[এই পোস্টটি বয়াতী আবদুর রহমানের জনপ্রিয় গান 'মন আমার দেহঘড়ি'র সুরে সুরে পড়ুন। শিম্পুকে নিয়ে গদ্য হল, পদ্য হল, এমন কি sci-fi-ও হল আর একটা গান হবে না!]
মন তাহার ভীষণ পাজী, দেখলাম আজি
এক শিম্পাঞ্জী খাড়াইয়াছে
একখান টুপি ডোরা, আর ব্যাট-ছোরা
সাহস তাহার বাড়াইয়াছে।
ধর্মের বাণী দিয়া শিম্পু পাবলিকের মন ভোলায়
তারে ধরা কঠিন কেমন কইতে পারে র্যাব-ঠোলায়
দেখলে কোন প্রগতিশীল
ডরে কাঁপে শিম্পাঞ্জীর দিল
বেসবল ব্যাট দিয়া এক বাড়ি দেয়া তাহার জায়েজ আছে।
হিজাব ছাড়া মাইয়া দেইখা ধইরা পারলে ঠেঙায়
মুখে বলে 'বেহায়া জাত' ভিতরে তার দিল রাঙায়
বাংলা ভাইয়ের শিষ্য হইয়া
বোমাবাজির ট্রেনিং লইয়া
আত্মঘাতী হইয়া শেষটায় সাধের জানটা হারাইয়াছে।।
মন্তব্য
নতুন মন্তব্য করুন