পুকুর

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: বুধ, ১৪/০৩/২০১২ - ২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোন পরিকল্পনা নাই
বলি, চলো! মাভৈ।
ঘুমোচ্ছে বড় ছোট দালানকোঠা সব
ছায়াও ঝিমাচ্ছে রাস্তায়!
শুধু দুই মহল্লার মধ্যেখানে
জেগে আছে পুকুর;
আমি সাঁতার জানি কন্যা।

এতোটা পথ
পথের কোলাহল সরিয়ে
একা একা, একলা দুপুরে
এসেছি আজ মাতবো
তোমার নেশায়, নেশার উৎসবে!

আমার দুপুর কাটে তোমার আলোয়
বিকেল ও কাটে তার রেশে,
দুপুর রাত্রে যখন
উৎসব ফের ডাকে- আয় আয়!
আমি অসহায়!
নিরুপায় রাত্রি
আশ্রয় খুজেঁ জয় গোস্বামীর কবিতায়!


মন্তব্য

ম্রিয়মাণ পিঙ্গল Guest_writer এর ছবি

ভালো লাগলো । তবে আরেকটু বড়ো করা যেতো

souravs23 এর ছবি

দেঁতো হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।