আবার কাক...

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: শুক্র, ০৩/০২/২০০৬ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


সাদিকের 01.01.2006 এর কাক বিষয়ক পোস্টের সাথে আমি একমত। কাক আসলেই একটা খুব ইন্টারেস্টিং পাখি। কিছুক্ষণ ধরে কাকের কার্যকলাপ দেখলেই বোঝা যায় এটা কত্ত মজার একটা পাখি। আর ছাতার সিঙ্গাপুরে এসে এসে এই ফানি পাখিটাকে কী যে মিস করছি প্রতিদিন মন খারাপ ! ঢাকার বন্ধুরা, প্লিজ আমার পক্ষ থেকে আজকে ঢাকার সব কাককে হ্যালো জানিয়ে দিয়েন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।