ইঁদুর বিড়াল - ১

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: সোম, ৩০/০৭/২০১২ - ৬:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় পাঠক আজ আপনাকে পড়া থেকে ছুটি দিয়ে দিলাম। প্লে বাটনে চিপি দিয়ে ভল্যুম বাড়িয়ে পিছনে হেলান দিয়ে দেখুন আওরঙ্গজেব আর শিবাজীর কিচ্ছা। সম্পূর্ণ রঙ্গীন।

ভিডিও ব্লগিং আনন্দময় হউক।

....................................................................................
কৈফিয়তঃ ভিডিও ব্লগিং সময় সাপেক্ষ ব্যাপার। বই ঘাঁটতে হয় স্ক্রিপ্ট লিখতে হয় ম্যাপ ছবি ইত্যাদি যোগাড় করতে হয় রেকর্ড করতে হয় নানান ফ্যাকড়া। সুতরাং ইচ্ছা সত্ত্বেও এর দুইটি পর্ব একবারে দিতে পারলাম না আজ। পরের পর্ব পরের সপ্তায় দেবার ইচ্ছে রাখি।

আমি রেকর্ড করার পর বার কয়েক শুনে দেখেছি, মোটামুটি ছেলেমানুষি ভিডিও হয়েছে। আশা করি আমার প্রথম প্রচেষ্টা দেখে এর পাহাড়সম দোষত্রুটি ক্ষমা করবেন। আপনাদের ফীডব্যাকের জন্যে কান পেতে রইলাম।

তথ্যসূত্রঃ
১। The New Cambridge History of India: The Mughal Empire
২। Chhatrapati Shivaji: ভাওয়ান সিং রানা
৩। The Marathas 1600-1818, Volume 2: স্টুয়ার্ট গর্ডন
৪। উইকিপিডিয়া


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বিরাট মজা পাইছি। অডিও মন্তব্য করতে পারলে আরো ভালো লাগতো।তবে পুরা টাইম আপনি নিশ্চিত হাসি চেপে ছিলেন!

রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর এর ছবি

অডিও মন্তব্য হাহাহাহা!

হাসি চেপে থাকব ক্যান? আমি খুব সিরিয়াস ব্যক্তি.

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভালৈছে। ভাল আইডিয়া তো। তবে মনে হয় বানানো ভাল পেইন আছে নাকি?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর এর ছবি

রেকর্ডিং টা ব্যাপক পেইন, একটু ভুল হইলেই আবার প্রথম থিকা ইস্টাট ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

বন্দনা এর ছবি

ইন্টেরেস্টিং আইডিয়া। শুনতে কিন্তু আমার বেশ ভাল লেগেছে।
কল্লা নামায়ে দিসে, ভুড়ি ফাসায়ে দিসে এগুলা শুনতে বেশ সহজপাচ্য লাগছে, আপনার কন্ঠ ও মাশাল্লা বেশ ভাল, কেমন যেন একটু টকশো টকশো ভাব আছে আপনার বলার মধ্যে খাইছে

সত্যপীর এর ছবি

আমি টক শো করি তো বন্দনাপু শুনেন নাই? সেহেরির সময় পিস টিভি খুইলা দেইখেন আমি রমজান মাসের বরকত নিয়া কথা বলি. প্রোগ্রাম এর নাম, 'নামাজ পড়ে খাও হে মুমিন'.

..................................................................
#Banshibir.

বন্দনা এর ছবি

আফসুস আমার পিসটিভি নাইকা, রোজার মাসে এই ব্যাপক সোওয়াব পাওয়া থেকা বঞ্ছিত হইলাম পীরসাহেব।

সত্যপীর এর ছবি

কস্কি মমিন!
কথিত আছে যে পিস্টিভিতে যারা জাকির্নাইকের লেকচার দেখেনা তাদের জন্য জাহান্নামে ষোলশ আঠাশ বচ্ছর আযাব বরাদ্দ থাকে।

পিস্টিভির কানেকশন নিন সুন্দর পরকাল গড়ুন।

..................................................................
#Banshibir.

সাফি এর ছবি

কঠিন বস। ভাল লাগসে, তয় বানাতে অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছি।

সত্যপীর এর ছবি

কষ্ট হয়নাই তয় ম্যালা সময়ের কাম. আর স্ক্রিপ্ট দেখে ভিডিও করতে গিয়ে মাঝে মাঝে তাল কেটে গেসে, পরেরবার স্ক্রিপ্ট মুখস্ত করতে হবে মনে হয় ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

সাইদ এর ছবি

পীরসাব জটিল হইছে। তবে একটা কথা

ভুঁড়ি আবার চেঁছে ফেলে কেমনে। ভুঁড়িতো গাইলা ফেলে।

সত্যপীর এর ছবি

খাইছে

..................................................................
#Banshibir.

কৌস্তুভ এর ছবি

হাহাহা দিব্যি হয়েছে!

ঠিক টকশো না, আমি বলব 'ফিলিং দিয়ে' কবিতা আবৃত্তি করার স্টাইলে হয়েছে খাইছে

কিছু কিছু জায়গা ভালো শোনা যায় নি, যেমন দ্বিতীয় বাক্যেই "_____ তিনি দুচক্ষে দেখতে পারতেন না।"

সত্যপীর এর ছবি

ঠিক কথা, অনেক জায়গাতেই অযথা দ্রুত বলে গেছি. কিছু জায়গা গলাও নিচু ছিল. আর ইউটিউবে ফাইনেস্ট কোয়ালিটি আপলোড করতে পারিনি সাইজ এক গিগের উপরে হয়ে যাওয়াতে, ফলে অডিও কোয়ালিটিও তেমন ভালো আসেনি.

দেখি কি করা যায়. আপাতত চলুক.

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

সত্যপীরের ভিডিও বাইর হইছে তাইলে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ব্যাঙের ছাতা এর ছবি

চলুক দেঁতো হাসি

সত্যপীর এর ছবি

সম্পূর্ণ রঙ্গিন!

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

শাব্দিক এর ছবি

এইসব কি ! চাকরি খাবার ব্যবস্থা খাইছে
ইটা রাইখ্যা গেলাম... বাসায় গিয়া শুনবনে।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাফি এর ছবি

আপনে দেখি হাচল! মিষ্টি কই?

শাব্দিক এর ছবি

অবশেষে হাসি
(গুড়) খান।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

সাবাস হাচল হইছেন দেখি!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

শাব্দিক এর ছবি

ধন্যবাদ, হাসি
আপনাদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মডুরা চোখ তুলে চেয়েছে।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সত্যপীর এর ছবি

হাচলাভিনন্দন!

..................................................................
#Banshibir.

শাব্দিক এর ছবি

ধন্যবাদ। হাসি

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

শাব্দিক এর ছবি

ভিডিও ভাল্লাগসে।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

দিফিও-১ এর ছবি

ভাল হইছে, আগ্রহ নিয়া দেখলাম। এই কাহিনী পুরা জানিনা, পরের পর্বের অপেক্ষায়!

তবে আমার ধারণা, মাইক্রোফোনে একটু সমস্যা আছে, হাতের কাছে অন্য মাইক্রোফোন থাকলে ট্রাই মেরে দেখতে পারেন রেকর্ডিং আরো ভালো হয় কিনা। অনেক সময় মাইক্রোফোন মুখ থেকে একটু দূরে নিলেও কোয়ালিটি বেটার হয়।

সত্যপীর এর ছবি

জ্বী মাইক্রোফোন এ গোলমাল আসে. আর ব্যকগ্রাউন্ড নয়েজ ক্যানসেল মারসি তাও শ্বাস ফেলার আওয়াজ অল্প রয়ে গেসে. ভবিষ্যতে খেয়াল রাখব.

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ , সেকি কি দরকার ছিল আমাদের জন্য এত কষ্ট করার খাইছে । খুব ভাল আইডিয়া এবং প্রিয় টপিক।
সারাজীবন

সত্যপীর এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

..................................................................
#Banshibir.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

সত্যপীর এর ছবি

দেঁতো হাসি

..................................................................
#Banshibir.

পথিক পরাণ এর ছবি

জটিল!!

সত্যপীর এর ছবি

চাল্লু

..................................................................
#Banshibir.

সুলতান এর ছবি

ব্যাপক মজা পাইছি। অনেক ভাল লেগেছে। চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

সত্যপীর এর ছবি

কোলাকুলি

..................................................................
#Banshibir.

অমি_বন্যা এর ছবি

ভিডিও ব্লগিং আনন্দময় হইছে , পীর ভাই । উত্তম জাঝা!

সত্যপীর এর ছবি

দেঁতো হাসি

..................................................................
#Banshibir.

রু এর ছবি

আমার খুব পছন্দ হয়েছে। আপনি কিন্তু শুধু পানি খেয়েই ফিরে এসেন, আবার চা খেতে বসেন না। বেশি চা খেলে কালো হয়ে যাবেন।

সত্যপীর এর ছবি

কফি খাইলে আপত্তি নাইতো? চিন্তিত

..................................................................
#Banshibir.

দিপু এর ছবি

ব্যাপক আইডিয়া। সাধুবাদ।

সত্যপীর এর ছবি

চাল্লু

..................................................................
#Banshibir.

শাহেনশাহ সিমন এর ছবি

ইশ্টাইল্টা পছন্দৈসে।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সত্যপীর এর ছবি

খান একাডেমির ইস্টাইল ফলো কর্লাম সিমন ভাই. মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন...

..................................................................
#Banshibir.

নিরবতা এর ছবি

জটিল হইসে।। মজা পাইসি। চলুক চলুক

সত্যপীর এর ছবি

ধইন্যবাদ দেঁতো হাসি

..................................................................
#Banshibir.

পদ্মজা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

সত্যপীর এর ছবি

খাইছে

..................................................................
#Banshibir.

কড়িকাঠুরে এর ছবি

যুগের সাথে তাল মিলিয়ে পীরভাই এগিয়ে চলছেন- ভাবতে ভালই লাগছে... দেঁতো হাসি
কুব্বালা... হাততালি

সত্যপীর এর ছবি

হ এরপর দিমু থ্রি ডি মুভি, স্পিশাল চশমা পইরা দেখতে হইব খাইছে

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

মজার ব্যাপার হচ্ছে, বিবর্তনের উপর এরকমই একটি ভিডিও ব্লগ এর সিরিজ তৈরী করার চিন্তা অনেকদিন ধরে মাথায় ঘুরছে কিন্তু ঝামেলার কাজ বলে এগোনো হচ্ছেনা !! আপনার উদ্যোগ দারুন লাগলো। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

শুরু করে দেন। বিবর্তনের উপর ভিডিও ব্লগ দারুন হবার কথা। এছাড়া আমি পার্সোনালি মনে করি তারেক অণু ভাই ভ্রমণের উপর বা অনুপম ত্রিবেদী ভাই ছবির কারিকুরির উপর বা উচ্ছলা ম্যাডাম রেসিপির উপর ভিডিও ব্লগ করলে দুর্দান্ত হবে। ঔপনিবেশিক বা মোগল ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের খন্ড খন্ড অপারেশনের বর্ণনাও ভিডিও ব্লগে তুলে আনবো ভাবছি। সময় কম এইটেই প্রব্লেম।

..................................................................
#Banshibir.

ক্রেসিডা এর ছবি

হাততালি দারুন হয়েছে চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সত্যপীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

..................................................................
#Banshibir.

ইয়াসির এর ছবি

খুবই ভালো আইডিয়া। সময়ের চেয়ে এগিয়ে যাবার প্রচেষ্টায় আপনাকে সাধুবাদ জানাই

তবে ধারাবর্ণনা সম্বন্ধে বায়বীয় মন্তব্য করি একটা, "দেয়ার ইজ এ লট অফ রুম ফর ইমপ্রুভমেন্ট" দেঁতো হাসি

সত্যপীর এর ছবি

ঠিক কথা

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর এর ছবি

হা হা হা হা হা হা হা হা!!!

অসম্ভব লাইকাইলাম বস. অফিসের মধ্যে ঠা ঠা কইরা হাইসা দিসি! জটিল কমেন্ট বস!

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধরেন কিছু কাচা পয়সা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর এর ছবি

কিডা কৈছে ব্লগ লেইখা পয়সা নাই? কয়েনের ভারে ওয়ালেট ফাইটা গেলগা!

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভাবতেছি এরকম কিছু ম্যাক্রো ভিডু বানায়ে রাখব। ইমোটিকন গুলা বোরিং হইয়া গেছে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর এর ছবি

ভালো বুদ্ধি. ভিডিও ব্লগ ও দিতারেন আস্তে ধীরে.

..................................................................
#Banshibir.

শাব্দিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি এইডা কি গান?

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ইউটিউবে 'সাবাস সাবাস' লিখে সার্চ দিয়ে যেটা পাইলাম আরকি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কৌস্তুভ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

দুর্দান্ত এর ছবি

জোশিলা! এলা কিছু সওয়াল।

১) শিবাজির সাথে যখন আদিল শাহের কাইজা লাগলো, তখন আওরঙ্গজেব আর শিবাজি কি এক সাইজের লুক ছিল? আখখা মোঘল আমলে, ইস্পিশিয়ালি আওরঙ্গজেবের আমলে তো আরো বেশুমার যুদ্ধ ঘটছে। বিবেচনা করেন ১৬৬০ এরদশকে আওরঙ্গজেব আন্তরজাতিক না হোক, আন্তর-সালতানাত জেনারেল। সে টাইমে দক্ষিনেই আওরঙ্গজেব একাধার তিনটা সালতানাতের বহু-ফ্রন্ট প্রজেক্টে ব্য়াস্ত (শিখ-আসাম আপাতত ক্রাইসিস বাদ দিলাম) সেই টাইমে শিবাজির সইলতা খাটো হইয়া যাইতাছে তার আপন বাবার ভিটাবাড়ি মানে পুনার "লালমহল" এর দখল নিতে। সেই হিসাবে নেতাজি পালকার খুবই অন্ডাররেটেড, এই লোক পাল্টি খাবার সাথে সাথে তথাকথিত ছ্ত্রপতি মোঘলদের সাথে সন্ধি করে বসল। বলিউড বোম্বাইতে না হইলে, বোম্বে মহারাষ্ট্রে না হইলে আর মহারাষ্ট্রে জাতীয়তাবাদ উত্থিত না হইলে শিবাজি নামে যে একটা আইটেম দুনিয়ায় ছিল, সেটা কি কেউ জানতো?

২) শিবাজির উত্থানের সময়ে কি দাক্ষিনাত্য় একটা ইউনিট ছিল? মানে মোঘল-শিবাজির কাইজার ক্ষেত্র কি প্রাক্তন বাহমানি সম্রাজ্য়ের পুরোটা, নাকি পাঁচটা সালতানের মধ্য়ে আহমদনগর, বিজাপুর আর বিড়ার সালতানাতেই সীমাবদ্ধ? গোলকোন্দা সালতানাত তো অন্য় প্রজেক্ট, নাকি? তাহইলে এই গল্পের প্রেমাইস ইংরাজগো দাক্ষিনাত্য় না বইলা সেইটাইমের ছহিহ মতলবে সালতানাতগুলির নাম ইউজ করা হউক।

৩) শিবাজির বাপের নাম করা হইছিল এক পীরসাহেবের নামে, সেই শাহাজি মিয়ার আবার বহুত আরবী-ফারসি নামওয়ালা ইয়ারদোস্ত ছিল, যাদের সাথে একযোগ হইয়া তিনি দক্ষিনি অমুসলিমের কল্লা নামায়া ব্য়ানংগালোর দখল করেছিল। শিবাজি নিজেও দরকারে বেদরকারে মোঘলকে তেলাতে ছাড়েনাই। শাহাজি আর সম্ভাজি (শিবাজির ভাই) কে যখন আদিলশাহ গ্রেপ্তার করে, তখন শিবাজি কিন্তু শাহজাহানের কাছে বিচার-তদবির করেই বাবার বেইল হাসিল করছিল। আদিলশাহি নিকাশ হওয়ার পরে নিজেও আওরঙ্গজেবের সাথে দোস্তি করছিল। অন্য়দিকে তথাকথিত তালেবান আওরঙ্গজেবরে দেখি ব্রাহ্মনদের জিজিয়া মাফ করতে, বড় বড় মন্দিরের স্পন্সরশীপ নিতে। । এই দুইজনেরে এবসোলুট সাম্প্রদায়িক হিসাবে প্রতিষ্ঠা কইরা যা গপ্পোটা আমরা নানাবিধ কিতাবে পড়ি, সেটা আসলো কইত্থেইকা?

৪) শিবাজি-আওরঙ্গজেবের এন্তেকালের কয়েক দশক পরে মারাঠাদের একদিন একটা নৌবাহিনির ছিল, সেটা নিয়ে তারা কিছুমিছু কইরা খাইছে। কিন্তুক শিবাজির আমলে মারাঠা নৌবাহিনি (যদি থাকে) আরব সাগর পাড়ি দেওয়ার ঘটনা নিয়া আমার সন্দেহ হইতেছে।

সত্যপীর এর ছবি

১) বস আওরঙ্গজেব আর শিবাজী কোন কালেই এক সাইজ আছিল না। তবে মোগলরা প্রথমদিকে শিবাজীরে যে একদম গোনাতেই ধরেনাই ওইটাই হইসে ভুল, শিবাজীর সাহস আস্তে আস্তে বাড়সে। তারে লাকও ফেভার করসে। এছাড়া গেরিলা হিট অ্যান্ড রানেও তার জুড়ি ছিলনা।
২) হ গোলকোন্ডায় শিবাজীর কোন বিজনেস নাই। তার সাম্রাজ্য পশ্চিম দাক্ষিণাত্য। রেফারেন্সের বইয়ে তার এলাকার (ডটেড অংশ) এই ম্যাপ আছেঃ
Shivaji_area
৩) আওরঙ্গজেবের রেফারেন্সটা দেখলাম দুর্দান্তদা। আমার কিন্তু মনে হয় ব্যাটা খাড়া মৌলবাদী। শিখ গুরু তেগ বাহাদুরকে দিল্লীতে প্রকাশ্যে হত্যা করা হয় কনভার্ট হতে অস্বীকৃতি জানানোর জন্য। আকবরের বাতিল করা জিজিয়া কর পুনরায় চালু করেন এই আওরঙ্গজেবই। নওরোজ নিষিদ্ধ করা হয়, হিন্দুদের উপর কাস্টম ডিউটি পড়ে পাঁচ পার্সেন্ট আর মুসলমানদের আড়াই পার্সেন্ট। বেনারস আর মথুরার জমকালো মন্দির স্ল্যাশ হিন্দুতীর্থ গুঁড়ায় দেওয়া হয়। এইগুলি করলে আর তালেবানের সাথে পার্থক্যটা রইলো কই দুর্দান্তদা?
৪) এই জায়গাটা আমি পাইসি রেফারেন্সের প্রথম বইটাতে। মূল ইংরেজী, Shivaji acquired several ships & began to trade with the Persian Gulf & Red Sea. Other armed coastal vessels in his employ sailed on plundering expeditions into Arabian sea.
পরেরদিকে কানোজী আংরে শক্তিশালী নৌবাহিনী গঠন করেন বটে, তবে শিবাজীর আমলে তেমন মারমার কাটকাট না হইলেও কিছু নৌবাহিনী থাকার কথা।

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

তেগ বাহাদুরের লিন্কে গিয়া পড়লামঃ " “However, all this did not imply automatically that the emperor was completely hostile towards the Hindu tradition and people or that his policy was purely religious…. it took Aurangzeb 20 long years before he reintroduced the Jizya for non-Muslims in 1679, shortly after the great Rajput rebellion (1678), when the Marathas forged an alliance with the Shiíte Golconda…..the number of Hindu nobles and officials increased during 1679-1707……reports of Aurangzeb’s religious iconoclasm, particularly in Deccan, are mainly legendary seeking the benefit of portraying an essentialised Islam. This was especially supported by later colonialist historiography. “ কেম্নে কি?

সত্যপীর এর ছবি

একবারে খাঁটি ধর্মব্যবসায়ীর মতন কারবার, ইচ্ছামতন ধর্মরে ইউজ করসে রাজনৈতিক কারনে।

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

এইটা আমার পয়েন্ট ছিল। আওরঙ্গজেব-শিবাজি দুইজনেই ধর্মকে নিজের কাম হাছিল করতে ইউজ করছে আক্ছার। আর কিছু কেতাবে দেখি এদের কাজে কামে খালি তালেবানি "আদর্শ" খোঁজাখুজির করে - বিয়াফক বিনোদন।

ক্লোন৯৯ এর ছবি

ভিডুর রেটিং কত? দেঁতো হাসি

ভাল আইডিয়া। ভিডু ব্লগ ভাল হইছে।

আমার জন্যও খুব ভাল হইছে। এইবার ভিডু ব্লগ কইরা ব্লগ ভাষাইয়া দিব হাসি কন্ঠ দেবার জন্য চিন্তা করছি ইভা আপারে নিয়োগ দিব হো হো হো

সত্যপীর এর ছবি

রেটিং চাইর পড়সে, পাব্লিক অল্পের উপর ছাইড়া দিসে এইবার। পরেরবার মাইর বুঝি একটাও মাটিত পড়বো না খাইছে

ইভা আপারে নিয়া ভিড্যু ব্লগ দেখার লাইগা আড়াই কেজি পপ্পন লয়া বইলাম।

..................................................................
#Banshibir.

চিলতে রোদ এর ছবি

ইসস! সামাজিক বিজ্ঞান বই এর ইতিহাসগুলো যদি তখন এইভাবে পড়া যাইতো মন খারাপ

সত্যপীর এর ছবি

History এর মধ্যে Story কথাটা লুকায় আসে কথাটা কখনো ভুইলেন না। ইতিহাস হইলো পুরান দিনের গল্প।

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

দেরী হয়ে গেল দেখতে একটু। জটিল হইছে হাততালি

সত্যপীর এর ছবি

আছেন ক্যামুন?

..................................................................
#Banshibir.

মুস্তাফিজ এর ছবি

দারুণ আইডিয়া।

...........................
Every Picture Tells a Story

সত্যপীর এর ছবি

দেঁতো হাসি

..................................................................
#Banshibir.

রোমেল চৌধুরী এর ছবি

ভালোই লাগলো, তবে শ্লথগতির আন্তঃজালে ভিডিও ব্লগিং দেখাটাও সময়সাপেক্ষ ব্যাপার।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সত্যপীর এর ছবি

ধন্যবাদ রোমেল ভাই.

..................................................................
#Banshibir.

আউটসাইডার এর ছবি

এক কথায় ফাডায়া ফালাইছেন। চ্রম হইসে ভাই। পরেরটা ছাড়েন তাড়াতাড়ি।

আরেকখান কথা: সিরাজদৌলা'র পরের পর্বে'র কি হইলো? আর কদ্দিন ওয়েট করবো?

সত্যপীর এর ছবি

সিরাজ অনেকদুর লিখার পরে সিস্টেম ক্র্যাশ করসে, সব হাওয়া!! আবার প্রথম থেকে লিখতে হবে. পরে লিখব আপাতত অন্য জিনিস লিখতেসি ভাই.

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

চলুক

আরাম করে দেখব দেখব করে দেখতে দেরী হয়ে গেল। খাসা হয়েছে, আরো কয়েকটা বানাতে বানাতে যে খুঁটিনাটি আড়ষ্টতা আছে সব চলে যাবে।

খুব ভালো উদ্যোগ।

সত্যপীর এর ছবি

আপ্নে ভ্রমণ নিয়া একটা ভিড্যু ছাড়েননা বস?

..................................................................
#Banshibir.

উচ্ছলা এর ছবি

পরের ক্লাস কবে? কাহিনী জমে উঠতেই বেরসিক শিক্ষক চলে গেলেন মন খারাপ

সত্যপীর এর ছবি

যাই নাই, পানি খায়া আসতেসি।

..................................................................
#Banshibir.

প্রৌঢ় ভাবনা এর ছবি

ভাল হয়েছে। তবে ভিডিও কোচিং শুরু হবে না কি?

সত্যপীর এর ছবি

হ কোচিং সেন্টার খুললাম "পীরের জলসা"।

..................................................................
#Banshibir.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।