বন্ধু, তোমার আজ দিনটা কেমন কেটে যাচ্ছে বলো -
চারপাশে আজ
চেয়ে দেখ, ওই যে কেমন আগুন রঙা বসন্ত সাজ
নীল আকাশে
দেখছ, কেমন তুলোর মতন সাদা সাদা মেঘরা ভাসে
ফুল বাগানে
কেমন করে এক সাথে সব ফুল ফুটেছে, কে-ই বা জানে!
দুইটা পাখি
গাছের ডালে কেমন মধুর সুরেই করে ডাকাডাকি
ঠিক নিচে ওর
দুইটা মানুষ নিবিঢ় বসে ভালবাসার গল্পে বিভোর
আহ্ কী দারুন!
প্রকৃতি আর প্রেম মিলিয়ে বর্ষাকালেও কেমন ফাগুন!
ঝকঝকা দিন
সবকিছুতেই প্রাণের ছোঁয়া, সবকিছুই আজ ভীষণ রঙিন
করছি আশা -
এমন দিনে কষ্ট ভুলে হবেই তোমার অনেক হাসা
সবটা সময়
তোমার এমন বসন্ত থাক, হোক এমনি আনন্দময়!
আষাঢ়-শ্রাবণ
শুধুই আমার, বছর জুড়েই ঝড়-বৃষ্টি-বন্যা-প্লাবন!
বর্ষা না হয় থাকুক আমার চোখের কোণেই টলোমলো।
মন্তব্য
নতুন মন্তব্য করুন