ভাবনা আমার যায় উড়ে যায়
এই কাছে আর ঐ দূরে যায়
পশ্চিমে আর যায় পূবে যায়
অতল জলে যায় ডুবে যায়
আকাশ জুড়ে মেঘ হয়ে যায়
দমকা হাওয়ার ঝড় বয়ে যায়
বৃষ্টি শেষে রেশ রয়ে যায়
কি যেন সে কি কয়ে যায়
গোপন কথা যায় বুঝে যায়
সবখানে সুখ যায় খুঁজে যায়
একই রকম মন পেয়ে যায়
রঙিন দিনের গান গেয়ে যায়
এই কাঁদে আর এই হেসে যায়
এই ছোটে আর এই ভেসে যায়
একসাথে পথ মাড়িয়ে যায়
আবার হঠাৎ হারিয়ে যায়
খুব চেনা মুখ যায় ছেড়ে যায়
ভাবনা শুধু যায় হেরে যায়
অবিরত যায় পুড়ে যায়
আবার সে পথ যায় ঘুরে যায়
এ ফুল থেকে সেই ফুলে যায়
যন্ত্রণা সব যায় ভুলে যায়
কষ্ট দূরে তাই রেখে যায়
স্বপ্ন আবার যায় দেখে যায়
লুকোচুরি যায় খেলে যায়
সুখ নিয়ে সব দুখ ফেলে যায়
এখান ছেড়ে সেইখানে যায়
এ প্রাণ ফেলে সেই প্রাণে যায়
নতুন পাখির ডাক শুনে যায়
রঙিন স্বপ্ন যায় বুনে যায়
কাকেই ভাল যায় বেসে যায়
সেই দিয়ে কার কি এসে যায়
উত্তরে যায় দক্ষিণে যায়
অচেনা সব পথ চিনে যায়
দিনের পরে দিন চলে যায়
কে জানে সে কি বলে যায়
এ সুর ছেড়ে ঐ সুরে যায়
ভাবনা আমার যায় উড়ে যায় ।।
(ছবি: http://tinyurl.com/od26k)
মন্তব্য
নতুন মন্তব্য করুন