অনেক দিন ধরে কোন পোস্ট করা হয় না। সময় পাই না। কাজ-অকাজ নিয়ে ব্যস্ত খুব। জাত লেখক না বলে হুটহাট করে কিছু লিখেও ফেলতে পারি না। মাঝখানে ব্লগের হালচাল দেখে লেখার ইচ্ছাও হয়নি তেমন। তারপরেও অভ্যাসবশত ব্লগে ঢুঁ মেরে গেছি। আজকে হঠাৎ পুরোনো কিছু পোস্ট পড়ছিলাম। অপু আর আমি আর প্রিয় গান, প্রিয় গায়কের ভীড়ে কিছুক্ষণের জন্য চলে গেলাম একটা ভিন্ন সময়ে। খুব প্রিয় একটা গানের কথা মনে পড়ে গেল। 1995 এ অ্যালানিস মরিসেটের Jagged Little Pill অ্যালবামটা বের হবার পর থেকে 1998 পর্যন্ত(এবং এরপরেও) যতবার শুনেছি ততবারই মনে হত এই গানটা আমার জন্য লেখা। আমিই যেন গাচ্ছি অপুর মত কোন bestfriend with benefits এর কথা ভেবে। অ্যালানিস যখন গেয়ে ওঠে:
You've already won me over in spite of me
And don't be alarmed if I fall head over feet
Don't be surprised if I love you for all that you are
I couldn't help it
It's all your fault
তখন মনে হয় আমিও বলি, আমার কোন দোষ ছিল না, ব্যাটা, তুই-ই যত নষ্টের গোড়া। তোর জন্যই এরকম হল। কারণ,
You treat me like I'm a princess
I'm not used to liking that
You ask how my day was
কে বলেছিল এভাবে আমার মন গলাতে? So please...don't be alarmed if I fall head over feet.
যাহোক, এই গানটা আমার খুব প্রিয় একটা গান। অনেক ইনানো-বিনানো ভালবাসার গান শুনেছি কিন্তু নিজের ভিতরের কথা এত সরাসরি, এত নিখুঁতভাবে আর কোন গানে পাইনি। গানটার ভিডিও দেখা যাবে এখানে। আর গানের কথা, আমার প্রাণের কথা তুলে দিলাম এখানে।
Thank you, Alanis, for this song!
"Head Over Feet"
I had no choice but to hear you
You stated your case time and again
I thought about it
You treat me like I'm a princess
I'm not used to liking that
You ask how my day was
You've already won me over in spite of me
And don't be alarmed if I fall head over feet
Don't be surprised if I love you for all that you are
I couldn't help it
It's all your fault
Your love is thick and it swallowed me whole
You're so much braver than I gave you credit for
That's not lip service
You've already won me over in spite of me
And don't be alarmed if I fall head over feet
Don't be surprised if I love you for all that you are
I couldn't help it
It's all your fault
You are the bearer of unconditional things
You held your breath and the door for me
Thanks for your patience
You're the best listener that I've ever met
You're my best friend
Best friend with benefits
What took me so long
I've never felt this healthy before
I've never wanted something rational
I am aware now
I am aware now
You've already won me over in spite of me
And don't be alarmed if I fall head over feet
Don't be surprised if I love you for all that you are
I couldn't help it
It's all your fault
মন্তব্য
নতুন মন্তব্য করুন