উন্মোচিত গল্পের রাত পার হয়ে যায়
পেছনে রেখে আসি ঝিঁঝিঁর ঘুঙুর।
নরম-শান্ত এক টুকরো আলো আসন পাতে
চোখের ভেতর আর পাখির পরশে
মগ্নতা ভাঙে বেকার আকাশ-
বিছিন্ন জীবনের ওপর ধূলো ছিটিয়ে দূরের পথে
চলে গেলো একজোড়া পা।
বিসর্জনের পৃষ্ঠা ওল্টাতে গেলে বুক ফেটে যায়
অথৈ পিপাসায়। তবু প্রার্থনা; বৃষ্টি নামুক এ-শহরে,
আরো একবার কাঁদুক একলা পাথর!
তারপরও রোদ, টুকরানো চিঠির মতোন
ছড়িয়ে ছিটিয়ে থাকে শহরের অলি-গলি। কিন্তু
অপরাজিত একটি পথ নিয়মের চৌকাঠ ডিঙিয়ে,
উন্মোচিত গল্পের রেশ নিয়ে ছুটে চলে
সুবর্ণগ্রামের ঠিকানার উদ্দেশ্যে...
মন্তব্য
চমৎকার লাগলো!! আপনার আরো কবিতা চাই।
ধন্যবাদ মুর্শেদ ভাই।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
বাহ, বেশ মাদকতাময় বর্ণনা। 'ঝিঁঝিঁর ঘুঙুর' রূপকটির ব্যবহারও বেশ লাগলো।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বাহ্
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন