পরিস্থিতি-৭

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
একটু আগে অ্যাডমিন অরূপের ঘুম হঠাৎ ক্যামনে জানি ভেঙে গেল। এরম অবস্থায় খুব ন্যাচারালি ওর মাথায় প্রশ্ন জাগে, 'আমি কোথায়?'। এইরম সময়ে সে মানুষও চিনে না। আজকেও ত্যামনি হইল। প্রথমে বুঝল না সে কই। আমি সেইটা বুঝাইতে সহযোগিতা করতে যাওয়ায় ঝাড়ি খাইলাম। যখন বুঝল ও খাট থেকে কিঞ্চিৎ দূরে, তখন খাটের দিকে রওনা হইল। সোফার হাতলে পা তুলে ঘুমাতে যাওয়া মনে হয় সুখকর না কারণ ব্যাটা দেখি টলছে। বুঝলাম, পায়ে ঝিঁঝিঁ ধরসে। বেচারা! অতএব, আমরা সবাই আপাতত নেক্সট ৭-৮ ঘন্টা ফ্লাডিং চালাইতে পারি। সচলায়তনের আরো সচল হবার কাজও অবশ্য এ কয়েক ঘন্টার জন্য স্থগিত থাকবে। এই হচ্ছে এইদিকের শেষ পরিস্থিতি।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
শুইনা ভাল্লাগলো।
হযবরল এর ছবি
খুউব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।