চরিত্রঃ
একটি ছেলে
একটি মেয়ে
একটি ওয়েটার
স্থানঃ
একটি অভিজাত রেস্টুরেন্ট
দৃশ্যঃ
ছেলেটা আর মেয়েটা মুখোমুখি বসে আছে। দু'জনের খাওয়া শেষ। ছেলেটা অনেক্ষণ ধরে উস্খুস করছিলো কিছু বলার জন্য। অবশেষে ছেলেটার একহাত মেয়েটির হাতকে স্পর্শ করে...
ছেলেঃ আমি তোমাকে ভালোবাসি।
মেয়েঃ কি বলছ! আমি তোমাকে সবসময় বন্ধু মনে করে এসেছি...
ছেলেঃ বন্ধুকে কি ভালোবাসা যায়না?
মেয়েঃ নাহ, সরি... আমি তোমাকে ভালোবাসিনা।
ছেলেঃ (অনুনয় করে) আরেকবার ভেবে দেখনা...
মেয়েঃ কতবার বলব যে আমি তোমাকে ভালোবাসিনা... বাসিনা... বাসিনা।
ছেলেটা কিছুটা চুপসে যায়। এদিক ওদিক তাকায়। এককোনায় ওয়েটার কে দেখে হাত নাড়ে। ওয়েটারও প্রত্তুত্তোরে মাথাটা একটু নেড়ে ছেলেটার কাছে এসে দাঁড়ায়।
ছেলেঃ (ওয়েটারের দিকে তাকিয়ে) আমাদের দু'জনের দুটো আলাদা বিল হবে।
মেয়েঃ (ছেলেটাকে) য়্যাই... দাঁড়াও দাঁড়াও... আমি তোমাকে ভালোবাসি!
[এই গল্পটা কোথায় পড়েছিলাম বা কার কাছ থেকে শুনেছিলাম মনে নেই, আদৌ শুনেছিলাম নাকি নিজেই তৈরি করে স্মৃতির মাঝে ফেলে রেখেছিলাম তাও জানিনা। হঠাৎ কথপ্রসঙ্গে মনে হল এই রকম একটা গল্প তো আমি জানি! তাই ভুলে যাবার আগেই প্রকাশ করে ফেললাম।]
মন্তব্য
আপনাকেও
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
হাহাহাহাহা দারুন!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ভালবাসা কি ভাই এতই ঠুনকো? এ কেমন ভালবাসা!
এ "মেড ইন চায়না" ভলোবাসা... ভাইরে চাইনিজ ঠুনকো জিনিসে বিশ্ব ভরে যাইতেসে... এই চামে ভালোবাসাও ঠুনকো হবে বিচিত্র কী!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
- ভালোবাসার উৎকৃষ্ট সংজ্ঞা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খামাখা আপনেরে গুরু কই! আপ্নেই আসল জিনিস্টা ধরসেন...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
গল্প মজার তয় কোন মহিলা সচল যদি মানহানির মামলা করে, তাইলে কিন্তু আপনি বিপদে পড়ছেন নিশ্চিত।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আল্লাহ ভরসা... মানীর মান আল্লাহ রাখে...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ঠিক জমেলো না
টেম্পারেচারটা জিরোর নীচে নামায়ে ট্রাই মারবেন?? যদি জমে...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
পড়লাম ....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
থ্যাংকু...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আমিও আপনারে অনেক ভালো পাই...
আমিও
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এইটা আগে কোথাও পড়েছি বা শুনেছি।
কী ব্লগার? ডরাইলা?
এই কারনেই নীচের ইটালীয় কথামালা দিয়া দিসি।
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ছেলেটা জানেই না কী টাইট শিক্ষা তার জন্য অপেক্ষা করছে।
গভীর, নিবিড়, আবেশঘন মূহুর্তে ছেলেটা আগুন হয়ে আছে। এ সময় মেয়েটার মোবাইলে ফোন। কিরে, মীরা, .......। ছেলেটা প্যান্টের পকেটে হাত দিয়ে বিরক্ত হয়ে অপেক্ষা করে....। ফোন আসার আর টাইম পাইল না, ...
- ঠিক কইরা কন তো, আপনে নজু ভাইয়ের মতো এইসব কাহিনী পান কৈ? জীবন থেকে নেওয়া?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হইতেও পারে
- ঝাইরা কাশেন বড় ভাই। এট্টু মজা করি আপনেরে লৈয়া। এক মেম্বররে গুঁতাইয়া আর পোষায় না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগোগিরি শুরু হইসে ,,,, হে হে হে ,,, চালায়া যান গুরু
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
গুতাইয়া গুতাইয়া ভোঁতা কইরা ফালাইছেন, পোষাব কেমনে?
বিয়া করেন, টাইট কেমনে দেয় বুঝবেন।
মেম্বরে কেমনে টাইটা হইছে দেখছেন তো?
হেহ হেহ হেহ
আমারে মেম্বর পাইছেন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোন ছেলের ধড়ে কয়টা মাথা আছে যে বিল নিয়া ক্যাচাল করবে?
আর এরকম গর্দভ মাইয়াও বিরল, যে রেস্টুরেন্টে বসে বন্ধু ভাবার কথা সরাসরি বলবে? অপশন বেশি থাকলে সোজাসাপটা উত্তর না দিয়া এদিক-ওদিক দিয়া বাইন মাছের মত পিছলায়া যাবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জনাব সামালকে!
একেতো "গর্দভ" বলসেন তার উপর "বাইন মাছ" টাইটেল দিসেন। আপনারে নিয়া মহিলা সচলগন কিসু না করলেই হয়!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আন্তরিক ও তীব্র নিন্দা জ্ঞাপণ করতেছি জীবিত ও মৃত সমগ্র নারী প্রানী কুলের পক্ষ থেকে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমিও জ্ঞাপন করতেসি...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
- আপনে জ্ঞাপন কর্তাছেন মানে? আপনে কি নারী সমাজ নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেয়েটা খুব ভালো
এরকম মেয়ে যুগ যুগে জন্ম নিক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
তাও ভালো কননাই যে বছরে বছরে জন্ম নিক...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এই জীবনে এমন বদ মেয়ে লোকের দেখা পাই নাই- গল্পটা তাই ভালো লাগলো না।
=============================
- তাইলে গুরু মনে করেন জীবনের সাড়ে আটানাই গেলোগা আপনের কুশীয়ারা নদীর জলে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেখিনি, তবে এই ঈদের একটা নাটকের নাম মনে পড়ল- "পেয়ার বড় বিউটি জিনিস"
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আজাইরা............এমন হয়না
(জয়িতা)
ভালো লাগলো
নতুন মন্তব্য করুন