ঘাস আর পিঁপড়ার গল্প

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: মঙ্গল, ১২/০২/২০১৩ - ১০:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঠের চিপায় লম্বা দুইটা ঘাস ভুরু কুঁচকে তাকিয়ে আছে কিছুক্ষণ ধরে। লক্ষণ সুবিধার না। দুইটা ঘাসের মধ্যে একটা একটু বেশী লম্বা আরেকটা লম্বায় কম। তবে আশপাশের আমঘাসের তুলনায় তাদের উচ্চতা চোখে লাগে ঠিকই।

একটু বেশী লম্বা ঘাসের বয়স বেশী। সে ঘাড় ঘুরায় একটু কম লম্বা ঘাসকে বলল, ঘটনা ঘটতে পারে আজকে।

কম লম্বা ঘাস শুকনা গলায় বলল, আজকেই? নাহ আজকে না মনে হয়। কি সুন্দর মেঘ দিসে, বৃষ্টি হইতে পারে পরে। আজকে না হইলে হয়না?

বেশী লম্বা ঘাস উদাস গলায় বলল আর বৃষ্টি। আইছি ন্যাংটা যামু ন্যাংটা। নেকেড আই কেম নেকেড আই শ্যাল রিটার্ন। ইংরেজি কম লম্বা ঘাসের কম আসে, তাই সে চুপ করে রইল। আজকে তার যেতে ইচ্ছা করছে না।

কালো মোটা পিঁপড়াটা পাশ দিয়েই যাচ্ছিল, দুই ঘাসের আলাপে সে থামল। এই পিঁপড়াটা ব্যাপক বাচাল, কম লম্বা ঘাস একে মোটেই দেখতে পারেনা। খালি আগড়ম বাগড়ম বকে। আজও তাই হল, পিঁপড়াটা থেমে ঘোষনার স্বরে বলল, সে এক কান্ড বটে। দুই ঘাস উদাস নয়নে উপরের চিলের ওড়ার দিকে নজর দিল। কোন উত্তর নাই দেখে পিঁপড়া আবার কইল, জানেননাতো কি হয়েছে আজকে। বলবার মতন গল্পই বটে।

বেশী লম্বা ঘাস অস্ফুটে বলল হুঁ। ঐটুক উৎসাহেই পিঁপড়া শুরু করল, আজকে ভোরসকালে সামনের রোডের বাকরখানির দোকানটার সামনে গেছি কারণ জানেনই তো বাকরখানির গুঁড়া আমার বউয়ের কেমন পছন্দ। জীবনের আনন্দ। সেই গুঁড়া রোজ শুক্কুরবার মাথায় নিয়া আমি বউকে খাওয়াই। আচ্ছা শুক্কুরবার তো সপ্তায় একবার তাইলে রোজ শুক্কুরবার কেন বলে?

অল্প লম্বা ঘাস মনে মনে বলে তোর শুক্কুরবারের মায়েরে আন্টি হারামজাদা গেলি। তবে ভদ্রলোকের মত সেই মনের কথা মনেই থেকে যায়। পিঁপড়া থেমে আবার শুরু করে, আচ্ছা যাই হোক গিয়া দেখি ইলাহী কান্ড। জোরে টিভি ছাইড়া রাখসে আর পর্দায় দেখি কাতারে কাতারে মানুষ চিল্লাইতেসে।

বেশী লম্বা ঘাস বলে, এত মানুষ ক্যান, ক্রিকেট জিতছে নাকি? পিঁপড়া বলে আরে রাখেন ক্রিকেট, এত লোক আমি বাপের জনমেও দেখিনাই। মিছিলও করেনা বোমা মারেনা বোমা থিকা পলায়ওনা, কাতারে কাতারে মানুষ একজায়গায় দাঁড়ায় চিল্লাইতেসে। দোকানেও সামনেও দুনিয়ার মানুষ, এত মানুষের পাও দেইখা ভয়ই পাইসিলাম ঘাসমামু। জানেনই তো মানুষ কিরকম অমানুষ, ফটাফট পোকামাকড় মাড়ায় হাঁটতে এদের একটুও বুক কাঁপে না। তাই খুব খিয়াল কইরা আগাইতে থাকলাম। শুনি সবাই চিল্লাইতেছে তুই রাজাকার তুই রাজাকার।

অল্প লম্বা ঘাস কৌতূহলী হয়ে বলল, তুই কি? পিঁপড়া বলল তুই রাজাকার। অল্প লম্বা ঘাস বলল এটার মানে কি? তখন বেশী লম্বা ঘাস বলল, রাজাকার একটা গালি। কিছু হারামজাদা বহু আগে নিজেদের মানুষ দের নিজেরা খুন করসিল। ১৩ নম্বরের নজমুল আর ২২ এর টিপু একদিন সামনের মাঠে বইসা গল্প করতেসিল শুনছিলাম। এরা নাকি খুব বড় কুত্তার বাচ্চা।

অল্প লম্বা ঘাস অবাক হয়ে বলল খুব বড় কুত্তার বাচ্চা নামে মাইকে একজন আরেকজনকে ডাকতেছে কেন? মানুষের কি কোন ভদ্রতা জ্ঞান নাই? তখন পিঁপড়া অধৈর্য্য হয়ে বলল আরে দ্যুৎ একজন আরেকজনকে ডাকব কিজন্যে? আসলে বড় একটা রাজাকারের ফাঁসি দেয়নাই যাবজ্জীবন দিছে, সেইজন্য সবাই মেজাজ খারাপ করে রাস্তায় নামছে।

কাশিমপুর কারাগারের বাগানের ঘাসেরা ফাঁসি যাবজ্জীবন এগুলির মানে খুব ভালো জানে। তারা বুঝদারের মতন মাথা নাড়ল। হঠাৎ ঝট করে মাথা ঘুরিয়ে অল্প লম্বা ঘাস বেশী লম্বা ঘাসকে বলল, আচ্ছা নতুন মালিই না যাবজ্জীবন পাওয়া বুইড়াটা?

তাদের আশংকা সত্যি করে দেখা গেল দাড়িওলা এক বুড়া হাতে বড় ঘাস কাটার কেঁচি নিয়ে তাদের দিকেই আসছে। খবর সত্যিই তাহলে, জেলের নতুন মালি নিয়োগ হয়েছে। লম্বা দুই ঘাসের আর রক্ষা নাই।

চোখ বুঁজে বেশী লম্বা ঘাস মাথা নিচু করে বলে হে খোদা আজকে বাঁচায় দেও, কুত্তার বাচ্চার হাতে মরতে চাইনা খোদা দয়া কর।


মন্তব্য

হিমু এর ছবি

গুরু গুরু

চরম উদাস এর ছবি

বাহ চলুক
আফটপিক - আপনের মত করে লিখতে মন চায় খাইছে

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক
জনতার সংগ্রাম চলছে, জনতার সংগ্রাম চলবে.................


_____________________
Give Her Freedom!

এক জোনাকি এর ছবি

পুরোটাই চমৎকার, খালি কুত্তার বাচ্চার মতো মোলায়েম বিশেষণটা বাদে ।

সত্যপীর এর ছবি

কথা সত্য।

..................................................................
#Banshibir.

সায়ন এর ছবি

গুরু গুরু

সাফি এর ছবি

একদম সেইরকম হৈসে পীরসাব

সত্যপীর এর ছবি

সেইরকম হারামীর জন্য সেরকম গল্পই চাই।

..................................................................
#Banshibir.

তমসা  এর ছবি

অগোরে কুত্তার বাচ্চা কইয়েন না ভাই, আমার তিন মাস বয়সী বোম্বা সোনা খুব মাইন্ড খায়।

সত্যপীর এর ছবি

অ্যাঁ

..................................................................
#Banshibir.

ব্যাঙের ছাতা এর ছবি

গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু

ফারাসাত

নাফিস এর ছবি

গুরু গুরু গুরু গুরু

সত্যপীর এর ছবি

এই লেখাটার মূল নাম দিয়েছিলাম ঘাস, পিঁপড়া আর একটা বড় কুত্তার বাচ্চার গল্প। সচলায়তনের নীড়পাতায় বড় বড় হরফে কুত্তার বাচ্চা দেখতে চাইনাই তাই নাম পাল্টে দিসি। এইখানে বলে গেলাম গল্পটার নাম ঘাস, পিঁপড়া আর একটা বড় কুত্তার বাচ্চার গল্প।

..................................................................
#Banshibir.

স্বপ্নহারা এর ছবি

কুত্তারে গালি দেওন ঠিক না

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

স্যাম এর ছবি

পিঁপড়াটারে বুদ্ধি দেন তাড়াতাড়ি বড় কুত্তারে একটা কুট্টুস দেয়ার জন্য...

দ্রোহী এর ছবি

চলুক

হাততালি

রু এর ছবি

দারুণ!!

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

তারপর কি হইল? পিপরার দল কি কামড়াইয়া বড় কুত্তার বাচ্চাটার বিচি ছিড়া ফালাইলো? আর বড় কুত্তার বাচ্চাটা বাবাগো মাগো বইলা ম্যাতকার কত্তে কত্তে দৌড়াইয়া হাগুখানায় সান্ধাইলো?

বেচারাথেরিয়াম এর ছবি

গুরু গুরু

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

রংতুলি এর ছবি

হাততালি চলুক

তিথীডোর এর ছবি

শিরোনাম দেখে অবশ্য অন্যরকম ভেবেছিলাম।
চলুক চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সত্যপীর এর ছবি

হ্যাঁ শিরোনাম এডিট করসি কিনা, একটু শিশুতোষ হয়ে গেসে। সেজন্যেই ক্যাটিগরি কাদের মোল্লা দিসি যেন একটা হেডস আপ থাকে।

..................................................................
#Banshibir.

অচল এর ছবি

গুরু গুরু

স্বপ্নহারা এর ছবি

গুরু গুরু

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

প্রৌঢ় ভাবনা এর ছবি

উমদা হয়েছে।

জোহরা ফেরদৌসী এর ছবি

ব্রাভো পীরসাহেব । আপনেরে একখান সেলাম ঠুকে গেলাম গুরু গুরু

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

বাপ্পীহায়াত এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দারুন

______________________________________
পথই আমার পথের আড়াল

কুমার এর ছবি

গুরু গুরু

নিলয় নন্দী এর ছবি

হাততালি
সেইরাম দিছেন।

অতিথি লেখক এর ছবি

চলুক

তৈলাক্ত বাঁশ!!!
হো হো হো

সুবোধ অবোধ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।