স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের নিমিত্তে ১৯৬২ সালে তৎকালীন ছাত্রলীগ নেতা আবদুল আজিজ বাগমারের নেতৃত্বে গড়ে উঠে ‘অস্থায়ী পূর্ববঙ্গ (অপূর্ব) সরকার’ নামে একটি গোপন সংগঠন । রাজনৈতিক নেতৃত্ব যথাসময়ে যাতে স্বাধীনতার ডাক দিতে সক্ষম হন সে কাজকে সহজতর করার উদ্দেশ্যে স্বাধীনতার বানী ঘরে ঘরে পৌছেঁ দেওয়ার শপথ নিয়ে সংগঠনটি গঠিত হয় । (১) সংগঠক হিসেবে ছিলেন ঢাবি ছাত্র খন্দকার বজলুল হক, শান্তি নারায়ণ ঘোষ (উভয়ে বর্তমানে ঢাবির শিক্ষক) প্রাণেশ কুমার মণ্ডল, হাবিবুর রহমান ও অন্যান্য। উক্ত সংগঠনের সভাপতি ছিলেন বেগম সুফিয়া কামাল আর সাধারণ সম্পাদক আবদুল আজিজ বাগমার। উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন, ড. আহমদ শরীফ, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, মুহম্মদ আবদুল হাই, শওকত ওসমান প্রমুখ। (২) আবদুল আজিজ বাগমার রাজনৈতিক নেতাদের মধ্যে যাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ, শেখ ফজলুল হক মণি, আবদুর রাজ্জাক, সিরাজুল আলম খান প্রমুখ ।(৩) অপূর্ব সংসদ ১৯৬৫ সালের ১ অক্টোবর ‘ইতিহাসের ধারায় বাঙালি’ নামে একটি ইশতেহার প্রকাশ করে এবং এই ইশতেহারের রচয়িতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমদ শরীফ। (৪) অপূর্ব সংসদ কর্তৃক প্রচারিত ‘ইতিহাসের ধারায় বাঙালী’ প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতা কামনা, পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’নামে অভিহিত করার এবং বাংলা ভাষায় জাতীয় সংগীত করার প্রস্তাব ছিল । (৫)প্রবন্ধটির শেষে ‘আমার সোনার বাংলা ,আমি তোমায় ভালোবাসি’গানটির প্রথম চার লাইন উল্লেখ ছিল। ডঃ নেহাল করিমের মতে, ভবিষ্যত বাংলাদেশের ‘জাতীয় সঙ্গীত’ হিসেবে অধ্যাপক ডঃ আহমদ শরীফ কবিগুরু রবীন্দ্রনাথ রচিত ‘আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি’গানটিকে নির্বাচন করেছিলেন ।(৬)
দোহাইঃ ১। আবদুল আজিজ বাগমার,স্বাধীনতার স্বপ্ন : উন্মেষ ও অর্জন,পৃ ১৩।
২। নুরুজ্জামান মানিক, স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা, পৃ ২০
৩। আবদুল আজিজ বাগমার, প্রাগুক্ত, পৃ ২৯৪।
৪। নুরুজ্জামান মানিক,প্রাগুক্ত ।
৫। আহমদ শরীফ,স্বনির্বাচিত প্রবন্ধ,পৃ ৭১৭ ।
৬। নুরুজ্জামান মানিক,প্রাগুক্ত ।
মন্তব্য
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
এই তথ্যটা জানা ছিলোনা।
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
ইতিহাসের জন্য একটি উল্লেখযোগ্য তথ্য। (অনুপ্রেরণার জন্যও।)
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন