এ গান তাদের জন্য
যারা করেছে ধন্য
আমাকে তোমাকে আপনাকে জাতিকে
ওরা চায় ওরা বিচার চায়
যারা মানুষ নয় পশুও নয়
যারা তারও অধম বর্বর
যারা ঘাতক যারা দালাল ভয়ংকর.
ওরা জেগে আছে রাতভর
আনতে নুতন একাত্তর
ওরা নুতন মুক্তিসেনা দুহাজার তেরোর
ওদের সাথে আজ মিলে গেছে মিশে গেছে
তোমার আমার সকলের অন্তর.
ওরা দিয়েছে নুতন বর্ণমালা
ক-তে আজ কাদের মোল্লা
ফ- আজ ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারদের ধংশ চাই
ওরা বলে আজ, বাংলা আজ চায় কি
ঘাতকদের ফাঁসি দানবদের ফাঁসি.
এ গান ওদের জন্য
শাহবাগ থেকে শ্রীমঙ্গল ওরাই আজ অগ্রগণ্য
ওরাই আজ আমাদের প্রাণ আমাদের মান
আমরা সাধারণ আর ওরা অসাধারণ.
এ গান ওদেরই জন্য
Sent from my iPad
মন্তব্য
^:)^ ^:)^ ^:)^ (ওদের জন্য আর গানটা লেখায় আপনাকেও)-- স্বপ্নীল সমন্যামবিউলিসট
নতুন মন্তব্য করুন