লিখেছেন মাশীদ (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
এখানকার এখনকার পরিস্থিতি খুবই খারাপ।
আমাদের অ্যাডমিন অরূপ সাহেব তার ডেস্কটপের সামনের চেয়ারে বসে, তার দুই ঠ্যাং পাশের সোফার উপরে তুলে দিয়ে, সেতারের মিউজিক শুনতে শুনতে ঘুমিয়ে গ্যাছেন। সেতারের আওয়াজ ছাপিয়ে তবলার তালে তালে হালকা নাক ডাকার শব্দও পাওয়া যাচ্ছে।
সচলায়তনের সচলাবস্থা সংকটাপন্ন।
মন্তব্য
অজ্ঞাতবাস
ভাল আছি, ভাল থেকো।
অজ্ঞাতবাস
থাক না। একটু ঘুমিয়ে নিক। তাহলে আবার পুরোদমে শুরু হবে।
বিশ্রাম কাজের অঙ্গ এক সাথে গাঁথা,
নয়নের অংশ জেনো নয়নের পাতা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন