বিসর্জনের পৃষ্ঠা

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: বিষ্যুদ, ২১/০৪/২০১১ - ৮:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উন্মোচিত গল্পের রাত পার হয়ে যায়
পেছনে রেখে আসি ঝিঁঝিঁর ঘুঙুর।
নরম-শান্ত এক টুকরো আলো আসন পাতে
চোখের ভেতর আর পাখির পরশে
মগ্নতা ভাঙে বেকার আকাশ-

বিছিন্ন জীবনের ওপর ধূলো ছিটিয়ে দূরের পথে
চলে গেলো একজোড়া পা।
বিসর্জনের পৃষ্ঠা ওল্টাতে গেলে বুক ফেটে যায়
অথৈ পিপাসায়। তবু প্রার্থনা; বৃষ্টি নামুক এ-শহরে,
আরো একবার কাঁদুক একলা পাথর!

তারপরও রোদ, টুকরানো চিঠির মতোন
ছড়িয়ে ছিটিয়ে থাকে শহরের অলি-গলি। কিন্তু
অপরাজিত একটি পথ নিয়মের চৌকাঠ ডিঙিয়ে,
উন্মোচিত গল্পের রেশ নিয়ে ছুটে চলে
সুবর্ণগ্রামের ঠিকানার উদ্দেশ্যে...


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চমৎকার লাগলো!! আপনার আরো কবিতা চাই।

বালক এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই।

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ মাদকতাময় বর্ণনা। 'ঝিঁঝিঁর ঘুঙুর' রূপকটির ব্যবহারও বেশ লাগলো।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।