২ | লিখেছেন রিয়াজ উদ্দীন [অতিথি] (যাচাই করা হয়নি) (তারিখ: শুক্র, ২৪/০৪/২০০৯ - ১২:১১পূর্বাহ্ন)
এমন সংবেদনশীল একটি চিঠি লিখেছেন; আভিবাদন জানাই। এত বড় এই পৃথিবী। আর এর ছোট ছোট কনার মধ্যেও লুকিয়ে আছে কত সম্ভাবনা। আপনার চিঠিটি পড়ে মনে হল এখন আপনার মধ্যে অনেক শক্তি আর সম্ভবনা লুকিয়ে আছে। ভাল থাকুন।
৩ | লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২৪/০৪/২০০৯ - ১২:১৪পূর্বাহ্ন)
উঁহু ! আপনাকে ভালো লেগেছে, কিন্তু আপনার মন্তব্যটা ভালো লাগলো না !
একটা মাত্র জীবন। একদিন মুখ গোমড়া করে থাকা মানে জীবন থেকে একটা দিন হাতে ধরে নষ্ট করে দেয়া। এক জীবনে মানুষের এতো কাজ যে হাজার জীবনেও তা শেষ হবার নয় ! আর আপনি কিনা এভাবে মুখ বেজার করে জীবনের অপচয় করছেন ! এটা কিছুতেই মেনে নেয়ার মতো নয় !
ভেবে দেখুন, আপনার চেয়ে কতো বেশি খারাপ অবস্থায় কতো কতো মানুষ রয়েছে ! অথচ আপনি বলছেন কিছু ভালো লাগে না ! নিজের জন্য নিজেকে না ভেবে অন্যের ভালোর জন্য নিজেকে ভাবুন। দেখবেন কতো কিছু করার মতো কাজ জমে গেছে ! এসব কাজ বাদ দিয়ে মুখ বেজার করে রাখার সময়ই পাবেন না !
অতএব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৭ | লিখেছেন সচল জাহিদ (তারিখ: শুক্র, ২৪/০৪/২০০৯ - ১২:২২পূর্বাহ্ন)
মেঘ
এক কাজ করুনত সবুজ ঘাসের উপর কিছুক্ষন খালি পায়ে হেঁটে চোখ বন্ধ করে শুয়ে থাকুন।সবচেয়ে ভাল হয় চোখে একটা রোদ চশমা পড়ে আকাশের দিয়ে চেয়ে থাকুন। আরো ভালো হয় সেই সাথে এই গানটা শুনলেঃ
মন্তব্য
মেঘ
কিছু ভালো লাগে না, এমন কি নিজেকেও না
মেঘ
এমন সংবেদনশীল একটি চিঠি লিখেছেন; আভিবাদন জানাই। এত বড় এই পৃথিবী। আর এর ছোট ছোট কনার মধ্যেও লুকিয়ে আছে কত সম্ভাবনা। আপনার চিঠিটি পড়ে মনে হল এখন আপনার মধ্যে অনেক শক্তি আর সম্ভবনা লুকিয়ে আছে। ভাল থাকুন।
উঁহু ! আপনাকে ভালো লেগেছে, কিন্তু আপনার মন্তব্যটা ভালো লাগলো না !
একটা মাত্র জীবন। একদিন মুখ গোমড়া করে থাকা মানে জীবন থেকে একটা দিন হাতে ধরে নষ্ট করে দেয়া। এক জীবনে মানুষের এতো কাজ যে হাজার জীবনেও তা শেষ হবার নয় ! আর আপনি কিনা এভাবে মুখ বেজার করে জীবনের অপচয় করছেন ! এটা কিছুতেই মেনে নেয়ার মতো নয় !
ভেবে দেখুন, আপনার চেয়ে কতো বেশি খারাপ অবস্থায় কতো কতো মানুষ রয়েছে ! অথচ আপনি বলছেন কিছু ভালো লাগে না ! নিজের জন্য নিজেকে না ভেবে অন্যের ভালোর জন্য নিজেকে ভাবুন। দেখবেন কতো কিছু করার মতো কাজ জমে গেছে ! এসব কাজ বাদ দিয়ে মুখ বেজার করে রাখার সময়ই পাবেন না !
অতএব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা জীবন নিয়ে আপনার ভাবনাটা দারুণ লাগলো। সবাই কেনযে এমন করে ভাবেনা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
মেঘ
চরম জোকার একজন মানুষ আমি। এজন্য সবাই হাসাহাসিও করে আমারে নিয়ে। তো হঠাত মন খারাপ হইছে। ঠিকও হইয়া যাইব। থ্যাঙ্কু
মেঘ
যে কারও সহোদরকে লিখা চিঠি
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
মেঘ
এক কাজ করুনত সবুজ ঘাসের উপর কিছুক্ষন খালি পায়ে হেঁটে চোখ বন্ধ করে শুয়ে থাকুন।সবচেয়ে ভাল হয় চোখে একটা রোদ চশমা পড়ে আকাশের দিয়ে চেয়ে থাকুন। আরো ভালো হয় সেই সাথে এই গানটা শুনলেঃ
মন ভাল না হলে জানাবেন।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মেঘ
আমি এই গানটা ভালা পাই, থ্যাংকস, ভালো গাই ও
মেঘ
আপনার চিঠিতো রীতিমত একটা প্রত্ন আবিষ্কার। এটা কি বাংলার সূর্য বংশীয় রাজা মান্ধাতার আমলের? টলেমি রাজ বংশের কোন নৃপতিকে লেখা? নাকি প্রাগৈতিহাসিক?
মেঘ
আমিও ভাবতাছি
মেঘ
নতুন মন্তব্য করুন