রাসেল ভাইকে মিস করছি

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ১৮/০৩/২০২০ - ১২:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

লেখক,ব্লগার ও পদার্থবিজ্ঞানী ড. রাসেল পারভেজ ওরফে ডটু রাসেল ওরফে অপবাক (জন্ম: ১০ এপ্রিল ১৯৭৬ইং - মৃত্যু: ১৯ ফেব্রুয়ারি ২০২০) ভাই আমার প্রিয় লেখক ছিলেন । তার সাথে আমার সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল । মতান্তরও ছিল কিন্তু মনান্তর ছিল না । অধ্যাপক ড .আহমদ শরীফের মত তার ছিল সাহস ও জেদি মন । যা চিন্তা করতেন তা প্রকাশে কুন্ঠিত হতেন না । একালে এমন মানুষ সহজে মিলে না । আমি তাকে খুব মিস করছি ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।