চলতি পথে জাদুকর ভালোবাসা

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: বিষ্যুদ, ২১/০৬/২০১২ - ১২:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাস তিনেক আগের কথা। অফিসে ভয়ংকর চাপ, একটা রিপোর্ট পুরা ভুল জমা দিবার মাসুল গুনছিলাম সকাল থেকে। আমার বস খুব হাসিখুশি মধ্যবয়সী মহিলা, তিনি সকালেই গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বলেছিলেন ফিক্স দিস, আই নিড ইট বাই ফাইভ। সাগর সেঁচার কাম, রিপোর্টের ডাটা ঠিকমত ফিট করিনাই। আট ঘন্টার কাজ নয়, মিনিমাম লাগবে দুই দিন। পাগলের মত খেটেখুটে রিপোর্ট দাঁড় করিয়ে যখন অফিস থেকে বেরুলাম তখন রাত এগারোটা।

সারাদিন খাইনি ঠিকমত, ঘুমে চোখ জড়িয়ে আসছে, তাছাড়া নিজের উপর মেজাজ প্রচন্ড খারাপ। প্রাইভেট কোম্পানি, লোকের অভাব কি। এরকম বেচাল আর দেখলেই দূর দূর করে ভাগিয়ে দেবে হয়তো। ভুরু কুঁচকে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম বাসে বসে, স্টপ আসতেই বেল বাজালাম। বাস থামলোনা, চলতেই থাকলো। শালার দিনটাই খারাপ। পরের স্টপ বেশিদূর নয়, পাঁচ মিনিট হাঁটা পথ। আবার বেল বাজালাম। আরে, এবারেও থামলোনা দেখি! বাস তার নিজের মত চলছে। সমস্যা কি ড্রাইভারের, নিজেরে লিমো ড্রাইভার মনে করে নাকি। বেল বাজালে থামেনা কেমন বদ!

ড্রাইভারের কাছে গিয়ে উঁচুগলায় বললাম, ওহে ঘটনা কি? প্রথমবার বেল দিলাম থামলেনা। ঠিক আছে। তার পরের বারেও থামলেনা, কি ব্যাপার কি? আমাকে তো নামতে হবে না কি?

দ্রুত স্টপ ছাড়াই বাস পার্ক করিয়ে দিলো ড্রাইভার বিনাবাক্যে, আমিও ভুরু কুঁচকে নেমে গেলাম। আস্ত দিনটাই খারাপ।

দিন দুই পরের কথা। যথাসময়ে বাড়ি ফেরার পথে বাসে উঠে ড্রাইভারকে পাস দেখালাম। দেখি সে পাসের দিকে না তাকিয়ে আমাকে কিছু বলছে। কান থেকে ইয়ারপিস নামিয়ে বললাম কি বললে? সোনালি চুলের মাঝবয়েসি ড্রাইভার গাঢ় রাশিয়ান অ্যাকসেন্টে বলল, পাস দেখাতে হবেনা, আমি তোমাকে চিনি। ঐদিন ভুল করে তোমার স্টপে নামাইনি ক্যামন?

একটু লজ্জা পেলাম। ড্রাইভারটির দিকে ভালো করে তাকাইও নি সেদিন আর ব্যাটা আমার খোমা মনে রেখেছে। মিনমিন করে বললাম, দুঃখিত ঐদিন মনে হয় একটু লাউড হয়ে গিয়েছিলাম। আসলে দিনটা খুব খারাপ গিয়েছিল। সরি। গাড়ি ছেড়ে রাস্তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় লোকটি বলল, ঠিক আছে। কোন ব্যাপার না। আমারও দিনটি খারাপ গেছে।

পথে ভাবছিলাম আহা বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি মনে হয়, কানে গান থাকলে এমনেই চেঁচিয়ে কথা বলি, তার উপর ঐদিন মেজাজও ছিল ভারি বিলা। ব্যাটা মনে রেখেছে। যাই হোক, ঐদিন আমার স্টপের একস্টপ আগে নামার কথা, বাজার থেকে কিছু কিনব বলে। তাই নির্ধারিত স্টপের আগেই বেল বাজালাম। আমাকে স্তম্ভিত করে লোকটি ঘুরে আমার চোখে চোখ রেখে বলল, কি মনে করেছ আবারও ভুল স্টপে নামিয়ে দেব? তাই এক স্টপ আগেই বেল বাজাচ্ছো? ভয় নাই, ঠিক স্টপেই নামিয়ে দেব তোমাকে।

প্রিয় পাঠক আট ঘন্টায় একজন ড্রাইভার বারো থেকে আঠারোটি ট্রিপ মারে। স্টপ কম করেও পঞ্চাশটি। এই লোকটি আমার দশ সেকেন্ডের ধমক শুনে আমার চেহারা এমনকি আমি কোন স্টপে নামি সবই মনে রেখেছে দুই দিন ধরে। আমি ঐদিন কড়া ধমক দিয়ে বাস থেকে নেমেই জিনিসটি মাথা থেকে সরিয়ে দিয়েছি, নিশ্চিতভাবেই ড্রাইভারটি তা করেনি। তার মাথায় এটা ঘুরপাক খেয়েছে। ড্রাইভিং খুব বোরিং কাজ, একই গৎবাঁধা রুটে ধীরে ধীরে গাড়ি টানো। প্রতিদিন। এই লোকটিও আমি নেমে যাবার পর ভেবেছে আহা লোকটিকে তিন স্টপ পরে নামিয়ে দিলাম, এই ঠান্ডায় কত কষ্ট হয়েছে তার। ফিরতি পথে সে যখন স্টপটি ক্রস করেছে তখন নিশ্চয়ই আবার মনে হয়েছে আহা এই সেই স্টপ, নামিয়ে তো দেইনি লোকটিকে মাঝরাতে ঠিক এখানে। তার দুইদিন পর সে আমার দেখা পায় আবার, আমি পাস দেখাতেই সে আমার চোখে চোখ রেখে বলেছিল পাস দেখাতে হবেনা, আমি তোমাকে চিনি। ঐদিন ভুল করে তোমার স্টপে নামাইনি ক্যামন?

দুঃখ পুষে রাখার মত বিলাসিতা করে লাভ নাই, জীবন বড়ই ছোট। আবার কোনদিন খারাপ দিনের শেষে অন্য কারো ভুল দেখলে ধমক দেবার আগে দুইবার ভাবব ঐ রাশিয়ান ড্রাইভারটির কথা। যার সাথে আমার এখন প্রায়ই দেখা হয়। সে কখনোই আমার পাসের দিকে তাকায় না, সোজা আমার চোখে চোখ রেখে মৃদু হেসে মাথা নাড়ে। জীবনযুদ্ধে ক্লান্ত পথিক, ভালো আছো? আমিও হেসে মাথা নাড়ি। ভালো আছি। আমি ভালো আছি দাদা।বাসে বসে বাইরে তাকাই।

আমি দেখি আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে। ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল। চমৎকার দিন আসে, তারপরে ঘনায় পবিত্র রাতের আঁধার। আর আমি মনে মনে ভাবি, কি অপূর্ব সুন্দর এই পৃথিবী।

আই সি স্কাইজ অফ ব্ল্যু, ক্লাউডস অফ ওয়াইট। ব্রাইট ব্লেসেড ডেইজ, ডার্ক সেক্রেড নাইটস। অ্যান্ড আই থিঙ্ক টু মাইসেলফ, ওয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড।


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমেৎকার

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

খালেদ শিপলু এর ছবি

ইট ইজ আ ওয়ান ওয়ন্দেরফুল ওয়ার্ল্ড ।.।.।.

সত্যপীর এর ছবি

ঠিক কথা।

..................................................................
#Banshibir.

সাফি এর ছবি

ভাল লাগলো লেখাটা।

সত্যপীর এর ছবি

আছেন ভালো?

..................................................................
#Banshibir.

প্রদীপ্তময় সাহা এর ছবি

খুব ছুঁয়ে গেল লেখাটা। চলুক

রংধনুর কথা এর ছবি

ভাল লাগলো। চলুক

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

ব্যাঙের ছাতা এর ছবি

আপনার লেখাটি আমাকে অনেক বেশি ছুঁয়ে গেছে, কারনটা হয়ত কোনো একদিন সবার সাথে ভাগ করে নিব। হাসি
ভালো থাকবেন।
অন্য প্রসংগঃ জেমস এর একটা গানের মাঝের দুটি লাইন আছে "চলতিপথে যাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মত - - - - - - " মনে পড়ে হাসি ?

সত্যপীর এর ছবি

ঠিক আছে, পোস্ট হিসেবে দিয়ে দিন শীঘ্রই।

গানের কথাটা একদম ঠিক, এইটা ঐ গানের সর্বপ্রথম লাইন হাসি

..................................................................
#Banshibir.

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

খুব আশ্চর্য পৃথিবী

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

সত্যপীর এর ছবি

আবজাব পোস্ট, থাকুক কয়েকটা ভুল হাসি

..................................................................
#Banshibir.

মাহবুব লীলেন এর ছবি

হ। ফাঁকা রাস্তায় ফাঁকা গাড়িতে দিনে মাত্র একজন প্যাসেঞ্জার টানলে মনে রাখারই তো কথা

সত্যপীর এর ছবি

ফাঁকা গাড়িতে একজন প্যাসেঞ্জার পাইলেন কই? ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

সকালেই পড়েছিলাম, কমেন্ট করতে পারি নাই।
খুব ছুয়ে গেছে আপনার প্রকাশভঙ্গি। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সত্যপীর এর ছবি

ধন্যবাদ অণু ভাই।

..................................................................
#Banshibir.

অমি_বন্যা এর ছবি

চলতি পথে জাদুকর ভালোবাসা - বেশ প্রিয় গান আমার। লেখা ভালো লাগলো । চলুক

সত্যপীর এর ছবি

ধন্যবাদ।

..................................................................
#Banshibir.

সাত্যকি. এর ছবি

এমন একটা জিনিস নিয়ে লিখেছেন, আমি নিশ্চিত, সবাই এর সাথে নিজের জীবনের ঘটে যাওয়া কিছু না কিছুর মিল খুজে নেবে। আপনা হতেই।
গানটাও সুন্দর। কি চমৎকার এক্সেনট্রিক ভয়েস।

সত্যপীর এর ছবি

গানটি অসাধারন। এই ছোট মেয়েটির গলায় শুনে দেখুনঃ

..................................................................
#Banshibir.

পাঠক আতিক রাঢ়ী এর ছবি

আপনার পোস্ট মিস করা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হাসি

সত্যপীর এর ছবি

অনেক অনেক ধন্যবাদ প্রিয় আতিক।

..................................................................
#Banshibir.

তাসনীম এর ছবি

খুব ভাল লাগল।

অনেকবার জীবনে অযাচিত ভালোবাসা পেয়েছি, অ্যান্ড আই থিঙ্ক টু মাইসেলফ, ওয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সত্যপীর এর ছবি

ঠিক কথা, অযাচিত আনন্দে দুনিয়া ভরা।

..................................................................
#Banshibir.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো লেখাটা

______________________________________
পথই আমার পথের আড়াল

সত্যপীর এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

..................................................................
#Banshibir.

তারানা_শব্দ এর ছবি

বাহ! সুন্দর।

এই গানটা খুব প্রিয়!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগল। এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি।

ঃঃঃ স্বপ্নখুঁজি ঃঃঃঃ

সত্যপীর এর ছবি

এত্তটুকুন লিখা এক নিশ্বাসেই পড়ে ফেলার কথা খাইছে

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

সুন্দর। অনেক ভালো লাগলো ।

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

অনেক সুন্দর ।
beautiful world

আর শিরোনাম দেখেই জেমস এর গান চাল্লু...

কড়িকাঠুরে

সত্যপীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

আহ, জীবনের গভীর অর্থটা কি সুন্দর করে লিখে দিলেন !! হাসি তবে মন ভার হয়ে থাকাটা আমার একটা রোগ। মন খারাপ

[ব্যস্ততায় লেখা পড়া হচ্ছেনা অনেকদিন, আজকে বেশ ভালো লাগলো পড়ে।]

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

এই আর কি হাসি

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

এরকম বিন্দু বিন্দু করে কত্ত ভালোলাগা আর ভালোবাসা ছড়িয়ে থাকে খুঁজে নেবার অপেক্ষায়।

----------------
পথিক পরাণ

সত্যপীর এর ছবি

ঠিক!

..................................................................
#Banshibir.

দীপালোক এর ছবি

ভীষন, ভীষন সুন্দর।
চলুক

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

অতিথি এর ছবি

খুব ভাল লাগলো হাসি

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

ক্রেসিডা এর ছবি

সুন্দর লিখেছেন। ভালো লাগলো পড়ে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সত্যপীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

..................................................................
#Banshibir.

মরুদ্যান এর ছবি

হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

সাইফ শহীদ এর ছবি

অপূর্ব।

আমরা বাঙ্গালীরা বোধ হয় অল্প বা বিনা কারনে একটু চেচিয়ে কথা বলতে পছন্দ করি।

সাইফ শহীদ

সত্যপীর এর ছবি

ধন্যবাদ সাইফ ভাই।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

পড়ে গরমের পর বৃষ্টির মত আরাম লাগ্লো।

রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর এর ছবি

তোমাদের ঐদিক খুব গরম নাকি?

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

এই দরিদ্র দম্পতির এসি/এসি লাগানোর সরঞ্জাম/তেল কোনোটাই নাই।

অইদিন পুরা বাংলাদেশী কায়দায় বৃষ্টি হচ্ছিল তাই বললাম।

রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর এর ছবি

অয়োময়ে একটা পাংখাপুলার ছিল মনে আসে? পিছনে বসে দড়ি টাইনা বাতাস করত। তোমরা এঞ্জিনিয়ার মানুষ একটা ওইরকম কল বানায় ফেল আর পালা কইরা একে অপরকে বাতাস কর। গিভ অ্যান্ড টেক।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

আমরা ইঞ্জিনিয়ার কথা সত্য। কিন্তু তার চেয়েও ধ্রুব সত্য হল আমরা আইলসা। সকালের অফিসের শেষ আলার্ম কে বন্ধ করবে এইটা নিয়ে রোজ সকালে আমাদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। আপনি কিনা আমাদের কল বানাতে বলতেছেন। রীতিমত অপমানিত বোধ করছি খাইছে

রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

অতিথি লেখক এর ছবি

হাসি

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

মনডা উদাস করে দিলেন। চলুক
আসা সব ঠিকঠাক আছে তো?

সত্যপীর এর ছবি

সব ঠিকঠাক

..................................................................
#Banshibir.

দ্রোহী এর ছবি

চলুক

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

রু এর ছবি

ভালো লেগেছে। একবার আনমনে বাসের বেল বাজাতে ভুলে গেছিলাম। বুড়ো ড্রাইভার আমার স্টপে থেমে আমাকে জিজ্ঞেস করলো নামব কিনা। খুব অবাক হয়েছিলাম।

সত্যপীর এর ছবি

আসলেই চমৎকার।

..................................................................
#Banshibir.

বন্দনা এর ছবি

এইসব ছোট্ট ছোট্ট সুন্দর ঘটনাই জীবন্টাকে বর্ণিল করে দেয়, তখন মনে হয় আর একটু বাঁচি থাকি, জীবন্টা মোটেও অর্থহীন নয়।

সত্যপীর এর ছবি

খাঁটি কথা চাল্লু

..................................................................
#Banshibir.

Shormee Amin এর ছবি

ভাল লাগল, সহজ প্রকাশ হাসি

সত্যপীর এর ছবি

ধন্যবাদ শর্মি (বানান ঠিক লিখলাম?) আমিন।

..................................................................
#Banshibir.

Shormee Amin এর ছবি

নাহ হোল নাহ, দীর্ঘ ই কার হবে হাসি

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

Shormee Amin এর ছবি

না না এত কান্না করবার মত ও কিছু নাহ

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

রাতঃস্মরণীয় এর ছবি

লেখা ভালো লেগেছে।

পয়সা জমলে রাশিয়া যামু, রাশিয়ায় শ্বশুরবাড়িওয়ালা মালদার বাঙ্গালী দোস্তেরা আছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সত্যপীর এর ছবি

আপ্নের রাশিয়া যাবার অত্যন্ত যুক্তিযুক্ত কারন আছে দেখছি চিন্তিত

..................................................................
#Banshibir.

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

রাশিয়ার এক মবস্টারের বোনকে বিয়ে করে চরম আরামআয়াসে ফুলে-ফেঁপে যাওয়া ব্যবসায়ী এবং পরে নিজের সার্টিফিকেট্টিকেট সব বউয়ের কাছে জিম্মি থেকে যাওয়া রাশিয়া থেকে বিতাড়িত এবং দেশে সিকিউরিটি গার্ডের চাকরি করা একজনকে দেখেছিলাম বছরখানেক আগে। আপনার মন্তব্যে হুট করে সেই লোকটার কথা মনে পড়ে গেল!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সাইদ এর ছবি

তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে

গুরু গুরু

সত্যপীর এর ছবি

গুরুর গানের জবাব নাই.

..................................................................
#Banshibir.

অতন্দ্র প্রহরী এর ছবি

অসম্ভব ভালো লাগলো লেখাটা। ছোটখাটো এসব ঘটনার জন্যই জীবনটাকে মাঝেমাঝে এত সুন্দর লাগে।

সত্যপীর এর ছবি

ধন্যবাদ অপ্র ভাই, ভালো আছেন?

..................................................................
#Banshibir.

কৌস্তুভ এর ছবি

আরে, দুর্দান্ত লেখা! সিরাজদের কল্লাটল্লা নামানোর ফাঁকে এইসব টুকটাক পড়তে বেশ লাগে হাসি

সত্যপীর এর ছবি

ছি ছি সিরাজের কল্লা নামাবো ক্যান ক্যামন সুন্দর পাগড়িওলা টুকটুকে কল্লা। আপ্নেরা সবাই আমারে খালি ভুল বুঝেন ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

আশফাক আহমেদ এর ছবি

সুন্দর। আশা জাগানিয়া

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

সত্যপীর এর ছবি

ধন্যবাদ আশফাক ভাই।

..................................................................
#Banshibir.

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই লেখাটা খুব ভালো লাগলো...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সত্যপীর এর ছবি

আছেন ভালো?

..................................................................
#Banshibir.

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সহজিয়া ভাষায় কি দারুণ একটা লেখা! হাসি
তবে গানটা যতোবারই শুনতে গেলাম, ততোবারই কোনো না কোনো ঝামেলায় শোনা আটকে যাচ্ছে। ইয়ে, মানে...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সত্যপীর এর ছবি

আরে শিমুলাপা এই পুরান লিখা কইত্থে বাইর কর্লেন?

গান চলে নাই শুনে দুঃখ পাইলাম, আচ্ছা দেখেন তো এইটা চলে কিনা। নিচেরটা লুই আর্মস্ট্রং এর লাইভ গাওয়াঃ

..................................................................
#Banshibir.

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দু'খানাই দেখিতে পাইয়াছি। শুনিতে পাইয়াছি। শুধু গান না, প্রথম ভিডিওটাতে দৃশ্যগুলোও ভীষন ভীষণ চেয়ে থাকার মতো। থেংকু। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আলতাইর এর ছবি

কুর্নিশ গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

সত্যপীর এর ছবি

ধন্যবাদ আলতাইর হাসি

..................................................................
#Banshibir.

তমসা  এর ছবি

চলতি পথের জাদুকর ভালোবাসা এমন হঠাত করেই সব হতাশা, সব না পাওয়া লুটপাট করে নেয় বলেই পৃথিবীটা এখনো এতো সুন্দর ------------ হয়তো ক্ষণিকের জন্য----------- তবুও।

তিথীডোর এর ছবি

মন খারাপ মন ভাল করে দিতে কিংবা আরো খারাপ করাতে পারে এমন সব লেখা আর লিখিয়ে লোকজন আছে বলেই নীড়পাতার প্রতি মাঝেমাঝেই বড় কৃতজ্ঞ হয়ে পড়ি।

পাঁচ তারা।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।