এই বৈশাখে

মাসুদা ভাট্টি এর ছবি
লিখেছেন মাসুদা ভাট্টি (তারিখ: মঙ্গল, ১৪/০৪/২০০৯ - ১১:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কী চাই এই বৈশাখে? জানতে চায়নি কেউ, তারপরও বলি,

জীবনটাকে কাঁচা-মিঠে আমের মতো চাই, তারিয়ে তারিয়ে খেতে চাই আঁটি পর্যন্ত ; মাঝে মাঝে কাঁসুন্দি যোগ হলে তাতে, দারুণ হয়। কাঁচা লঙ্কা থাক খানিকটা, ঝালটা অবশ্য জিভে সয় না খুব একটা, সামান্য ঝোলা গুড় ঢেলে, বেলে বেলে তেঁতুল পুড়িয়ে নেবু পাতা চটকে বকুল-দীঘির বাঁধানো ঘাটলায় পা ভিজিয়ে বসে; কলা পাতার শিঙা বানিয়ে, তলার দিকে ছোট্ট ছিদ্র করে চুষে চুষে জীবন-মাখা খেতে পারলে বেশ হয়। ভোলা কর্মকারের হাঁপড়ের একাটানা ফোঁস ফোঁস, সেটা নাকি আবার কচ্ছপের চামড়ায় বানানো, কে জানে কচ্ছপেরও কি চামড়া থাকে? হীরে ধোপার নষ্টা মেয়ে মমো, এখন যার পেশা কবিরাজি, দীঘিতে জল নিতে এসে কোমর বাঁকিয়ে বলবে, "কী গো মণি, আম মাখা খাওনি? আহারে এই ঘাটলায় বইসা তুমার মতো আম মাইখা খাইতো সমাদ্দার বাড়ির নতুন বউ, জলের ওপর তার ছ্যাওয়া ভাসতো গো, আমাগো বাবায় তো ধুপা আছিলো, এই ঘাটলায় কাপড় ধুইতো না, জল ঘুলা হইলে নতুন বউ তার ছায়া দ্যাখতে পারবে না. . আহা গো, সেই বউটা. . . এ্যাহানে কুতায় ভগবান কবার পারে..." - ধীরা ধোপার নষ্ট মেয়ে মমোর সেই দীর্ঘশ্বাসটাও ফিরে পেতে চাই - এই বৈশাখে .. . ..

যদি চাই তবে সবটুকু চাই, অল্পে আমার বিশ্বাস নাই।


মন্তব্য

ইমরুল কায়েস এর ছবি

কমেন্টাইতে লগড ইন হইলাম । সেই রকম লাগল ।
......................................................
পতিত হাওয়া

একজন [অতিথি] এর ছবি

ভাল লাগল

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই ভাল লাগল।

পুতুল এর ছবি

বৈশাখী তাবারুক খুব ভাল লাগল।
তবে গত বছরেরটা আরো সুস্বাদু ছিল।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নিবিড় এর ছবি

ভাল লাগল


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সবজান্তা এর ছবি
নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

যখন চাই পুরোটাই চাই, তারিয়ে তারিয়ে খেতে চাই।

আহমেদুর রশীদ এর ছবি

............................................
...........................................

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফারুক ওয়াসিফ এর ছবি

যদি আমি অন্য কোনো সময় ও অন্য কোনো জীবনের অনুষঙ্গে জন্মাতে চাইতাম, তাহলে এরকমই কোনো আবহ পছন্দ করতাম। জীবনে কিছু কিছু রোমান্টিকতা থাকা ভাল, এই রোমান্টিকতা তাই ভাল বাসলাম।

লেখাটা যার আর পর নাই তেমন আপন সাহিত্য হয়েছে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।