১০ | লিখেছেন অতিথি (এহেছান লেনিন) (যাচাই করা হয়নি) (তারিখ: বুধ, ০৫/০৯/২০০৭ - ১১:৩৫পূর্বাহ্ন)
তুমিন তুমি সুস্থ্য হয়ে ওঠো, দেখিয়ে দাও আমিও সুস্থ্য হতে পারি। আমার বিশ্বাস এই মিষ্টি তুমিন সুস্থ্য হয়ে ওঠবে।
আমার ছোট বোন এ্যানি। কুমিল্লা মেডিকেল থার্ড ইয়ারে। ও যখন ফার্স্ট ইয়ারে তখন হঠাৎ করেই ধরা পড়ে ক্যান্সার। হডজ কিন লিম্ফোমা। ওর মনে ছিল প্রচণ্ড বিশ্বাস-আমি সুস্থ্য হয়ে ওঠবোই।
সেই এ্যানি এখন সুস্থ্য। ওর ফার্স্ট প্রফ খুব ভালো করেই উৎরিয়ে গেছে। ৯টি ক্যামোর পরও একটি দিনও ও লস দেয়নি।
তুমিনও সুস্থ্য হয়ে উঠবে। যাদের পরিবারে এমন একটি দুর্যোগ আসে আমি অনুভব করতে পারি এর অনুভূতি কেমন হতে পারে।
১২ | লিখেছেন অতিথি(রেনেসা) (যাচাই করা হয়নি) (তারিখ: বুধ, ০৫/০৯/২০০৭ - ৪:২৪অপরাহ্ন)
ছোট বোন তনিমার ফোন, গত রাতে
ভাইয়া তুমি কেমন আছ
ভাল, তুমি কেমন আছ
ভাল না, তোমার সাথে কথা নেই
কেন, কি হয়েছে
তুমি শবেবরাতে আসনি কেন?
ও, তাই। (চোখে পানি এসে যায়, ও এত সুন্দর করে ভাইয়া বলে ডাকে, অথচ অনেক দিন ধরে দেখিনা। চাকরী, চাকরী মনে হয় চাকরীটাই ছেড়ে দেই। এটা কি কোন জীবন)।
এটা হতে পারে না যে, তুমিন তার ভাইয়াকে ফোনে বলবে না, ভাইয়া তুমি আজকে আব্বুর সামনে এসোনা, তোমার উপর সে রাগ করেছে। তুমিনের একটা ফোন, একবার ভাইয়া ডাক যে কী, তা থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করবে না, এই বিশ্বাসটা একোবে গভীর থেকে। কোন ভাইকে আল্লাহ এত কষ্ট দিতে পারে না।
কিছু বলার নাই...নিরবে প্রার্থনা করে গেলাম ...জানি না আমার মত খারাপ মানুষের দোয়ায় কিছু হবে কি না। আমি বরং কিছু ভাল মানুষকে অনুরোধ করব বাবুটার জন্য যেন অন্তর থেকে দোয়া করে।
সুস্থ হয়ে ওঠো তুমিন বাবুনি।
১৪ | লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ০৫/০৯/২০০৭ - ৮:২৫অপরাহ্ন)
কিছু বলার নাই...নিরবে প্রার্থনা করে গেলাম ...জানি না আমার মত খারাপ মানুষের দোয়ায় কিছু হবে কি না। আমি বরং কিছু ভাল মানুষকে অনুরোধ করব বাবুটার জন্য যেন অন্তর থেকে দোয়া করে।
সুস্থ হয়ে ওঠো তুমিন বাবুনি।
মন্তব্য
মেঘা আপু, ছবি আসে নাই তো ....
ধৈর্য হারাবেন না। সাধ্যমত চেষ্টা করি আমরা। তারপর আল্লাহর ইচ্ছা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মেঘ
http://www.somewhereinblog.net/blog/meghkanyablog/28729450
যদি ছবি দখো না যায় , কষ্ট করে এখানে পৃথিবীর অন্যতম সুন্দর বাচ্চার ছবি দেখে নবিনে প্লীজ। বাবুটা লিউকেমিয়ার সাথে লড়ছে লন্ডনে।
মেঘ
ছবি ঠিক করে দিলাম। তুমিন সুস্থ হয়ে উঠুক - এই কামনা রইল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সুস্থ হয়ে উঠুক তুমিন....
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
পরম করুণাময় তার মমতাময় ছায়া এই শিশুটির দিকে প্রসারিত করুন।
তাকে সুস্থ করে তার বাবা মা'র কাছে ফেরত দিন,অন্তরের অন্ত:স্থল থেকে এই দোয়া করি।
-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
প্রার্থণা করি যেন তুমিন সুস্থ হয়ে বাবা-মা'র কোলে ফিরে যেতে পারে।
কি মাঝি? ডরাইলা?
ইনশাল্লাহ, তুমিন অবশ্যই এই ছবিটার মতোই সুস্থ হবে আবার।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
তুমিন নিশ্চই আবারও এভাবে হাসবে সে প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।
--------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
তুমিন তুমি সুস্থ্য হয়ে ওঠো, দেখিয়ে দাও আমিও সুস্থ্য হতে পারি। আমার বিশ্বাস এই মিষ্টি তুমিন সুস্থ্য হয়ে ওঠবে।
আমার ছোট বোন এ্যানি। কুমিল্লা মেডিকেল থার্ড ইয়ারে। ও যখন ফার্স্ট ইয়ারে তখন হঠাৎ করেই ধরা পড়ে ক্যান্সার। হডজ কিন লিম্ফোমা। ওর মনে ছিল প্রচণ্ড বিশ্বাস-আমি সুস্থ্য হয়ে ওঠবোই।
সেই এ্যানি এখন সুস্থ্য। ওর ফার্স্ট প্রফ খুব ভালো করেই উৎরিয়ে গেছে। ৯টি ক্যামোর পরও একটি দিনও ও লস দেয়নি।
তুমিনও সুস্থ্য হয়ে উঠবে। যাদের পরিবারে এমন একটি দুর্যোগ আসে আমি অনুভব করতে পারি এর অনুভূতি কেমন হতে পারে।
তুমিন সুস্থ্য হবেই। হবেই।
তুমিনের জন্য ভালবাসা।
এত ভালবাসা নিয়ে ওকে সুস্থ হয়ে উঠতেই হবে!
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
ছোট বোন তনিমার ফোন, গত রাতে
ভাইয়া তুমি কেমন আছ
ভাল, তুমি কেমন আছ
ভাল না, তোমার সাথে কথা নেই
কেন, কি হয়েছে
তুমি শবেবরাতে আসনি কেন?
ও, তাই। (চোখে পানি এসে যায়, ও এত সুন্দর করে ভাইয়া বলে ডাকে, অথচ অনেক দিন ধরে দেখিনা। চাকরী, চাকরী মনে হয় চাকরীটাই ছেড়ে দেই। এটা কি কোন জীবন)।
এটা হতে পারে না যে, তুমিন তার ভাইয়াকে ফোনে বলবে না, ভাইয়া তুমি আজকে আব্বুর সামনে এসোনা, তোমার উপর সে রাগ করেছে। তুমিনের একটা ফোন, একবার ভাইয়া ডাক যে কী, তা থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করবে না, এই বিশ্বাসটা একোবে গভীর থেকে। কোন ভাইকে আল্লাহ এত কষ্ট দিতে পারে না।
কিছু বলার নাই...নিরবে প্রার্থনা করে গেলাম ...জানি না আমার মত খারাপ মানুষের দোয়ায় কিছু হবে কি না। আমি বরং কিছু ভাল মানুষকে অনুরোধ করব বাবুটার জন্য যেন অন্তর থেকে দোয়া করে।
সুস্থ হয়ে ওঠো তুমিন বাবুনি।
দৃশা
কিছু বলার নাই...নিরবে প্রার্থনা করে গেলাম ...জানি না আমার মত খারাপ মানুষের দোয়ায় কিছু হবে কি না। আমি বরং কিছু ভাল মানুষকে অনুরোধ করব বাবুটার জন্য যেন অন্তর থেকে দোয়া করে।
সুস্থ হয়ে ওঠো তুমিন বাবুনি।
দৃশা
প্রার্থনা রইল তুমিনের প্রতি মুখটা যেন অমন হাসি হাসিই থাকে সবসময়।
××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
নতুন মন্তব্য করুন