ছড়া

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২২/০৫/২০১৪ - ৪:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জুবায়ের কখনো কখনো সখের বসে কবিতা লিখতো, মুখে মুখে রচিত কবিতা আবৃতি করে শোনাতো, সে সব আমি জানি। কিন্তু জুবায়ের যে কখনো ছড়া লিখতো বা লিখেছিল, সেটাই আমার জানা ছিল না। এবার ঢাকা থেকে ওর প্রকাশিত হওয়া বেশ কিছু পুরনো লেখার কাটিং (যে সব কিনা ওর বোন ঝর্ণা সংগ্রহ করে রেখেছিল।) সাথে করে নিয়ে এসেছিলাম।
সে সব ঘাটতে গিয়েই এই ছড়াগুলি পেলাম। কাগজের টুকরোগুলি খুবই পুরনো হয়ে গেছে। কিছু কিছু লাইন এক্কেবারে ঝাপসা। আর কিছুদিন পর হয়ত একেবারেই নষ্ট হয়ে যাবে। এসব ওর কোন বয়সে লেখা তাও জানিনা। তবে ওর ১৯-২০ বছর বয়সের এদিক ওদিকে লেখাগুলি ছাপা হয়েছিলো।

আজ ওর জন্মদিন। ওকে স্মরণ করে ওর জন্মদিনের উপহার হয়ে রইলো ছড়াগুলি।

ছড়া

মুহম্মদ জুবায়ের

এক.
(২৪.১.৭৫ কচিকন্ঠে প্রকাশিত)

ছেলে ঘুমালে পাড়া জুড়াবে কে বলেছে কে
হাজার ছেলে ঘুমিয়ে গেলো হিসেব দেবে কে।

আমার বুকের সোনার মানিক পথের ধুলায় লুটায়
মাথার ওপর কাক শকুনী নিজের আখের গুটায়।

ভিটেমাটি সব তো গেছে কি আর আছে বল
চকচকে এই কাস্তেখানা করেছি সম্বল।

দুই.
(৯.৯.৭৪ জনপদে প্রকাশিত)

গোলাপ যতো হচ্ছে লোপাট
হচ্ছে বাগান খালি
হঠাৎ ঝড়ে ঝরলো বকুল
পড়লো চোখে কালি।
চারদিক সব শূন্য ধু ধু
কেবল ফাঁকা ফাঁকা
শূন্য দেশে এখন শুধু
হৃদয় জ্বেলে রাখা।

তিন.
(১.১১.৭৪ গনকন্ঠে প্রকাশিত)

আমরা না হয় সব পেয়েছি
তাতেই এমন কি
আয় না সবাই চোখে তোদের
ঠুলি বেঁধে দি’।
দেখাদেখি নাই বা হলো
আমরা কি আর মন্দ
এই হয়েছে বিপদ ভারী
কেবল করিস সন্দ’।

চার.
(১৫.৫.৭৪ চাঁদের হাট/পূর্বদেশ)

রাগেন বাগেন লাফান বেজায়
ও পাড়ার ওই আমলা
বললো সবাই, কি জ্বালাতন
আমলাটারে সামলা।
‘সামলাতে চায়’ স্পর্ধা ভারী
ভাবেন এবার আমলা।
অবশেষে ধমকে ওঠেন
ঠুকেই দেবেন মামলা।


মন্তব্য

চরম উদাস এর ছবি

ভালো থাকুন প্রিয় জুবায়ের ভাই
শুভ জন্মদিন

সবজান্তা এর ছবি

চারটা ছড়াই স্যাটায়ার গোছের। সচলায়তনে জুবায়ের ভাইয়ের স্যাটায়ার ধাঁচের কোনো লেখা এর আগে পড়েছি বলে মনে পড়ে না। ছোট,কিন্তু ধারালো ছড়াগুলি পড়ে ভালো লাগলো।

ছড়াগুলি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাবী। আর,

শুভ জন্মদিন জুবায়ের ভাই।

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন জুবায়ের ভাই।

ছড়াগুলোর জন্য অনেক ধন্যবাদ ভাবী।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ত্রিমাত্রিক কবি এর ছবি

শুভ জন্মদিন জুবায়ের ভাই

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

এক লহমা এর ছবি

শুভ জন্মদিন তাঁকে।
তাঁর এই ছড়াগুলি আমাদের কাছে এনে দেয়ার জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জুবায়ের ভাইকে মনে পড়ে।
অদেখা মানুষটি ভালোবাসা এবং শোকে বিহবল করেছেন আমাদের।
জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি, আমি নিশ্চিত তিনি দেখছেন আমাদের---

মেঘলা মানুষ এর ছবি

তাঁর জীবদ্দশায়, তাঁর লেখা পড়ার সৌভাগ্য হয়নি।
শ্রদ্ধা রইল তাঁর প্রতি।

হাসিব এর ছবি

অনেকদিন হয়ে গেল মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।