গম্ভীর ল্যাব, দিন শুরু আজ
ইচ্ছে ছুটি, অনিচ্ছা কাজ
গম্ভীর ল্যাব, যন্ত্রে ঠাসা
নেই কোন বোধ, ভালবাসা
গম্ভীর ল্যাব, মেশিন চলে
যন্ত্রে-প্রাণে আগুন জ্বলে
গম্ভীর ল্যাব, অচেনা মুখ
হঠাৎ চেনা বুক ভাঙা দুখ
গম্ভীর ল্যাব, যান্ত্রিক ঘ্রাণ
এক সুর-লয় যন্ত্রের গান
গম্ভীর ল্যাব, অলি-গলি
অনুভুতির জলাঞ্জলি
গম্ভীর ল্যাব, খুব প্রতিকূল
ভুল পথ ও দিক আর গতি ভুল
গম্ভীর ল্যাব, মেঘলা স্বভাব
এক চিলতে রোদের অভাব
গম্ভীর ল্যাব, নেই কোন প্রাণ
কমছে সময়, কাজ অফুরান
গম্ভীর ল্যাব, মন উচাটন
যন্ত্রণা খুব, কষ্ট ভীষণ
গম্ভীর ল্যাব, কাজের পাহাড়
হতাশা-ক্ষোভ দেয় উপহার
গম্ভীর ল্যাব, আরেকটা দিন
মেশিন চলে ক্লান্তিবিহীন ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন