জীবনের স্বাদ
রিপোর্ট কার্ডে যখন দেখি পাঁচ বিষয়ে ফেল,
কিংবা যখন দাম বেড়ে যায় গ্যাস-জ্বালানি তেল,
রিকশা-গাড়ি-ভলভো এবং সিএনজি-ট্রাক দিয়ে
ট্র্যাফিক জ্যামে থাকার সময় মাথায় কাকের 'ইয়ে',
কিংবা যখন ম্যানহোলেরই গভীর তলে ডুব -
এসব সময় সাধের জীবন তিক্ত লাগে খুব।
পাওনা টাকা চাইতে হঠাৎ কেউ যদি বা আসে,
কিংবা যখন সুইটি বলে, 'আর রব না পাশে',
মা-বউ-এরই ঝগড়া শেষে সাপোর্ট দিলে মা'কে,
হায় কি দারুণ মধুর নামেই বউ আমাকে ডাকে!
বাবার ঝাড়ি খেয়ে কোন প্ল্যান যদি বানচাল -
সেসব সময় বলছি শোন জীবন ভীষণ ঝাল।
বেড়েই চলে মিটার যখন কাল-হলুদ ক্যাবে,
সকাল-বিকাল ক্লাস করে যাই থিওরি আর ল্যাবে,
ন'টা-পাঁচটা অফিস যখন আজকে এবং কাল-ও -
জীবনটা খুব পানসে লাগে, আর লাগেনা ভাল।
ঝাঁঝালো খুব লাগবে জীবন ঈদের বাজার শেষে -
বক্তৃতা আর সভা-মিছিল-গণসমাবেশে।
ঝড়ের দিনে আম কুড়ানো, মেলায় আচার খাওয়া -
এদের মাঝে যাবে খুঁজে টকের ছোঁয়া পাওয়া।
আবার নতুন বছর এলে নতুন পাখির গানে
নতুন কোন প্রেমপত্র আমায় কাছে টানে,
অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে বেকার এ জীবনে
থাকি যখন ভালবাসার মধুর আলিঙ্গনে,
কিংবা যখন সুন্দরবন, কক্সবাজারের বীচে
মেতে উঠি সবাই মিলে এক আকাশের নীচে,
যখন দেখি মায়ের কোলে শিশুর মুখে হাসি -
জীবনটা খুব মিষ্টি লাগে, আহ! কী ভালবাসি!
এই জীবনের কোথাও উঁচু, কোথাও গভীর খাদ,
এসব নিয়েই পাঁচমিশালী এই জীবনের স্বাদ ।
মন্তব্য
আমার এক বন্ধুর গল্প ৩য় হয়েছিল,এবং আমরা সব থ হয়ে গিয়েছিল এইটা কেমনে?!!!
তুমার ছড়ায় তো ক্লোজ আপ রে কিছু লিখনাই তাই হয়তো।
ভাল লাগছে।
এটা মনে হয় শুধু কবিতার প্রতিযোগিতা ছিল। গল্পেরটা বোধ হয় আলাদা ছিল। প্রথম ১০-এর কয়েকটা বেশ ভাল ছিল। টিভিতে দেখেছিলাম। ক্লোজআপের কথা কিছু লিখেছিল বলে মনে পড়ে না। আপনার বন্ধু কি লিখেছিল ক্লোজআপের কথা?
ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ, অপালাদি।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
কাজের ফাঁকে কোন চুড়েল দেয় যদি মিসড কল,
বন্ধুরা সব তাকেই যদি সাপোর্ট করে, কেমন লাগে
চিন্তা করে বল?
জীবন তখন পানসে লাগে, ইচ্ছা করে গিয়ে
বন্ধু নামের কলঙ্কদের পিটিয়ে বানাই ইয়ে।
হাঁটুপানির জলদস্যু
পানসে জীবন হোক না যতই মিসড্ কলেরই শোকে
লাভ হবে না আমায় এমন ছড়ায় ছড়ায় বকে
দিলাম বলে আজকে ভোরে
ভীষণ জোরে জাপটে ধরে
ঐ বালিকাই যত্ন করে কামড়ে দেবে তোকে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
জোশ হইছে ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হুম ...
ক্লোজআপের ছড়া হতে হবে এমন,
জীবনের স্বাদ পঁচা, তবু ভালো ক্লোজআপের স্বাদ
আরো ভালো স্বাদে গান লিখে যান লিভারের নওশাদ!
কিংবা,
জীবনের স্বাদ তিতা
ক্লোজআপের স্বাদ মধু
আর বাকি সব একঘেয়ে ভারি
যাহা লাউ তাহা কদু।
হাঁটুপানির জলদস্যু
অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে বেকার এ জীবনে
থাকি যখন ভালবাসার মধুর আলিঙ্গনে
এমন দিন আসবে কবে??
তোদের আজকে হালত আর আমার ২০০৩ এর হালত একই ছিল।
মানে বেকারত্বের কথা বলছি আর কি, আলিঙ্গন না। তুই কি দুইটাই মীন করলি? ধৈর্য ধর। লেটারও পাবি, তোকে কেউ মিসড্ কলও দেয়া শুরু করবে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
ধৈর্য ধরে আছি আপনার কথা সত্যি হোক।
বাহ! বেশ তো।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ব্যপক!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আসলেই ব্যাপক। মারথাবা মারথাবা
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ব্যাপক প্রতিভা!!!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
উড়াধুড়া প্রতিভা!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
টেকনিক্যাল মন্তব্য: চারমাত্রার স্বরবৃত্তে লেখা এই কবিতা। একটা জায়গায় সামান্য ছন্দপতন হয়েছে:
কিংবা যখন সুন্দরবন, কক্সবাজারের বীচে
এখানে "সুন্দরবন" আসলে তিনমাত্রা হয়ে গেছে, কারণ "বন" একটা ক্লোজড সিলেবল ফলে একমাত্রা। "বনে" হৈলে চারমাত্রা হৈত।
"রসকষহীন" টেকনিক্যাল মন্তব্যের জন্য দুঃখিত। তবে কবিতা ভাল হৈছে।
ধন্যবাদ সবাইকে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
নতুন মন্তব্য করুন