মে ডে'র ছুটিতে বাটু কেইভস্ এ বেড়াতে গিয়েছিলাম। কে এল শহরের কাছেই পাথুরে পাহারের গায়ে কিছু গুহায় মন্দির। মালেশিয়ার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় জমায়েত হয় এখানে বছরের শুরুর দিকে। বেশ সুন্দর কারুকাজ চারদিকে, সাথে লর্ড মুরুগানের বিশাল মুর্তি। ২৭২ টা সিঁড়ি বেয়ে প্রধান গুহায় উঠতে গিয়ে প্রাণ প্রায় যায় যায় অবস্থা আমার আর অপুর। বাটু কেইভস্ সম্পর্কে বিস্তারিত জানতে উইকির এই লিংকে ঢু মারুন। আমি আপাতত কিছু ছবি পোস্টাই।
পাহাড়ের নিচে নতুন মন্দিরের ছাদের মুর্তি
২৭২ টা সিঁড়ি বেয়ে উপরে উঠলে প্রধান গুহায় পুজা
কেউ কেউ উঠতেই থাকে আর কাউকে কাউকে বসে বিরতি নিতে হয়
সিঁড়ি বেয়ে উপরে উঠে গুহার ভিতর থেকে উপরের ফাঁক দিয়ে এরকম একটু আকাশ, গাছ আর ছোট্ট এক টুকরা চাঁদ দেখতে পেয়েছিলাম সেদিন
মন্তব্য
একটা ছবিতে মহিলার মাথা দেখা যাচ্ছে শুধু-- এটা মনে হয় এ্যঙগেলের কারণে। ভয়ংকর লাগছে।
হে হে...সেটাই!
উঠতে উঠতে শুধু মাথা দেখা যাচ্ছিল দেখে খুব ইন্টারেস্টিং লাগছিল।
সিঁড়ির উচ্চতা, মাঝে গ্যাপ আর অ্যাঙ্গেলের জন্য কত কিছুই না অন্য রকম মনে হয়।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
মাঝের গ্যাপটা একেবারেই ধরা যাচ্ছেনা- অথচ ওটা আছে ওখানে। বেশ ইন্টারেস্টিং।
- আমি এখনও ধরতে পাচ্ছি না। খুব ভয় লাগতেছে তাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা হা ! আসলেই খুব মজার ব্যাপার তো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমিও ডরাইসিলাম। পরে দেখি মাশীদাপুর ক্যামেরার কারসাজি !
---------------------------------------------
--------------------------------------------------------
ছবি গুলা ভাল হইছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
ছবিগুলা দারুণ হয়েছে।
গুহার ভেতরের ছবি নাই।
নাকি সেখানে ছবি তোলা মানা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কোন মানা নেই। তবে আমার তোলা গুহার ভেতরের ছবি ভাল আসেনি লো লাইটের জন্য।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
তিন নাম্বারটা খুব সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ভালো লাগলো ছবিগুলো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভালো লাগছে
...........................
Every Picture Tells a Story
প্রথম ছবিটা ভাল লেগেছে, যতটা না নীল আকাশ তার চেয়ে বেশী কম্পজিশনের ব্যালেন্সের জন্যে। মনে হচ্ছে সিলেকটিভ কালার নিয়ে কাজ করেছেন। এইটা মনে হওয়ার কারণ আকাশে অত্যাধিক নীলের কারনে, না কি মালশিয়ার আকাশ এরকমই নীল। আর একটা কারণ হতে পারে আপনি হয়তো পোলারাইজার ইউজ করেছেন। তবে কেন জানি মনে হচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম।
শেষের ছবিটা আরএকটু ভাল বেশী ভাল লাগতে পারতো যদি আপনি উপরের পায়রাটার জন্য একটু বেশী স্পেস ছেড়ে দিতেন।
সব মিলিয়ে ভাল লেগেছে। আরও ছবি দেখার অপেক্ষায় থাকলাম।
কয়েকটা ছবিতে রিটন ভাইয়ের মুর্তি দেখলাম মনয়?
মহিলার মাথাওলা ছবিটা দেখে ভয় পাইছি।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ব্যাটারা দেখি রিটন ভাইয়ের মাথার ওপর একটা ছাতাও ধরেনি । আহা রে...
সবগুলো ছবিই ভালো লেগেছে ।
কল্লাকাটা ছবিটা জোশ হইছে । আমি হলে ছবির নিচে ক্যাপশন দিতাম :
"বাটু কেভে নরবলি দেয়া কাটা মুন্ডু । প্রত্যেক শনিবারে সেখানে একটা করে নরবলি দেয়া হয় ।"
দেখতেন কেমন হাউকাউ লেগে যায় ।
হা হা হা!
ভাল বলেছেন।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
দারুন সব ছবি! কাটা মাথা দেখে আমিও একটু ঘাবড়ে গেছিলাম প্রথমে!
ধন্যবাদ সবাইকে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
- সেইরম ফটুক সব। নেক্সট টাইম গুহায় গেলে একটা দেড় ব্যাটারীর টর্চলাইট সাথে নিয়া যাইস। আলো কম থাকলে সেইটা জ্বালাইয়া তারপর ফটুক তুলিস, এনশাল্লাহ ভালো ফটুক আসবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাশীদ - ছবি সবগুলোই সুন্দর, কিন্তু শেষের আগেরটা - ওই যেটায় গুহার ভেতর থেকে আকাশ দেখা যাচ্ছে - অপূর্ব!!!
অরিজিনাল কাটা মুন্ডুর মতোই লাগছে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ছবি গুলো খুব ভাল লাগল । শেষের আগের ছবিটা সবচেয়ে বেশি ।
২৭২ টা ধাপ কেন ? সংখ্যাটির কি কোন গুরুত্ব আছে ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধন্যবাদ।
ঠিক বলতে পারছি না ২৭২ এর কোন গুরুত্ব আছে কিনা।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
সিড়ি দুটোর ছবিকে অনেক জীবন্ত মনে হচ্ছে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সোন্দর হইছে সবগুলা ছবিই।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
মুণ্ডু দেখে আমিও ভয় খাইছিলাম।
ছবি সিরাম হইছে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
সোনালি মূর্তির ছবিটা দেখার মতন সুন্দর !
---------------------------------
--------------------------------------------------------
সুন্দর সব ছবি।
মুণ্ডুকাটা ছবিটা আসলেই ভয়ংকর!
হে হে হে!
ধন্যবাদ।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
ফটোগ্রাফার সাথে থাকার মেলা সুবিধা...
নতুন মন্তব্য করুন