জেমসের 'Bheegi bheegi' video

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: মঙ্গল, ০২/০৫/২০০৬ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


প্রথম আলোতে জেমসের হিন্দি Gangster সিনেমায় গান গাওয়ার খবর পড়েছিলাম অনেকদিন আগে। কলকাতার Krosswindz ব্যান্ডের 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' গানটার সুর হুবুহু নকল করা হলেও গানটা বেশ জোশ হয়েছে । কোন একটা website এ অবশ্য দেখলাম যে ওরা নাকি অনুমতি দিয়েছে...জানিনা সত্যি কিনা। যাই হোক, জেমস ভাইজান কঠিন গেয়েছেন। আজকে হঠাৎ করে youtube.com এ গানটার ভিডিও পেয়ে গেলাম। বেশ ভাল। নিচে সেটার ঠিকানা দিয়ে দিলাম।

http://tinyurl.com/k39fr


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।