সচলায়তনে বাংলা বানান পরীক্ষক যুক্ত হয়েছে। আমি আওয়াজ দিয়েছিলাম। আমাকে দেওয়া হয়েছে কিনা দেখবার জন্য এটা লিখলাম। কিন্তু বানান চেক করতে গিয়ে দেখলাম দেওয়া হয়নি বা আমি এখনো বুঝে উঠতে পারিনি ওটা কী করে কাজ করে। এখন কী আর করা লিখে যখন ফেলেছিই তাই পোষ্ট করে দিলাম। এটা মৌলিক নয়। এখান থেকে ওখান থেকে যোগাড় কর। ( তবে সত্যি কাজ করে)
আমার ননদ সেলিনা সুলতানার এই বিষয়ের উপর আস্ত একখানা বই-ই আছে। "রান্না ঘরের টুকিটাকি" নামে। সুতরাং এর অনেক গুলিই হয়ত অনেকেই জানেন।
(কিছু ঘরোয়া টোটকা যা সত্যি কাজ করে।)
১. যাদের পায়ে দুর্গন্ধ হয়, তারা একটা ওয়াস ক্লথে( wash cloth) ভোদকা (vodka)দিয়ে ভিজিয়ে পা ভালো করে মুছে তারপর মোজা জুতো পরবেন। পায়ে এক্কেবারে গন্ধ হবেনা। আম জনতার জন্য, ভোদকার পরিবর্তে রাবিং এ্যলকোহল(rubbing alcohol) ব্যবহার করা যায়। তবে একটু কম কাজ হবে।
২. দুশ্চিস্তা থেকে মাথা ব্যথা হলে দাঁত দিয়ে একটা পেন্সিল চেপে ধরুণ, কামড়াবেন না। তাতে ধীরে ধীরে আপনার 'জ' ম্যাসল রিলাক্স করে দিয়ে মাথা ব্যথা সেরে যাবে।
৩. ডেইটে (date) যাবেন? বান্ধবীকে চুমু খাবার ইচ্ছা আছে! যাবার আগে আধা কাপ টক দই খেয়ে যাবেন। চার/পাঁচ ঘন্টা ব্যড ব্রেদ (bad breath) নিয়ে দুঃচিন্তা করতে হবেনা।
৪. ব্লিসটার বা ফোস্কা (blister) সারাতে ব্যবহার করুণ লিসটারিণ। একটা তুলোর বল লিসটারিণে চুবিয়ে দিনে তিন বার করে ব্লিসটারের উপর প্রলেপ দিন যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়।
৫. পায়ে ব্যথা হলে পায়ের পাতার তলায় টেনিস বল দিয়ে রোল করুন এক মিনিট করে। এই ভাবে পাঁচ বার করুণ। আর যদি পা জ্বালা পোড়া করে তবে টেনিস বলের জায়গায় ঠান্ডা ক্যান ব্যবহার করুণ।
৬. একজিমা (Eczema) সারাতে অলিভ ওয়েল খুব ভালো কাজ দেয়। সরাসরি ইনফেকটেড জায়গায় লাগাতে থাকুন। ভালো হয়ে যাবে।
৭. এক চামচ শুকনা চিনি সরাসরি গিলে ফেলুন। হিচকি (Hiccups) চলে যাবে।
৮. হেড ফোন কানে দিয়ে প্রতিদিন ৩০ মিনিট করে নিজের পছন্দের নরম ও হালকা সুরের গান শুনুন। ধীরে ধীরে লম্বা নিঃশ্বাস নিন। এক সপ্তাহে দুই থেকে ছয় পযেণ্ট বি পি কমে যাবে। এক মাসে কমাতে পারবেন আট/দশ পয়েন্ট।
৯. যাদের নোখ ড্রাই ও খুব সহজে ভেঙ্গে যায়, তারা ঘুমোতে যাবার আগে হাতে ভেজলিন মেখে গ্ল্যফ্স পরে নেবেন। এক সপ্তাহের মধ্যে ফল পাবেন।
১০. খুব গরম খাবার মুখে দিয়ে জিব পুড়িয়ে ফেলেছেন? এক চামচ আইসক্রিম মুখে দিয়ে চেপে রেখে ওটাকে গলতে দিন। তারপর গিলে ফেলুন। ২/৩ বার করুণ। ভালো হয়ে যাবে।
১১. ট্রাফিক জ্যামে অসহ্য লাগছে? পেপরমেন্ট বা একটুকরো দারুচিনি মুখে ফেলে রাখুন। আঙজাইটি ( anxiety) হবে না।
১২. দাঁত ভালো ও সাদা রাখতে কামড়িয়ে কামড়িয়ে আপেল খান প্রতিদিন একটা করে। দাঁত হবে উজ্জল, সাদা, দাঁতের ব্যথা ও দুর্গন্ধ হবেনা। আবার বেকিং সোডা ও সঙ্গে দুই তিন ফোঁটা হাইড্রজেন প্রোক্সাইড (hydrogen peroxide) মিশিয়ে দাঁত মাজলেও একই ফল পাবেন। তবে হালকা গরম পানিতে ভালো করে মুখ ধুয়ে নেবেন। দেখবেন পেটে যেন না যায়।
১৩. ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের কাছে যাবার আগে এটা করে দেখতে পারেন। আট আউন্স (এক গ্লাস) পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন দু্ই বার করে পান করুণ। ভালো ফল দেবে।
১৪. যে কোন কাঁটা ছেঁড়ায় লবঙ্গের গুঁড়ো ছিটিয়ে দিন। ইনফেকশন হাত থেকে বেঁচে যাবেন। এক বোতল লবঙ্গ তেল হাতের কাছে রাখা ভালো, এন্টি ইচিং, এন্টি বার্নিং ও এনটিসেপট্কি হিসেবে খুব কাজে দেয়।
১৫. রোঁদে পোড়া ভাব কমাতে, এবং নরম, মৃদুল ও উজ্জল ত্বকের জন্য দুই টেবিল চামচ পেঁপে বাটা, এক টেবিল চামচ ওটমিল মিশিয়ে একটা পেষ্ট বানিয়ে মুখে মেখে রাখুন তিরিশ মিনিট। তারপর ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে ঘসে ঘসে তুলে ফেলুন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করুণ।
১৬. আঁচিল বা Warts সারাতে ডাক্ট টেপ ব্যবহার করে দেখতে পারেন। আশ্চর্য ফল পাবেন। জায়গাটা পরিষ্কার করে ডাক্ট টেপ (Duet tape) গোল করে কেটে ওয়ার্টের উপর লাগিয়ে হাত দিয়ে র্যাব করে লাগিয়ে রাখুন। তিন দিন পর পর টেপ বদল করুণ। ডেড স্কিন লেইল ফাইল দিয়ে পরিষ্কার করুণ। এই ভাবে রিপিট করতে থাকুন।
১৭. ড্যায়বেটিস কমাতে এক চামচ দারুচিনি গুরো ও এক চামচ (খাঁটি ওয়াইল্ড মধু) মধু মিশিয়ে রুটি দিয়ে খাবেন প্রতিদিন সকালে। সেই সংগে খাবেন জ্ববা ফুলের চা। (জ্ববা ফুলের পাপড়ি শুকিয়ে নিজেই বানিয়ে নিতে পারেন)
১৮. চালে পোকা যাতে না ধরে তার জন্য চালের টিনে যেকোন তীব্র গন্ধযুক্ত (তেজপাতা বা রোজমেরির ডাল বা লেবু পাতা) পাতা দিয়ে রাখুন। পোকা হবেনা।
১৯. খাবার পানির বোতলে বা জগে একটুকরো লেবু চিপে খোসাটা ফেলে রাখুন। শরীর থেকে টক্সিট কমাতে এর জুরি নেই।
২০. চুল ধুয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুণ এক কাপ কালো চা সঙ্গে এক টেবিল চামচ ভিনেগার বা লেবুর রস। চুল হবে উজ্জল ও ঝরঝরে। আর চুলে খুসকি হবেনা।
আজ এটুকুই থাক।
মন্তব্য
ইন্টারেস্টিং। দেখি ট্রাই করতে হবে। পায়ের পাতার চামড়া এত ড্রাই যে সহজেই ফেটে যায়, এর সমাধান কী ভাবি?
পা অপরিষ্কার থাকলে পায়ের পাতার চামড়া ড্রাই হয়ে যায়। তা ব্রাদার বিয়া শাদী করছেন? না এখনো আজান দিয়া খান? বউ থাকলে পাও দুইখান বউ এর হাতে ধরাইয়া দেন। বেচারী ঘইসা মাইজ্জা ঠিক কইরা দিবে। আর না থাকলে কী আর করা ভাবির টোটকা ফলো করেন।
দু'পা ভেজানো যায় এমন একটা পাত্রে গরম পানি, এক টেবিল চামচ লবন ও খানিকটা শাম্পু মিশিয়ে পা ডুবিয়ে টিভি দেখুন বা সচল পড়তে থাকুন। পানি ঠান্ডা হয়ে গেলে ঝামা দিয়ে( ফুট স্টোন, ওয়ালমার্টে পাবেন, দাম ৯৯ সেন্ট) আচ্ছা করে ঘসে ঘসে পরিষ্কার করুণ। তারপর শুকনো তোয়ালে দিয়ে পা মুছে পেট্টোলিয়াম জেলী (petroleum jelly) লাগিয়ে সুতির মোজা পরে ঘুমাতে যান। প্রথম মাসে সপ্তাহে একবার। পরের মাসে দু'সপ্তাহ পর একবার। তারপর মাসে একবার করে করবেন। আর যেটা সবসময় করবেন সেটা হলো গোসলের পর পেট্টোলিয়াম জেলী লাগাবেন। খুব ঝামেলা মনে হচ্ছে? তাহলে
পারলার এ যান। সুন্দরী বালিকারা নগদ কড়ির বিনিময়ে আদর করে করে দেবে।
--------------------------------------------------------------------------------
২ আর ৮ এ কি আসলেই কাজ দেয়? আপনি চেষ্টা করে দেখেছেন কখনো?
আমি অবশ্য ৮ চেষ্টা করি, তবে সফট মিউজিক দিয়ে না, বরং উলটো। মেটালিকা থেকে শুরু করে সেপালটুরায় গিয়ে থামি। কাজের কাজ যা হয়, মেজাজ আরো খারাপ হয়ে যায়!! ইদানিং গেম খেলার চেষ্টা করে দেখছি...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
-এটা আমি পেযেছি আমার ডাক্তারের কাছ থেকে। আমি যে কী পরিমান উপকার পাই এটা থেকে, বোঝাতে পারবোনা। আমার দুশ্চিস্তার পারদ যে কোথায় থাকে তা তো আর বলার অপেক্ষা রাখেনা।
বা রে বিপি বেড়ে গেলে তো ডাক্তার ঘুমের ঔষধ দেয় তাইনা? কেন? যাতে করে আপনি বিশ্রাম (relaxed) করতে পারেন। মেটালিকা থেকে শুরু করে সেপালটুরা শুনলে কেমনে হবে রে ভাই?
--------------------------------------------------------------------------------
কাজে লাগবে
আর টক দৈ এ উলটা ইফেক্ট হওয়ার কথা মনে হচ্ছে
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
সেটা কী? চুমু না খাবার ইচ্ছা হওয়া?
--------------------------------------------------------------------------------
- ভোদকা হাতের কাছে পেলে পাবলিক তা দিয়ে পা মুছবে? পাবলিক এতোই বোকা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লাইক মারলাম।
তোমাদের সন্যাসীর কাছে শুনেছি ওদের ওখানে সকালে উঠে মুখ ধোবার জন্য পেষ্ট/ব্রাশ না পেলে ওরা ভোদকা দিয়ে মুখ ধোয়। তাহলেই বোঝ!
ভোদকা দিয়ে পা মোছা বোকা পাবলিকের জন্য।
আর তোমাদের জন্য তো রাবিং এ্যলকোহল আছেই। প্রথমে ভোদকাটা পান করবে তারপর রাবিং এ্যলকোহল দিয়ে পা মুছবে। ঠিকাছে!
--------------------------------------------------------------------------------
দারুণ কিছু টিপস! কিছু আগে থেকেই জানতাম...পেন্সিল দাঁত দিয়ে চেপে ধরে মাথা ব্যাথা সারানো ব্যাপারটা দারুণ লাগলো!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
আমার খুব কাজে দেয়।
--------------------------------------------------------------------------------
দারুণ, ট্রাই করতে হবে কিছু। তবে দুইটা কথা...
ভোদকা অতি পবিত্র জিনিস, এটা পায়ে না মেখে উদরে ধারণ করলে উপকার আরো বেশি হবে।
দই খেলে মুখে অন্য গন্ধ দূর হলেও একটা দই দই গন্ধ থাকতে পারে, সিওর না বান্ধবী এতে মোহিত হবে কীনা। একটা মিন্ট লজেন্স অথবা চুইংগাম বরং বেটার
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
- এতো কিছুর কী দরকার? আরামসে কয়েক ঢোঁক তিঁতকুটে জনি ওয়াকার গলায় ঢেলে গেলেই হবে। এতে করে দুইটা লাভ, এক- ব্যাড ব্রেথের চিন্তায় মাথা ঘামাতে হবে না, আর দুই- যার সাথে ডেইটে যাবেন তাকে চুমু খাবেন কি খাবেন না, এই টেনশনেও পড়তে হবে না। ডেইটে গিয়েই কটাশ কটাশ করে চুমু টুমু খেয়ে ফেলতে পারবেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আর বান্ধবীকে কয়েক ঢোক হুইস্কি খাওয়ালে আরো ভালো ফল পাওয়া যেতে পারে
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হ্যাঁ, রতনে রতন চেনে!
--------------------------------------------------------------------------------
- ঠিক, মেঘ না চাইতেই ঝুমায়ে বৃষ্টি নামতে পারে তখন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চুমু খেতে ছেলেদের আবার টেনশন লাগে নাকি? এতোদিন তো জানতাম ছেলেদের ওটাই প্রধান খাদ্য!
--------------------------------------------------------------------------------
মুখে দুর্গন্ধ হয় পেটে সমস্যা থাকলে। টক দই সাময়িক ভাবে সেটকে কুল ডাউন করে। টক দই খেয়ে পানি, চুইংগাম বা সিগেরেট খাওয়া যাবেনা এমন কথা তো বলা হয়নি। আর তুমি কতক্ষণ ধরে গাম চাবাবে? চাপা ব্যাথা হয়ে যাবেনা? তবে মিন্ট লজেন্সের আইডিয়াটা খারাপ না। বেশ ঠান্ডা ঠান্ডা চুমু! তবে তোমাকে একটানা মিন্ট লজেন্স চুশেই যেতে হবে কিন্তু!!
--------------------------------------------------------------------------------
১১, ১২ কাল থেকেই আশা করি কাজে লাগাবো।
৩ পছন্দ হইছে, মাথায় রাখতে হবে। দরকার মত প্রয়োগ।:D
কাজের ...
কিন্তু পেনসিল তো প্রায় খেয়ে ফেললাম
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ডলার স্টোরের পেন্সিল নয়তো?
আপনার মনে হয় মাথা ব্যাথাটা, দুশ্চিস্তা থেকে নয়।
--------------------------------------------------------------------------------
দারুণ মজা পাইলাম পড়ে!
এমন লেখা আরো চাই।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
মজা পাইলেন কয় নাম্বারে?
--------------------------------------------------------------------------------
খুবই দরকারী পোস্ট। কিন্তু এক নম্বরে ব্যাপক আপত্তি আছে! ভোদকা খাইতে পাই না আর আপনে পায়ে ঢালতে কন?
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দেশে যদি আসি আপনার জন্য এক গ্যালন ভোদকা নিয়ে আসবো। প্রমিস। পেট ভরে খাওয়ার পরও যাতে করে হাতে পায়ে মাখতে পারেন। ইয়ে মানে আপনার পায়ে কী
খুব -----?
--------------------------------------------------------------------------------
ইয়ে মানে বলছিলাম কি... মানে হলো গিয়ে... কেমন আছেন ভাবী? মানে বলছিলাম কি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গান শুনে আমার বিপি কমবে বলে মনে হয় না, রক্তে শর্করা বেড়ে গেছে, মোটা হইবার অন্যতম কুফল।
ভাবী, ব্লগ পড়লে কি বিপি কমার কোন চান্স আছে? খুব মনোযোগ দিয়ে? )
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বাহ দারুন কাজের জিনিস।
১৬। "ডেড স্কিন লেইল ফাইল দিয়ে পরিষ্কার করুণ" ...... এই "লেইল ফাইল" জিনিসটা কী?
আর ফেইস এ টেপ লাগিয়ে ৩ দিন রাখতে হলেতো মুস্কিল। অফিস, রাস্তা-ঘাটে চলাফেরা করা আনইজি।
সবার আগে যেটা করা দরকার তিথিকে রান্না বান্না বন্দ করতে হবে। ও মন টেবিল ভরে সুস্বাদু খাবার রান্না করলে তোমার কী দোষ? ভালো খাবার পেলে তুমি তো খাবেই। তুমিও তো মানুষ!
ভাইরে, মনোযোগ দিয়ে ব্লগ না পরে মনোযোগ দিয়ে বউয়ের সাথে সময় কাটাও। শুধু বিপি ? আরো কত কিছু কোমবে, !
--------------------------------------------------------------------------------
দারুণ কাজের পোস্ট।
১. মানে বলছিলাম ভদকা গেলার বদলে পায়ে মাখানোর দরকার কী? রাশান হলে না হয় কথা ছিল! আমরা বাঙালি, আমাদের পায়ে গন্ধ হলে হোক না, তাই বলে পেটের লক্ষী পায়ে ঠেলব?
২. অসহনীয় মাথাব্যথার কারণটা হাবিব মহাজন নামের এক ব্লগার বছর তিনেক আগেই বলে দিয়েছিলেন। তাই যে কোন প্রকারের মাথাব্যথায় (সহনীয়/অসহনীয়) ওই একটা পদ্ধতিই প্রয়োগ করে যাচ্ছি দীর্ঘ দিন ধরে।
৩. কার বান্ধবীকে চুমু খাওয়ার কথা বললেন তা পরিষ্কার হল না! নিজের বান্ধবী হলে এত কষ্ট করে কে? আর পরের বান্ধবী হলে দরকার পড়লে পকেটে ব্রাশ-পেস্ট নিয়ে ঘুরবো।
এইটুকু লিখতেই কাহিল হয়ে পড়েছি। বাকিগুলো ভবিষ্যতের জন্য তোলা থাক।
কি মাঝি, ডরাইলা?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইয়ে মানে... বেশি করে ভোদকা খেয়ে নিলে চলবে না?
টক দই নাহয় দোকান থেকে কিনে নিলাম, এখন বান্ধবী পাই কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মাথা ব্যথারটা কাজে দেবে বোধহয়... আচ্ছা, মাথা ব্যাথা রোদ থেকে হলে কী করবো- এই জাতীয় কোন টোটকা আছে নাকি ??
_________________________________________
সেরিওজা
দারুন কাজের জিনিষ পোষ্ট করেছেন।
আমার কয়েকটা কাজে দেবে নিশ্চিত।
নতুন মন্তব্য করুন