উ = উদ, জনগণ = খুদ; খুদ যদি উদ খায়?

মেঘ এর ছবি
লিখেছেন মেঘ (তারিখ: সোম, ২৭/০৮/২০০৭ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এত বলে যাই তবু না ফুরায় মিথ্যের বাহারি ঝুড়ি
যুবরাজ এবং বেগম সাহেবার দয়ায় আজ আমি উ
তাই তো এত সমস্যার মাঝেও তাদের নেই
কোন আহাজারি
বেগমের করতে হয় না কোর্টকাচারি
মুখে বলি সমান আইন সমান
কাজে দেই উল্টো নিধির প্রমাণ
যুবরাজ মহাসুখে জেল নামক বেহেশতে
বেগম টেলিকনফারেন্সে গড়ে যাচ্ছেন জবরদস্ত রিশতে
প্রতিদ্বন্দ্বীকে রেখেছি উপকারাগারে
সময় হলে বেগম যুব 'জাম আসবে আবার
হাতে হাত ধরি, ততোদিন আমি ত্রাণ ত্রাণ খেলা খেলি
৮২অংকে কেইস মারি, আমি উ তিনপকেটে রাখি শক্তি
কে আছিস দূরাচার আমায় করবি না ভক্তি!


মন্তব্য

শেখ জলিল এর ছবি

অভিবাদন, হে কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।