আগের পর্ব ১ ২
সৈয়দ মুজতবা আলীকে ইংরেজী সাহিত্যের এক অধ্যাপক জিজ্ঞাসা করলেন :আচ্ছা , যে পুরুষ স্ত্রীর কথামত চলে তাকে এক কথায় তো স্ত্রৈণ বলে কিন্তু যদি উলটৌ হয় অর্থাত্ যে স্ত্রী স্বামীর কথায় চলে তাকে এক কথায় কি বলে ?
সৈয়দ মুজতবা হেসে বললেন - এ রকম স্ত্রী দুনিয়াতে নেই তাই অভিধানেও নেই তেমন শব্দ !
দুই ) উনবিংশ শতাব্দীর ফ্রেঞ্চ সাহিত্যিক অনোর দা বালজাক সারাজীবন অর্থ কষ্টে ভুগেছিলেন ।
এক রাতে এক চোর এসে ঢুকল তার রুমে । ঢুকেই লেখকে ঘুমন্ত দেখে তার ডেস্ক ভাঙ্গার যোগারযন্ত্র করতে লাগল সে ।
হঠাত্ পেছন থেকে খিক খিক হাসি শুনে চোরটি চমকে ফিরে তাকিয়ে দেখল , গৃহকর্তা (বালজাক ) বিছানায় বসে তার দিকে তাকিয়ে হাসছেন ।
আপনি হাসছেন কেন ? ভীত সন্ত্রস্ত চোর প্রশ্ন করল ।
আমি হাসছি কারণ তুমি রাতের বিলাতে এমন জায়গায় পয়সা তালাশের ঝুঁকি নিয়েছ যেখানে এর বৈধ মালিক দিনের বেলাতেই কোন পয়সা খুঁজে পায় না -বালজাক জবাব দিলেন ।
তিন) জ্যাক লন্ডনকে এক অপরিচিত ভদ্রলোক জিজ্ঞাসা করলেন : আপনার পেশা কি ?
জ্যাক লন্ডন মুচকি হেসে বললেন : ব্যবসা ।
ভদ্রলোক আবার প্রশ্ন করলেন : কিসের ব্যবসা ?
জ্যাকের হাসি আরও প্রশস্ত হল ‘মগজের ব্যবসা’
সেটা কি রকম ? জানতে চাইলেন ভদ্রলোক ।
খানিক রাগ দেখিয়ে জ্যাক বললেন , আমাকে দয়া করে কসাই ভাববেন না । আমি গরু ছাগলের মগজ বিক্রি করি না । আমি আমার নিজের মগজই বিক্রি করি ।
.............................................................................
দৈনিক জনকণ্ঠে ১৯৯৬ সাল থেকে এই অধমের সিরিজ "লেখক রঙ্গ" এর অন্তভুক্ত হিসেবে ১ নং রঙ্গ ৫ নভেম্বর ১৯৯৯, ২ নং ৪ ফেব্রুয়ারী ২০০০ তারিখে আর ৩ নং রঙ্গ ২ জুন ২০০০ তারিখে প্রকাশিত ।
মন্তব্য
হুম, জনকণ্ঠে বিভিন্ন সময় আপনার লেখাগুলো পড়েছি জনাব...
এখন পড়তে আবারও ভালো লাগছে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সবকটাই দারুন, তবে এর মধ্যে বালজাকেরটা দুর্দান্ত !
অবশ্য মুজতবা আলীর শার্প হিউমার এবং সার্কাজামের কথা অনেক শুনেছি, উনার আরো কিছু শোনার অপেক্ষায় রইলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেকদিন পরে তৃতীয় কিস্তি নামলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খোদ রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুজতবা আলীর উপস্থিতবুদ্ধি আর রসবোধের দেওয়ানা ছিলেন বলে শুনেছি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
বালজাকের টা বেশি ভাল লাগলো।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আপনার আর আমারও বালজাকের দশা
তাই বোধ হয় লাগল খাসা
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মজারু।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভালো লাগলো সব ক'টা
-------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সব গুলোই ভাল লেগেছে!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
বালজাকেরটা বেশি ভাল লাগলো।
বাকি দুইটাতে রসের পরিমাণ একটু কম মনে হলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- কোপায়...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বেশ মজার।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
মানিক ভাই... আপনার সন্তানের অবস্থা এখন কেমন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজু
চিকিত্্সা চলছে
ফোলা -ব্যথাও আছে কিছুটা
এন্টিবায়োটিক কোর্স করতে হবে
আবার সাত দিন পর ডাক্তারের কাছে যেতে হবে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মজার
"স্ত্রৈণ" শব্দটা এই প্রথম শুনলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অধম সিরিজ! ভালো।
হাতে গেলাস চামচ রাখবেন। কারো পাতে রস কম পরলে পুরা করে দিয়েন।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
দারুণ! দারুণ! দারুণ মজা!
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
নতুন মন্তব্য করুন