এলোমেলো ১৩

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: মঙ্গল, ১৪/০৬/২০১১ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(জি.এম.তানিমের সাথে হরতাল চ্যালেঞ্জে লেখা।)
চন্দ্রাস্ত
মাঝে মাঝে কোথায় হারাই
কালো কালো মেঘের 'পরে উড়তে থাকি।
মাঝে মাঝে কারণ ছাড়াই
অতল কালো গভীর জলে ডুবতে থাকি।
মাঝে মাঝে বিপথ মাড়াই
কুয়াশাতে দিক হারিয়ে ভাসতে থাকি।

অনেক লোকের মাঝে তখন
হঠাৎ করেই আমার লাগে একলা ভীষণ।
বিক্ষিপ্ত দ্বন্দ্বে এ মন
ঝড়-ঝাপটায় হয় উচাটন।
ভুলগুলো সব ঘুরতে থাকে
মনের ভেতর অন্ধকারের ঘূর্ণিপাকে।

আশেপাশের মানুষগুলো তখন আমায় কেউ বোঝে না।
কেন আমি নেই আমি আর কেউ খোঁজে না।

তখন আমি চাই না হতে অন্য কারো।
একমাত্র তুমিই পারো
কুয়াশা সব সরিয়ে দিয়ে
মেঘগুলোকে ঝরিয়ে দিয়ে
তোমার দু'হাত বাড়িয়ে দিয়ে
অতল জলের গভীর থেকে তুলতে টেনে।
বারেবারে তুমিই দাও এই আমাকে আলোয় এনে।

তোমারও তো দুঃখ কত!
কত্ত রকম ঝুট-ঝামেলায় জর্জরিত
অন্ধকারের বদ্ধ কোণে নিমজ্জিত
তোমার মনও আমার মত।

তারপরেও শক্ত হাতে হাত ধরবার
শক্তি অত কোত্থেকে পাও?
কেমন করে এই বারেবার
এমন করে আমায় বাঁচাও?

তুমিই শুধু ডুবতে থাকা আমার এ হাত ধরতে পারো
ভাঙতে থাকা আমায় আবার গড়তে পারো।
সেই যে আমায় জীবন দিলে
শুধু তোমার কাছেই আজো শান্তি মিলে।

(আমার মা'কে)


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ!
অনেএএক দিন পর মাশীদ আপু। আপনাকে লিখতে দেখে খুব ভাল্লাগলো। হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জি.এম.তানিম এর ছবি

হরতাল চ্যালেঞ্জের বিস্তারিত জানতে চোখ রাখুন সচলের পর্দায়... চোখ টিপি

লেখাটা পড়ে বুকের মধ্যে একটা হু হু ডাক ডেকে যায়... অসাধারণ!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তাসনীম এর ছবি

খুব ভালো লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাসি
ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

আয়নামতি1 এর ছবি

অতুলনীয়, অসাধারণ এমন সব শব্দের ভেতরে দাঁড়িয়ে থাকার চেয়ে বেশি কিছু যেন! অনেকককক শুভকামনা আপু।

কবি-মৃত্যুময় এর ছবি

একমাত্র তুমিই পারো
কুয়াশা সব সরিয়ে দিয়ে
মেঘগুলোকে ঝরিয়ে দিয়ে
তোমার দু'হাত বাড়িয়ে দিয়ে
অতল জলের গভীর থেকে তুলতে টেনে।
বারেবারে তুমিই দাও এই আমাকে আলোয় এনে।....

তুমিই শুধু ডুবতে থাকা আমার এ হাত ধরতে পারো
ভাঙতে থাকা আমায় আবার গড়তে পারো।
সেই যে আমায় জীবন দিলে
শুধু তোমার কাছেই আজো শান্তি মিলে।

খুব সত্য কথা!!

তারপরেও শক্ত হাতে হাত ধরবার
শক্তি অত কোত্থেকে পাও?
কেমন করে এই বারেবার
এমন করে আমায় বাঁচাও?

তাই তো কেমন করে?!

দারুণ গভীর অর্থময়, ছন্দময় একটি কবিতা। কল্যাণ হোক।

__________________
রৌদ্রদহন

টিউলিপ এর ছবি

ব্যস্ততার জন্য ইদানিং চুপচাপ পড়ে যাই, কমেন্ট করি না। কিন্তু এটা পড়ে আর থাকতে পারলাম না।

অসাধারণ শব্দটা যথেষ্ট নয়। কি বললে যথেষ্ট হবে তাও খুঁজে পাচ্ছি না। শুধু মুগ্ধতা জানিয়ে গেলাম।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

দময়ন্তী এর ছবি

অসম্ভব ভাল লাগল৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালৈছে। তোর মোটিভেশনের জন্য দরকার কামড়ু গুরু আর্শীবাদ। গুটলু কেমন আছে? ওরে আদর দিস।

আশালতা এর ছবি

খাসা কবিতা চলুক

নীলকান্ত এর ছবি

অনেক ভালো লাগলো আপু।


অলস সময়

রোমেল চৌধুরী এর ছবি

এটিও অসাধারণ, তবে দু' এক জায়গায় ছন্দপতন টের পেলুম!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মাহবুব লীলেন এর ছবি

ছবি তোলেন কবিতা লিখেন সমস্যা নাই
কিন্তু হরতাল নিয়া চ্যালেঞ্জ কইরেন না
(ভ্রাম্যমাণ আদালত কিন্তু ঘোরে)

দুষ্ট বালিকা এর ছবি

তোমার ইদুর কয়দিন পরে তোমারে নিয়ে এমন লিখবে দেখো! তোমারওতো লেভেল আপ হইসে! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরেহ, অনেকদিন পরে রিটার্ন অফ দ্য পুরান সচল! ওয়েল্কাম্ব্যাক আপু।
চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অপ্রকৃতিস্থ১ এর ছবি

প্রথমে ভেবেছিলাম কবিতাটা ভাল লাগবে না। পড়ার আগেই ভাল না লাগা মনোভাবটা'র জন্যই প্রথমবার মনোযোগ দিয়ে পড়িনি।

দ্বিতীয়বার পরেই মাঝে এসে আটকে গেলাম...

একমাত্র তুমিই পারো
কুয়াশা সব সরিয়ে দিয়ে
মেঘগুলোকে ঝরিয়ে দিয়ে
তোমার দু'হাত বাড়িয়ে দিয়ে
অতল জলের গভীর থেকে তুলতে টেনে।
বারেবারে তুমিই দাও এই আমাকে আলোয় এনে।....

পড়ার আগের মনোভাব পাল্টাতে খানিকটা বাধ্য হলাম। হাসি

------------------------------------------------------------------
অপ্রকৃতিস্থ - কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ

মাশীদ এর ছবি

অনেক ধন্যবাদ সবাইকে।


ভাল আছি, ভাল থেকো।

গোপাল ভাঁড় এর ছবি

খুবি ভাল্লাগ্লো। বাড়ী ফিরবেন কবে?

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

তানিম এহসান এর ছবি

বুকটা হু হু করে উঠলো কেন যেন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।