নিতান্তই ব্যাক্তিগত প্রলাপ...

আরিফুর রহমান এর ছবি
লিখেছেন আরিফুর রহমান [অতিথি] (তারিখ: শনি, ১৮/১০/২০০৮ - ৭:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগ মানে নাকি ওয়েব লগ। মানে অনলাইনে উঠায়া রাখা ডায়েরি আর কি!

বহুতদিন পর মনে হৈল একটু ডায়রী লেখি।

আইজকাল দুনিয়ার অবস্থা ভালা না। সবার মইদ্যেই কেমন একটা মনমরা ভাব। গন-ডিপ্রেসনে ভুগতেসে পুরা দুনিয়াটা। বড় বেশি ম্যানিপুলেশন, খালি কন্ট্রোল করে পাওয়ারে থাকা লুকগুলা। পাবলিকের কিসুই করনের নাই। পাবলিক আগে ছিলো নাকি 'শক্তির উৎস' এখন তারা শুধুই দুধেল গাই। গাই পালের 'মালিকপক্ষ' দুইয়া দুইয়া প্রত্যেকটা ওলান মরুভুমি বানায়া দিসে। দুইন্নার পাবলিকের তাই আর মন ভালো নাই।

'উন্নত' বিশ্বে সবকিছুই উন্নত, খালি শান্তি বাদ দিলে। আমরা মনে করতাম অনুন্নত দেশে বুঝি শান্তি আছে, তাও এখন আর নাইরে ভাই। সব বানের জলে ভাইসা গেছে। সমাজে এতো অস্থিরতা, মানুষ এতো অসুখী! ক্যান? কেমনে কৌম...!

দুনিয়ার সব লুক কয়দিন পরে সিঙ্গল লাইফ কাটাইবো। কারন সিস্টেমের দরকার শ্রমিক। বিরাটবিদ্যালয় থেইকা পাস দিয়া যেই পুলা বাইরাইলো, মনে ভাব হেন করেঙ্গা, তেন করেঙ্গা.. সিস্টেমে পইড়া কয়দিন পড়েই সে পুরা লেত্তুইরা হয়া যায়!

ক্যাপিটালিজম চায় সিঙ্গল পাবলিক্। কারন সিঙ্গল হইলে সবদিকে বিজনেস। এরা সারাদিন কাম করবো, বিকালে অফিস শ্যাষে করনের কিসু নাই, কারন তার কেউ নাই। থাকে আজনবী শহরে, একলা বাসা ভাড়া কইরা। প্রতিবেশীগো চেহারা দেখলেও তার গা জ্বালা করে্। সুতরাং দিলের জ্বালা ভুলাইতে সে যায় 'বুউজ' টানতে। আধা টাল হৈয়া ফিরনের সময় প‌্যাটে খিদা লাগলে দুকানের থন্‌ প‌্যাকেন খাবার বাড়িত নিয়া কুনুমতে গলা দিয়া চালান কৈরা দিয়া ঘুমাইতে যায়। পরেরদিন একই থুর বড়ি খাড়া।

হফতার শেষে আসে বেচারার উইকেন্ড। শুক্কুরবার রাইতে ক্লাবে যায়, মাইয়া, পুরুষ... খোঁজে দুইদিনের সঙ্গী। মাতাল হৈয়া ঝাঁইঝমঝম বাদ্যের তালে দুলতে থাকে, কাতারে কাতারে। রাইত ভোর হইলে যাগো কপাল ভালো, তারা ঘুম ভাইঙ্গা দেখে পাশে শুইয়া আছে কেউ একজন, গেল হপ্তারটার লগে যার কুনু মিল নাই! বুক ফাইট্টা দীর্ঘশ্বাস বাইরাইয়া আসে তার। ধাপ কৈরা বালিশে পৈরা গিয়া খাঁ খাঁ ছাদের দিকে তাকায়া ভাবতে চেষ্টা করে...বাঁইচা থাইকা কি লাভ....। সেইই তো ঘানিতে বান্দা বলদ... ঠেলতেই থাকো ঘুরতেই থাকো....ঠুলি পৈড়া...

ক্যাপিটালিজম... নিয়া যাতৈছে আমাগের বুকের ভিতর থেকে যা ছিলো আদরের... খোকলা খোলটা নিয়া জুইড়া দিতাছে মিশিঙের লগে।

হ! আমরা এখন একপাল খোকলা মরা লাশ.. হাইটা বেড়াই, কাম করি দিনমান... ঘুমাই, কম্পিউটারে লাগাই।
লাইফের মানেটা কি... কন্‌তো দেখি...


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

এইদিন ও একদিন বদলাবে ।
মানুষ মানুষকে দাস বানায়- এই অশ্লীলতা থেকে ও তো মানুষ বেরিয়ে আসতে পেরেছে । শ্রেনীহীন সমাজের স্বপ্ন ও তো এই মানুষই দেখেছে ।
তাই এইদিন বদলাবেই ।

কিন্তু আমি নিজেও একটু স্বার্থপরের মতো হতাশ হই । আমার সময়কালে তো দিন বদলালো না, নিদেন পক্ষে দিন বদলের কোন উদ্যোগ ও তো গড়ে উঠলোনা কোথাও ।
একটা মানুষ জীবন কেটে গেলো হুদাহুদিই , ব্যক্তিগত স্বার্থভাবনার বাইরে যে জীবনে আর কিছু করার সুযোগ ছিলোনা ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কবি এর ছবি

এইডা তো বিদেশী জীবনের কতা কইলেন? দেশে তো এখনো এগুলা হয় নাই।

গরীব দেশের কাহী্নি কইলাম আরো করুন। সেখানে সাথে চলে আসে পরিবার-এর কথা।

সেসব নিয়ে লিখেন এক দিন।

পান্থ রহমান রেজা এর ছবি

ভাইরে দিন তো বদলাবোই। এই স্বপ্ন নিয়াইতো এখনো বাঁইচ্যা আছি। কয় কবে হইবো তাই ই জানি না। কেবল শুধু জানি বদলাইবো।

রণদীপম বসু এর ছবি

অস্থির সময়ের একপাল ব্যাঙাচি আমরা বদ্ধ জলে হুটপাট করি কিছুক্ষণ। একসময় ফুরিয়ে যায় জীবনের দৈর্ঘ্য। হয়তো তখনই খেয়াল হয় য়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম।
কিছু পেতে হলে আগে স্বপ্ন দেখতে হয়। তা সে যত আজগুবিই হোক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"কিছু পেতে হলে আগে স্বপ্ন দেখতে হয়। তা সে যত আজগুবিই হোক।"
আমি আপনার সাথে ১০০% একমত, রণদা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুজিব মেহদী এর ছবি

দিন আসবেই দিন আসবেই দিন সমতার।
-- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।