনের জন্য তবে আমার চাহিদা কিছু খাদ্য, পানীয়, এবং নারীয়... আর কিছু নাহি চাহি... ______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভায়া ল্যাপটপ আর তৎসংলগ্ন নেট কানেকশন স্বোপার্জিত না হইলেও চলিবে, বাকি তিনটা অর্জন করিয়া লইতে হয়।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
বড় বাঁচা বেঁচে গেছি। আমি যা লিখি — সেই ফ্রি'র যুগে সচল হতে না পারলে আমার আর সচল হওয়া হত না।
কি মাঝি? ডরাইলা?
থিয়াটারের সুবোধ বালক ভালই বখেছে দেখি !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
এতো রস কোথায় পান? খুব মজার লেখা। খাম্বার মাথা! আপনিও দেখেছেন?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নিজের দেখা হয়েছে খাম্বার মাথা এখন আমাকে টেনে তুলেছে। আমার পালাও শেষ এখন অন্যদের পালা।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
একজন ভদ্রলোক (ক্রিমিনাল বলায় যুক্তিযুক্ত কিন্তু বঙ্গদেশে ক্রিমিনাল আর ভদ্রলোক এর ভেদ নাই বলিলেই চলে ) আমাদের মহান অতিথী লেখকদের বেশ কিছু গুরুত্বপুর্ন ব্লগ (যাহার মধ্যে মুর্তলা রামাত এর আমলাতন্ত্র নিয়ে একটা পোস্ট ছিল ) ঘ্যাচাং কইরা দিয়াছেন ।
মানিক ভাই, কী শুনাইলেন ! ওই ঘ্যাচাং-এর মধ্যে তো এই আধা-সচল আমারো তিনটা পোস্টো ছিলো !
ওই খাম্বার মাথা দেখার মাজেজাটা কী এখনো বুঝলাম না। এখোন তো দেখি আধখানই ভালা। উঠনের কাম নাই। দাঁড়াইয়া দাঁড়াইয়া খাম্বাই দেখি ! উঠনের কাউরে না পাইয়া যদি খাম্বাই মাথা নামাইয়া আনে, টাইম থাকলে তার অপেক্ষাতেই থাকি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- নজু ভাই সহ যাদের সময়াভাব চূড়ান্ত, এবং যাহাদের ঘরে ন্যুনতম একজন পত্নী রয়েছেন তাদের আর চিন্তা নাই। আপনারা নাকে তেল দিয়া ঘুম দেওয়া শুরু করেন, সমাধান দরোজায় কড়াঘাত করলো বলে!
সমাধানঃ বেশি না, কেবল দুইটা দিন নিজেকে আলেকজান্ডারের মতো বীর ভাবিয়া, সাহসে বুক টানটান করিয়া বউয়ের দেওয়া কোনো ফরমায়েশী 'অর্ডার' উপেক্ষা করেন এবং তাঁহার সামনে দাঁত কেলাইয়া সচলায়তনে উপুর্যপরি কমেন্টাইতে থাকেন।
ফলাফলঃ নিজের পিঠে টের পাইবেন জনাব। চেলাকাঠ খুব বেশি দূর্লভ না দেশে।
মন্তব্যঃ মাইরের উপরে কোনো অষুধ নাই। আর বউয়ের মাইরের তো কথাই নাই। একটানে কয়েকশ ঘা...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আধা সচল প্রাপ্তি ভাল পদ্ধতি। অন্তত দুর্বত্তদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
- ফেরারী ফেরদৌস
অফিসে বসের ভয়, ঘরে বউয়ের।
এরপরও যে সচলায়তনে ঢুকি তা কেবল লাজলজ্জা নাই বইলা। শেষমেষ যদি দুইটা চাকরিই হারাইতে হয়, তাইলে কইলাম সচলায়তনকে দেইখ্যা ছাড়মু।
নব্যসচল ও অচলগণ, যাই করেন খুব হিসাব কইরা।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
তানবীরা আপনাকে মারিবে? কী সর্বনাশ!!
জিজ্ঞাসু
নব্য সচল এবং সচলেচ্ছু অতিথি লেখকদের ধৈর্য আর অধ্যাবসায় দেখে আমি রীতিমতো মুগ্ধ ও ঈর্ষান্বিত। আমার পরম সৌভাগ্য, "সস্তার যুগে" প্রায় বিনা আয়াসে সচলত্ব পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে ধৈর্যহীন আমার সচল হবার সম্ভাবনা থাকতো শূন্যের কোঠায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
: আপনি উলুবনে মুক্তো ছড়ান কেন?
:আমার যে মুক্তো ছাড়া আর কিছু নেই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
গিন্নিদের প্ররোচিত করার জন্য ধুসর গোধূলির নামে ফৌজদারি মামলা করার প্লান করছি । মাহবুব লীলেন ভাইকে উইটনেস হিসেবে দেখি রাজি করাতে পারি কিনা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দারুন লিখেন ভাই। আসলেই সত্য
_____________________________
টুইটার
ধন্যবাদ @ইরতেজা
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হুম, ভালো লাগতেছে আমি এখনো অচল, মাইর খাওয়ার কুনো সম্ভাবনা নাই........
সচল না হয়ে ও তো সারাদিন সচলায়তন এ বসে থাকি (যদি ও পোস্ট তো দুরের কথা, কমেন্ট ও করি না খুব বেশি)। সচল হলে আর কত টুকু পরিবর্তন হবে?
লেখাটি পড়ে আমার এক বন্ধুর উপদেশটি মনে পড়ে গেল। বন্ধুটি আমায় সাবধান করেছিল আমি যেন সচলায়তনে নেশাগ্রস্থ হয়ে না পড়ি।
দেশে এখনও কিন্তু সচলায়তনাসক্তি নিরাময় কেন্দ্র চালু হয়নি। ভাবছি।
ভাল লেগেছে।
মন্তব্য : প্রৌঢ়ভাবনা
ধন্যবাদ
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ভালো বলেছেন।
আমার বোধকরি অবিলম্বে লাগবে। নাহলে এই জীবনে পি এইচ ডি এর থিসিস লেখা শেষ হবে বলে মনে হচ্ছে না। ।
সাগর।
facebook
ধন্যবাদ
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
"ধন্য ধন্য বলি তারে..."
মানিক ভাই ঠিক কইছেন, তাছাড়া লাড্ডু দেখতেই মজা বেশি, খায়া ফেললেতো খেল খতম, পয়সা হজম।
নতুন মন্তব্য করুন