চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি পাওয়া গেছে।

আরিফুর রহমান এর ছবি
লিখেছেন আরিফুর রহমান [অতিথি] (তারিখ: শুক্র, ১৮/০৬/২০১০ - ১০:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

(ক্রসপোস্টিঙের দায়ে এ পোস্ট সরিয়ে দেবার আগে এই ডকুমেন্টারির গুরুত্ব অনুধাবন করে সবাইকে দেখতে দিন। যুদ্ধাপরাধী চক্র এই ভিডিওর গলা চিপে ধরতে অনেক দুর যাবে। আগেও গিয়েছে।)

আমরা জানি না, আদৌ এই অপরাধীদের বিচার করা সম্ভব হবে কি না।

চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি পাওয়া গেছে...

ইউটিউব থেকে এই ভিডিও সরিয়ে ফেলা হয়েছিলো। এখানে আজকে খুঁজে পেলাম।


ডাউনলোড লিংক

http://www.mediafire.com/?qlz242zwtjm


মন্তব্য

আরিফুর রহমান এর ছবি

ধন্যবাদ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্লো স্পীডের জন্য দেখতে পেলাম না।
৯৬ এ ক্ষমতায় এসে আ-লীগ কিছু ডকু দেখিয়েছিল বিটিভি-তে, চ্যানেল ফোরের। এগুলো?

আরিফুর রহমান এর ছবি

যুক্তরাজ্যে এই ভিডিও প্রদর্শন আইনত দন্ডনীয়। কারন মাইনুদ্দি আইনী ভয় দেখিয়ে চ্যানেল ফোরকে বাধ্য করেছে এই ডকুমেন্টারিটি চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিতে।

৯৬ এ বাংলাদেশে এটি ডাব করে দেখানো হয়েছিলো। কিন্তু ইদানীং বাংলাদেশেও এর কপি খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

রণদীপম বসু এর ছবি

আমি তো স্লো-স্পীডে ভীষণভাবে আক্রান্ত ! পেইজই ওপেন হতে চায়না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আরিফুর রহমান এর ছবি

যারা দেখতে পারছেন না, তারা দয়া করে ইউটিউবে দেখুন... http://www.youtube.com/watch?v=4A1Ev17ZTAY

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

এক দিনের জন্য পোস্টটা স্টিকি করা যায় না ???

শুভাশীষ দাশ এর ছবি

শেয়ারের জন্য ধন্যবাদ।

সবগুলো দেখলাম। এদের এখনকার অবস্থা কি?

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ধুসর গোধূলি এর ছবি

- অনেক ধন্যবাদ এই ডকুটার জন্য।

আচ্ছা, যুক্তরাজ্যে এই ডকু প্রদর্শন (সাধারণের জন্য) আইনতঃ সম্ভব না হলেও চ্যানেল ফোর স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে যোগাযোগ করছে না কেনো? এই ডকুতেই তো শেষের দিকে উল্লেখ আছে স্কটল্যান্ড ইয়ার্ড নিজেই তদন্ত করতে পারতে সক্ষম এই ইস্যুতে।

এক জায়গায় দেখলাম মইনুদ্দীন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দলবল নিয়ে হাজির হয়েছে। অনুমান করতে পারি সেই জোরেই চ্যানেল ফোরকে সে হুমকি দিতে পেরেছে। কিন্তু যুক্তরাজ্যের মতো একটা আইনের দেশে তার মতো একজন জঘন্য মানবতার অপরাধী কী করে থাকতে পারে নির্বিচারে?

এই ডকুতে আবু সাঈদ আর লুৎফর রহমানের আচরণই প্রমাণ করে দেয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তাদের করা হিংস্র, জঘণ্য অপরাধের কথা! এই ডকুটার সাহায্য নিয়েই এই তিন যুদ্ধাপরাধীকে যুক্তরাজ্যেই তাদের অপরাধের বিচারের সম্মুখীন করা যায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আরিফুর রহমান এর ছবি

তৎকালীন কিছু উদ্যোগী মন্ত্রী সাংসদ চেষ্টা করেছিলেন বটে, তবে কোন এক অজানা কারনে বাংলাদেশ সরকার তেমন একটা গা করেনি। এখনও যেমন করছে না।

আর তাদের আইনী হুমকির ব্যাবসা চলছে সদম্ভে।

আরিফুর রহমান এর ছবি

ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরামের উদ্যোগে এই তথ্যপ্রমাণ খোজ পাওয়া গিয়েছে। পোস্ট এডিট করতে পারছি না, তাই এখানই কৃতজ্ঞতা স্বীকার করছি।

তাসনীম এর ছবি

শেয়ারের জন্য ধন্যবাদ। এই ডকুমেন্টারিটা ৯০ এর দশকের মাঝামাঝি সময়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। ঢাকার অনেক দোকানে পাওয়া যেত এটা, আমার নিজেরও একটা ভিএইচএস কপি ছিল। তখন মনে হচ্ছিল হয়ত এদের বিচার বৃটেন করে ফেলতে পারবে। কিন্তু কী...

যুক্তরাজ্যে এই ভিডিও প্রদর্শন আইনত দন্ডনীয়। কারন মাইনুদ্দি আইনী ভয় দেখিয়ে চ্যানেল ফোরকে বাধ্য করেছে এই ডকুমেন্টারিটি চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিতে।

যুক্তরাজ্যের মত স্বাধীন মিডিয়ার দেশে এটা কীভাবে সম্ভব হোল? একটু বলতে পারবেন কীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা?

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

স্পর্শ এর ছবি

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। এখনো দেখিনি। একটু সময় করেই দেখে ফেলব। আচ্ছা এটাকি ডাউনলোড করার উপায় আছে? মানে আবার এখান থেকেও সরিয়ে ফেলার আগে সংগ্রহে রাখা উচিত।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আরিফুর রহমান এর ছবি

আনান নামে একজন এই ডকুমেন্টারির বিভিন্ন উপায়ে ডাউনলোডের ব্যাবস্থা করেছেন।

মিডিয়াফায়ার...

ফরশেয়ারড....

টরেন্ট দিয়ে ডাউনলোডের জন্য....

যে ফাইল টা শেয়ার করা হচ্ছে, তার ফর্মেট হলো এমপিফোর mp4. আকার ১৮২ মেগা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নব্বই দশকে এটা ঢাকায় ভিডিওর দোকানে ভাড়াও পাওয়া যাইতো। আমিও ভিএইএস কপি দেখছিলাম। তারপরই সব উধাও। কীভাবে এরা পুরো দেশ থেকে উধাও করে দিলো!

যাহোক, এটাও উধাও হয়ে যেতে পারে। হার্ডডিস্কে কপি করে রাখার সিস্টেম করে ফেলেন। তারপর ছড়াতে থাকি।

ফেসবুকে শেয়ার করলাম

আর অনেক ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অ।ন।ন এর ছবি

পুরো ফাইলটি সরাসরি ডাউনলোড করবার লিঙ্ক:
Mediafire: http://www.mediafire.com/?qlz242zwtjm

4shared: warcrimes1971.4shared.com

এসব তথ্য ছড়িয়ে দিন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়তে সাহায্য করুন।

তুহিন নূর [অতিথি] এর ছবি

নজরুল ভাইকে ধন্যবাদ।

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ! ফেসবুকে শেয়ার করলাম।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সংসপ্তক এর ছবি

অমূল্য দলিল গুলোর জন্য কৃতজ্ঞতা।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

আমার অজ্ঞতা যে আমি কখনও এর নাম গন্ধ শুনিনি।
আপনাকে অনেক ধন্যবাদ তুলে ধরবার জন্য।
আমার মত যারা জানে না আশা করি তাদের কথা ভেবে ভবিষ্যতে এরকম আরো অনেক পোষ্ট দিবেন।
পলাশ রঞ্জন সান্যাল

তারাপ কোয়াস [অতিথি] এর ছবি

আরিফুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ, যুদ্ধপরাধী সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিলটি শেয়ার করার জন্য।

ধুসর গোধূলিদা ডুকুমেণ্টারির এক জায়গায় দেখলাম যে চৌধুরি মঈনূদ্দীন এর অতীত জানার পরও যুক্তরাজ্য সরকার ওই শুয়োরেরবাচ্চাকে সেইদেশে বসবাসের অনুমতি দেয়। তাই যুক্তরাজ্যে এই আলবদরদের বিচার কখনো হবে সে বিষয়ে আমি খুব একটা আশাবাদী না।

অতিথি লেখক এর ছবি

শেয়ার দেবার জন্যে কৃতজ্ঞতা..

_________________________
বর্ণ অনুচ্ছেদ

নীড় সন্ধানী এর ছবি

‍‌দেশে যারা পুরো ফাইলটা ডাউনলোড করেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে পেনড্রাইভ বা সিডিতে কপি করে পরিচিতজনদের মধ্যে এই ডুকমেন্টারিটি বিতরন করুন।

ইন্টারনেট স্পীড ভালো না হওয়ায় দেশে অনেকের পক্ষে সম্ভব হবে না ডাউনলোড করা। সুতরাং যারা ভালো ব্যান্ডউইথে কাজ করেন তাদের নিজ দায়িত্বেই এটাকে ছড়িয়ে দিতে হবে। এক সপ্তাহের মধ্যে এক লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আমি ডাউনলোড করলাম, এবং কপি করে ছড়ানো শুরু করলাম পরিচিত সকলের পিসিতে। আমি ডাউনলোড করেছি ১৮২ মেগা এই লিংক থেকে।

http://www.mediafire.com/?qlz242zwtjm

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

বোহেমিয়ান এর ছবি

ডাউনলোড লিঙ্ক পোস্টে যুক্ত করার অনুরোধ রাখছি ।

শেয়ার করার জন্য ধন্যবাদ ।
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

আরিফুর রহমান এর ছবি

পোস্ট এডিট করার এখতিয়ার নেই দেখছি। তাই অনুরোধ রাখতে পারলাম না।

Admin এর ছবি

অনেক ধন্যবাদ!

http://bangladesh-71.info/
Copy/Paste করলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।