ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে আমরা এখন অনেক বাংলাদেশী। এবার ইউনিভার্সিটির 'ইন্টারনেশনাল ফিয়েস্টা 2006' তে তাই আমাদের শ্রদ্ধেয় হাইকমিশনার সাহেবের আহবানে আমরা সবাই যোগ দেই। ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষক-ছাত্র যার কাছে দেশীয় যা কিছু ছিল সব দিয়ে স্টল সাজিয়ে আর বিশ্ববিদ্যালয়ের ক'জন পাকা রাঁধুনি ছাত্রের রান্না করা নানা রকম পিঠা, চটপটি আর চানাচুর মাখা নিয়ে আমরা তুলে ধরি আমাদের দেশকে। অন্যান্য দেশের মধ্যে ছিল চীন, জাপান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড। অনুষ্ঠান শেষে চটপটি খেতে গিয়ে দেখি সব খাবার বিক্রি হয়ে গেছে! এছাড়াও ছিল সাংস্কৃতিক সন্ধ্যা আর একটি ইন্টারনেশনাল ফ্যাশন প্যারেড যাতে আমাদের দেশের পাঁচজন ছাত্র-ছাত্রী দেশীয় পোশাককে তুলে ধরেছে বিশ্বের কাছে। সব মিলিয়ে বেশ জমে উঠল এবা েরর 'ইন্টারনেশনাল ফিয়েস্টা 2006'।
মন্তব্য
নতুন মন্তব্য করুন