ঝরাপাতার সময়ে মুদ্রিত

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ৭:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উৎসর্গ
সে এক পাথর আছে শুধুই লাবণ্য ধরে

পৃথিবীর সকল নিয়মকে পাপোষ করে আয় শুধু ভালোবাসার কাছে করি আপোষ। অন্তত একবার আয় হারিয়ে যাই বিজন সান্দ্রে। পাতায় পাতায় মুদ্রিত হোক আরো এক গল্পের মহিমা। সবুজে সমাহিত হয়ে যাক পুরান কেচ্ছাগুলো...

কেউ উড়াক নক্ষত্রের ফানুস। ছায়া হয়ে যাক দুনিয়ার হায়হুতাশ! আমরা শুধু তাকিয়ে দেখবো নিখিলের চূড়ায় কে সাজিয়েছে মায়ার বিলবোর্ড। যেখানে আমরা শুধু দর্শকের ভূমিকা পালন করবো আর পাখিরা বিলি করে যাবে সে তথ্য যীশুর রাজ্যে।

আয়, যড়যন্ত্রের সমান্তরাল অতিক্রম করি অন্য এক বোধে, যে বোধ খেলা করে রাত্রি পোয়াতি হলে আমাদের মস্তিকে আর নিঃসঙ্গ ক্ষনে।
মানুষ পোড়া বাতাসেরা জেনে যাক আরো এক সাহসী জুটি হেঁটে যাচ্ছে অন্য গ্রহের পথে; অন্তত একবার আয়।


মন্তব্য

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

গুল্লি

জুয়েইরিযাহ মউ এর ছবি

পৃথিবীর সকল নিয়মকে পাপোষ করে আয় শুধু ভালোবাসার কাছে করি আপোষ।

যড়যন্ত্রের সমান্তরাল অতিক্রম করি অন্য এক বোধে, যে বোধ খেলা করে রাত্রি পোয়াতি হলে আমাদের মস্তিকে আর নিঃসঙ্গ ক্ষনে।
মানুষ পোড়া বাতাসেরা জেনে যাক আরো এক সাহসী জুটি হেঁটে যাচ্ছে অন্য গ্রহের পথে;

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তিথীডোর এর ছবি

উত্তম জাঝা!
দারুণ লিখিয়াছেন হে বালক!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মানুষ পোড়া বাতাসেরা জেনে যাক আরো এক সাহসী জুটি হেঁটে যাচ্ছে অন্য গ্রহের পথে; অন্তত একবার আয়।
এই লাইনটা দারুণ লাগলো।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।