আমাদের নিরপেক্ষ দেশপ্রেমিক রা.......
লিখা পেস্ট করলে আসছে না, তাই জেপিইজি করলাম
শুরুটা কি চমৎকার ছিল! আমাদের ,কতজনের তরুণ লেখক হিসেবে আবির্ভাব প্রথম আলো, বন্ধুসভা এবং গিয়াস ভাই এর হাত ধরে। বিবর্তন...তাই বোধহয় হবে। যখন কেউ একটা রেস্টুরেন্ট প্রথম দেয় শুরুতে রান্না বান্না বেশ ভালো থাকে কাস্টমার ধরবার জন্যে । তারপর কাস্টমার বাড়ে অর্থাৎ কোয়ানটিটি বাড়ে, পড়ে যেতে থাকে কোয়ালিটি। সবই তো ব্যবসা। এখানেই বা কেন ব্যতিক্রম হবে! বোকামি তো আমদেরই। গিয়াস ভাই গেল। এলো দন্তশ রওশন নামে একজন বন্ধুসভার দায়িত্বে। একটা জমজমাট পাঠক ফিচার পাতার অপমৃত্যু দেখলাম চোখের সামনে। কষ্ট পেলাম। আর কি ই বা করার আছে!
আজকের (১২.০৮.০৭) প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনে মতিউর রহমান দুই নেত্রীকে নিয়ে বিশাল এক রচনা লিখেছেন। খুব ভালো। লিখার সময় লিখবেনই তো। তাদের কথায় কত তরুণ কিশোর কিশোরী নিজেদেরে চোখে স্বপ্ন অঞ্জন মাখে ... সেই মতিউর রহমান নিরপেতার এক অদ্ভূত খেলা খেলতে গিয়ে বরাবর খালেদা হাসিনাকে একসাথে মেপে যাচ্ছেন। আচ্ছা সেট্ওা ছেড়ে দিলাম ব্যক্তিগত অভিমত মানুষের থাকতেই পারে। কিন্তু জামায়াত সম্পর্কে একটা কথাও কেন বলেন না? কেন? এ রহস্য কোথায় গিয়ে প্যাঁচ খেয়েছে? আমার øেহভাজন এক অনুজ আমাকে বলেছে মতি ভাই এর ’জলপাই’ পান এর খবর...জীবনের ষাট বছর পার করে দিয়েছেন। আর কত দিন বাঁচবেন? দেশের জন্যে সত্যি একদিনও ভাববেন না! আমি অধম সে কথা কিভাবে বলি যে ভাবছেন না! ব্যবসা সব ব্যবসা, ব্যবসা নিয়ে ভাবছেন খুব? মনে রাখবেন জলপাইরা কোনদিন আমাদের সিভিলিয়ান লবণে মেখে ভাত খাবে না। উচ্ছিষ্ট এ বয়সে আর নাই বা খেলেন।
মন্তব্য
মেঘ
এবং জেপিইজি ও কচু দেখা যাচ্ছে না।
মেঘ
মতি আর ক্ষতি!!
চমেতকার!
মতিউর রহমানের লেখাটা ।
ইমেজ আকারে, টেক্মট আকারে।
ইমেজের ক্ষেত্রে ব্রাউজারের জুম ঠিক করে নিতে হবে।
------ooo0------
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
প্রথম আলো -- ডেইলি স্টার -- সিপিডি -- ইউ এস এম্বাসি -- জলপাই বিক্রেতা -- টি আই বি -- ইউনুস সাহেব। সব একই সূত্রে গাঁথা। প্রথম আলো আগে পড়তাম কিন্তু ওদের ক্রমবর্ধমান ভন্ডামি দেখে আমি বিরক্ত।
কোন একটা বিচিত্র কারনে এক সময়ের প্রখ্যাত কলামিস্টরা কেউ ই আর লেখেন না।কিছু অবসর প্রাপ্ত সেনা সদস্য এবং সুশীল কলামিস্টে ছেয়ে গেছে পত্রিকা। অগ্নুৎপাতের আগে যেমন ছোট পতংগরা টের পায়, তেমনি ১/১১ এর আগের থেকেই, প্রথম আলো মুখরিত হয়েছিল রাজনীতি বিদ্বেষে, যা গত বছরগুলিতে দেখা যায়নি।
একজন সাংবাদিক চাকরি ছাড়ার আগে বলেছিলেন, ( যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো র সাথে তাল মিলিয়ে) ...
যা কিছু ক্ষতি, তার সঙ্গে মতি।
মন্তব্য নিষ্প্রয়োজন।
------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
যথার্থ।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এটা ঠিক করে দিচ্ছি খানিক পরে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মেঘাপি,
পুরোনো লেখা যেগুলো পেস্ট করলে ইংরেজী হয়ে যায় সেগুলোর জন্য এই পদ্ধতি অনুসরন করুন।
এরপরেও সমস্যা হলে অনুগ্রহ করে জানান। একটি ভিডিও টিউটোরিয়াল দিবো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আর এই মতির সাথে সাথে নষ্ট হচ্ছে বা হয়েছে আনাম সাহেবও। ওনার লেখায় আগে যে ধার ছিল, তা আর দেখিনা।
ক্লিক করে ছবি দেখার ব্যাপারটা ফিক্স করে দিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কমিউনিস্ট যদি পচেঁ যায়,তাহলে তার মতো ক্ষতিকারক পদার্থ আর মনুষ্য সমাজে দুইটাও থাকে না।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
মতিউরের লেখা সৌরভের ব্লগস্পটে পড়লাম।
ভালইতো লিখছেন।
-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥
আমি বুঝছিনা উনি কোন কথাটা মিথ্যা বলেছেন?
মতিউর রহমানের লেখাটা খুবই চমৎকার হয়েছে ...
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
মতি এখানে পথ দেখাচ্ছেন।
মেঘের ক্ষোভ বোধহয় সেখানেই। যেখানে মতি কোমরে গামছা পেঁচিয়ে কলম ধরেন হাসিনার বিরুদ্ধে সেখানে তার কলম সাংঘাতিক নরম হয়ে যায় আপদকালীন সরকারের সমালোচনায়। তিনি অভিভাবকসুলভ স্নেহে পথ দেখান। কীভাবে প্রধান হয়ে উঠবেন ফখরুদ্দিন, অথবা রিড বিটুইন দ্য লাইন করলে কীভাবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী।
নিজের মতকে খুব স্পষ্ট করে তুলতে পারেননি মেঘ। তবে তার মত করে যারা ভাবেন তারা তা বুঝে নিয়েছেন। তবে অন্যদের জন্য মতির নিরপেক্ষতা এবং তা কী ক্ষতি করছে, কীভাবে করছে তার একটা ব্যাখ্যা থাকা দরকার ছিল এই লেখায়।
অচেনা ও জ্বিনের বাদশা'র মন্তব্যে সেই অপূর্ণতা ধরা পড়েছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ভাল লিখেছেন।...
মতিউর রহমানের ভন্ডামী ধরা পড়েছে আরো আগে। গণসাহায্য সংস্থার হাজার হাজার কর্মী যখন রাস্তায় আন্দোলন গড়ে তোলেন, তার স্ত্রী, কথিত নারী নেত্রি মালেকা বেগম যেহেতু ওই সংস্থার এক হর্তাকর্তা ছিলেন, সেহেতু প্রথম আলোতে সে সময় এ বিষয়ে এক ইঞ্চিও সংবাদ প্রকাশিত হয়নি। আর তার মাসতুত ভাই ডেইলী স্টারেও একই ঘটনা ঘটেছে।
... পার্বত্য চট্টগ্রামে যারা হত্যাকে উৎসব ভেবে মেশিনগানের গুলিতে পাখির মতো মানুষ হত্যা করেছে, সেই সব উর্দিদের এই মতিউর রহমান, মাহফুজ আনামই পার্বত্য বিশ্লেষক, পাহাড়ের কলামিস্ট বানিয়ে মিডিয়ায় প্রতিষ্ঠা দিয়েছেন।
জাতির দুর্ভাগ্য, ক্ষমতার উচ্ছিষ্ট ভোগি এই সব জলপাইয়ের তাঁবেদাররাই এখন জাতিকে জ্ঞান দিচ্ছেন।
ইতিহাস সাক্ষী, আবর্জনার গন্তব্য কিন্তু শেষ পর্যন্ত নর্দমাতেই।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
মেঘ
মতি খারাপ লেখে এ কথা বলার সাহস আমার নাই। মিথ্যা লিখছে তাও বলিনি। আমার কথা একটাই জামায়াতের ব্যাপারে আওয়াজ বন্ধ কেন?
মেঘ
.........................................
কমিউনিস্ট যদি পচেঁ যায়,তাহলে তার মতো ক্ষতিকারক পদার্থ আর মনুষ্য সমাজে দুইটাও থাকে না।
.......................................
সহমত...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
Likhte parsi na sai. how to write in Bangla?
Megh Bhaia ki likhe ki bojhate cheyesen ta du-tin bar pore-o uddhar korte parlam na. Bidroher kono karon na peye oneke khepe bidrohi houar bhan koren, jemon megh-bhrata. Dukkhito, apnar support korte parsi na. aro bostubadi hon, bhalo lagbe, deshobashi upokrito-o hoben.
নিরপেক্ষতার এই রঙ্গিন চশমা মতি সাহেব পরে আছেন সেই অনেক আগের থেকেই।
মনে পড়ে, সেই টিপুর জন্য তহবিল সংগ্রহ এর কথা ? তখন অনেকেই বলেছিল ব্যাপারটা পলিটিক্যাল স্টান্টবাজি। বিশ্বাস করতে পারিনি।
কিন্তু গভীর বিস্ময় এর সাথে দেখলাম এর পরে কত সময় কত সাংবাদিক কত মর্মান্তিক ভাবে নিগৃহীত হল, কিন্তু কোন সাহায্যের হাত আর আসলো না।
আই এম এফ, ওয়ার্ল্ড ব্যাংক , এ ডি বি কাউরো সমালোচনা আমি অন্তত করতে দেখিনি মতি সাহেব কে।
ল্যাব এইডে ভুল চিকিৎসার স্বীকার হয়ে, প্রাণ হারিয়েছেন এক মহিলা। তার পরিবার মামলা করল। মিডিয়ার সাহায্য চেয়েছিলেন তারা। কিন্তু প্রথম আলো তাদের সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিল, কারন ল্যাব এইড তাদের বিরাট বড় এড এর ক্লায়েন্ট।
দেশ ও জাতিকে এই ভাবেই পথ দেখিয়ে চলেছেন প্রগতির সৈনিকরা।
----------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মেঘ
শ্রদ্ধেয় সুফিয়া কামালের পরে আর কোন নারী নেত্রীর আসলে বাংলাদেশে জন্ম হয়নি আর হবেও না বলে আমার বিশ্বাস। বাকীরা সব ...ভন্ড।
নারী নেত্রী (তথাকথিত) একটা ঘটনা আমার বন্ধুরা খুব বলে - রাস্তায় মেয়েদের অধিকার নিয়ে চিল্লায় বাসায় গিয়ে কাজের মেয়ে পিটায় এই না কি নারী নেত্রীরা। সবাই ব্যবসায়ী... হয়তো আমিও।
মেঘ
নতুন মন্তব্য করুন