আমি জানতে চাই এই সাইটের আর কত কাজ বাকী?
অপু গতকাল ঘুমাতে গেছে সকাল ৭টায়। আজকেও মনে হয় সেরম প্ল্যান। অ্যামনে চলতে থাকলে তো 'অচলায়তন' নামে আমার একটা পারিবারিক সাইট বানাতে হবে। বা ওর অফিস থেকেও সেরম প্ল্যান অফ অ্যাকশান নেয়া হতে পারে।
কেউ কি কাইন্ডলি জানাবেন প্লিজ আর কদ্দূর?
মন্তব্য
অজ্ঞাতবাস
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
অজ্ঞাতবাস
একজনে ছবি দেয়, আরেকজন লেখে।
এইটা কি দাম্পত্য ব্লগ নি?
তা সেরম অইলে কইলেই পারে তারা।
আমরা কি মাইন্ড করমু নি।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হায় হায়, এটা কি হইলো? মাত্র এক বাসা থেকে কমপ্লেইন? বাকীরাও এই আন্দোলনে কবে যোগ দিবে?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
তবে অরূপ কিছুদিন রেস্ট নাও। অফিস আর সংসার আগে, তারপর ব্লগ, নাহলে পরে পস্তাতে হবে।
মাননীয় মডুগন আপনাদের অশেষ ধন্যবাদ। এখনো যে এই সংসারে কেউ কেউ ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় দেখে আমি রীতিমতো বাকহারা! কখনো আপনাদের ঘটা করে ধন্যবাদ দেয়া হয়নি, আজকে অরুপ (মডু ভাই) সাহেবের বিবি'র দিলে ব্যাথা দেখে আমার মনে হলো এই ফাকেঁ কৃতজ্ঞতাটা স্বীকার করে নেয়া উচিত। মাশীদ রাগ কইরেন না আপনার বর একদিন অনেক বড় হিরো হইবো, দেইখেন! Cheers অরুপ!
(note: ভাবলাম আজকে সর্বশেষ পেইজ থেকে শুরু করি; এই পেইজে এসেই দেখি এই অবস্থা! তবে শেষ পেইজটি সবার জন্য বাসি হলেও আমার জন্য একদম টাট্কা...আহ্!)
আমিও বাকহারা। এ্যদ্দিনে একটা মডু ভাই'কে পাইলাম।
ছাড়পত্র...
হুদাই দেখে গেলাম পুরানা পোস্টগুলো ।
আমিও অবসরে(!) পুরান পোস্ট পড়ি।
নতুন মন্তব্য করুন