জীবন-মৃতু্যর মাঝে শুয়ে আছেন জিয়া হায়দার

রূপকথা এর ছবি
লিখেছেন রূপকথা [অতিথি] (তারিখ: সোম, ০১/০৯/২০০৮ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবি, নাট্যকার ও অধ্যাপক জিয়া হায়দারের শারীরিক অবস্থার আরেক ধাপ অবনতি ঘটেছে। প্রচুর রক্তের প্রয়োজন পড়ছে তাঁকে বাঁচিয়ে রাখতে। রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন এই গুণীজনের শারীরিক সুস্থতার জন্য দেশবাসী’র কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার। মোহাম্মদ শাহীনের ক্যামেরায় বিশেষ প্রতিবেদন।

ভয়েসওভার
এ পর্যন্ত ৭২ ব্যাগ রক্ত দেয়া হয়েছে তাঁকে। রক্তের অন্যতম উপদান অনুচক্রিকা আর শ্বেতরক্তকণিকার পরিমাণ দ্রুত কমে আসছে। জিয়া হায়দার আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
সিংক: ডা. শারমিন, কর্তব্যরত চিকিৎসক
সারা জীবন শিল্পের উচ্চাঙ্গ চর্চা করেছেন যিনি সেই জিয়া হায়দারের সংকটাপন্ন শারীরিক অবস্থায় ভেঙ্গে পড়েছে তাঁর পরিবার।
সিংক: রশীদ হায়দার, ছোট ভাই
অনেক রক্তের প্রয়োজন। সাড়া দিতে পারেন যাদের রক্তের গ্র“প এ পজিটিভ।
যোগাযোগের ফোন নাম্বার: ০১৭১৫২২৮৯১৩।
পার্থ সনজয়, আরটিভি, ঢাকা।


মন্তব্য

দৃশা এর ছবি

দ্রুত শারিরীক উন্নতি কামনা করি।
-------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নজমুল আলবাব এর ছবি

তিনি সুস্থ হয়ে উঠুন দ্রুত।

আপনার পোস্টানোর স্টাইলটা অন্যরকম।

ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

এই দুহাজার আট অনেক ব্যক্তিত্বকে কেঁড়ে নিয়েছে অন্য যে কোন বছরের তুলনায়। এই হঠাৎ চলে যাওয়ার মিছিলটাকে রুদ্ধ করি কী দিয়ে ?
কামনা করি জিয়া হায়দার সুস্থ হয়ে উঠোন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবজান্তা ( পড়াশোনা করি, তাই লগাই না ) এর ছবি

আমার অজ্ঞতা সীমাহীন, তাই একটা প্রশ্নের উত্তর জানতে চাই।

ইনি কি দাউদ হায়দার এর ভাই ? ( রশীদ হায়দারের নাম দেখে প্রশ্নটা করলাম )

পুতুল এর ছবি

সুস্থতা কামনা করছি।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।